সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

সোনায় গড়া মন; উপরেই রও!



তুমি পবিত্রা
থেক আজীবন
ছোঁয়ো না ছোঁয়ো না যেন
কারো দেহ মন।

লাজ লাজ লাগে!
মনে ছিঃ ছিঃ ধিক
দিও না করোরে কিছু
রেখ ঠিক ঠিক।

দেহ যেন দেহ নয়;
হীরের বাঁধাই
কেউ থেকে কিছু পেলে
নিও পাঁই পাঁই।

চেয়ো না চোখে চোখে
হয় তাতে পাপ
জন মনে পড়ে যাবে
খারাপের ছাঁপ।

তুমি স্বর্গীণী
মানুষতো নও
সোনায় গড়া মন;
উপরেই রও!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন