সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

লাল জলে--




নয় মানে মম শির
মন তৃঞ্চে শান্তির
লই মনে ভেটে সব
দাও গাঁই কঞ্চির।

লাল জলে গরমিল
ভাসে তব নিজ দিল
ভরাব যে তরী ঘাট
নাই পাই ঠাঁই তিল।

চাহি ঘুম অল্পায়
সুধা মাখ মন-কায়
তুলে নাও প্রতিস্রোত
প্রেম ঢেলে আত্মায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন