আমরা
যারা সরাসরি শিক্ষা দিই আমরা শিক্ষক। আর যারা আছে শিক্ষা আফিসার থেকে সচিব
মন্ত্রী সবাই আমাদের সহযোগী সহকারী পিয়ন ছাড়া আর কিছু না। যত দিন তারা সবাই
শিক্ষকদের সম্মান দেখাতে না পারবে, শিক্ষার উদ্দেশ্য পুরো সফল হবে না।
কারণ শিক্ষকের সাথে যে আচরণ করা হয় তাতে শিক্ষকের মাঝে আত্মসম্মান ধরে
রাখার কিছুই থাকে না। সামাজিক যত কাজ সব প্রাইমারি শিক্ষকদের দ্বারা করানো
হয়। শত শত পোলাপান পালতে বড় কষ্ট হয় আমাদের।
অমি আর বেতন বাড়াতে বলব না। তোমাদের সবাইকে রাখা হয়েছে শিক্ষকদের হেল্প করার জন্য। অথচ তোমরা তোমাদের সুবিধাগুলো ধাপে ধাপে হাতিয়ে নিচ্ছো। আমাদের নাম করে তোমরা খাও! অথচ আমরা না খেয়ে শিক্ষা দিই? তোমাদের বিবেক নাই! এখন থেকে আমি যতটুকু পারি ততটুকু করব। তারপর যা, তা সরকারের..
অমি আর বেতন বাড়াতে বলব না। তোমাদের সবাইকে রাখা হয়েছে শিক্ষকদের হেল্প করার জন্য। অথচ তোমরা তোমাদের সুবিধাগুলো ধাপে ধাপে হাতিয়ে নিচ্ছো। আমাদের নাম করে তোমরা খাও! অথচ আমরা না খেয়ে শিক্ষা দিই? তোমাদের বিবেক নাই! এখন থেকে আমি যতটুকু পারি ততটুকু করব। তারপর যা, তা সরকারের..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন