মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

কবি লেখক ছড়াকার নই নই যে গল্পকার নেট কি-বোর্ডে ব্লগর ব্লগর পরিচয় এক ব্লগার। নতুন-পুরান-লেখক-পাঠক; বেঁধে যায় ক্ষণে জ্যাম সকল মতের মিলন মেলার ব্লগার ব্লগার প্রেম! উচ্ছ্বাস মেখে ব্লগার ব্লগে পোস্টায় অবিরাম হোক না আসল/নকল কি-ই বা একটাই নিক নাম। প্লাস-মাইনাস ক্যাঁচাল; ক্ষণে রাগেই কমেন্টায় ব্লগটি কখন শান্তিপূর্ণ ক্ষণেই উথলায়। অকর্ম্মন্য/ ছিটকে চোর+আ যেই না রাখুক নাম লেখায় কিছু থাকলে শিখার তাতেই কামের কাম। আমার নয় যে; আমাদের ব্লগ সোনার বাংলাদেশ ঐ নবীনের মিছিল ভারে ব্লগার আসছে বেশ! স্বপ্ন পূরণ যেথায়ই হোক, ব্লগেই ভাবলে কী! জীবন সাজায় জোড়া কতক ব্লগার-ব্লগারনী।

কবি লেখক ছড়াকার নই
নই যে গল্পকার
নেট কি-বোর্ডে ব্লগর ব্লগর
পরিচয় এক ব্লগার।

নতুন-পুরান-লেখক-পাঠক;
বেঁধে যায় ক্ষণে জ্যাম
সকল মতের মিলন মেলার
ব্লগার ব্লগার প্রেম!

উচ্ছ্বাস মেখে ব্লগার ব্লগে
পোস্টায় অবিরাম
হোক না আসল/নকল কি-ই বা
একটাই নিক নাম।

প্লাস-মাইনাস ক্যাঁচাল; ক্ষণে
রাগেই কমেন্টায়
ব্লগটি কখন শান্তিপূর্ণ
ক্ষণেই উথলায়।

অকর্ম্মন্য/ ছিটকে চোর+আ
যেই না রাখুক নাম
লেখায় কিছু থাকলে শিখার
তাতেই কামের কাম।

আমার নয় যে; আমাদের ব্লগ
সোনার বাংলাদেশ
ঐ নবীনের মিছিল ভারে
ব্লগার আসছে বেশ!

স্বপ্ন পূরণ যেথায়ই হোক,
ব্লগেই ভাবলে কী!
জীবন সাজায় জোড়া কতক
ব্লগার-ব্লগারনী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন