শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪

হাটি হাটি করে আজি টঙ্গিতে যাই দশে মিলে পাক করে খিচুড়ি খাই। মাথায় গাঠুরী নিয়ে বদনা হাতে এভাবেই হেটে যাব পুলসিরাতে! জান্নাত আমাদের কিছু দূর পথ আমাদের থামাবে কার হিম্মত?

হাটি হাটি করে আজি
টঙ্গিতে যাই
দশে মিলে পাক করে
খিচুড়ি খাই।
মাথায় গাঠুরী নিয়ে
বদনা হাতে
এভাবেই হেটে যাব
পুলসিরাতে!
জান্নাত আমাদের
কিছু দূর পথ
আমাদের থামাবে
কার হিম্মত?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন