আমি তখন খুব একটিভ একজন ব্লগার।
আমার প্রিয় একটা ব্লগ ছিল। যে ব্লগে আমি লিখতাম।
আজ সেই ব্লগ নেই; ব্লগের মানুষগুলোও যেন হারিয়ে গেছে!
আমার লেখার হাতে খড়ি ঠিক তখনই। যখন
আমার লেখাকে সেই ব্লগের লেখকেরা খুব সম্মান করত!
আজ সেই ব্লগ নেই! কিন্তু ব্লগারগণকে কত যে স্মরণে আসে!!!
সেই ব্লগের ব্লগারগণ ঈদ পূনর্মিলনীসহ কত কি ই না করত!
সেই ভাল লাগা আবার কবে আসবে কে জানে?
ব্লগে দেখতাম ক'দিন পরপর ব্লগারের সাথে ব্লগারনীর বিয়ে হত।
আমারও মনে হত, ইশ! আমি যদি একজন ব্লগারনীকে বিয়ে করতে
পারতাম! যে লেখাটার ভাব কেউ বুঝল না...
আমার মনের ভেতরেই সেই ইচ্ছাটা বিরাজ করত;
হয়তো আজ বুঝে যাবে...!
---------------------------
কবি লেখক ছড়াকার নই
নই যে গল্পকার
নেট কি-বোর্ডে ব্লগর ব্লগর
পরিচয় এক ব্লগার।
নতুন-পুরান-লেখক-পাঠক;
বেঁধে যায় ক্ষণে জ্যাম
সকল মতের মিলন মেলার
ব্লগার ব্লগার প্রেম!
উচ্ছ্বাস মেখে ব্লগার ব্লগে
পোস্টায় অবিরাম
হোক না আসল/নকল কি-ই বা
একটাই নিক নাম।
প্লাস-মাইনাস ক্যাঁচাল; ক্ষণে
রাগেই কমেন্টায়
ব্লগটি কখন শান্তিপূর্ণ
ক্ষণেই উথলায়।
অকর্ম্মন্য/ ছিটকে চোর+আ
যেই না রাখুক নাম
লেখায় কিছু থাকলে শিখার
তাতেই কামের কাম।
আমার নয় যে; আমাদের ব্লগ
সোনার বাংলাদেশ
ঐ নবীনের মিছিল ভারে
ব্লগার আসছে বেশ!
স্বপ্ন পূরণ যেথায়ই হোক,
ব্লগেই ভাবলে কী!
জীবন সাজায় জোড়া কতক
ব্লগার-ব্লগারনী।
আমার প্রিয় একটা ব্লগ ছিল। যে ব্লগে আমি লিখতাম।
আজ সেই ব্লগ নেই; ব্লগের মানুষগুলোও যেন হারিয়ে গেছে!
আমার লেখার হাতে খড়ি ঠিক তখনই। যখন
আমার লেখাকে সেই ব্লগের লেখকেরা খুব সম্মান করত!
আজ সেই ব্লগ নেই! কিন্তু ব্লগারগণকে কত যে স্মরণে আসে!!!
সেই ব্লগের ব্লগারগণ ঈদ পূনর্মিলনীসহ কত কি ই না করত!
সেই ভাল লাগা আবার কবে আসবে কে জানে?
ব্লগে দেখতাম ক'দিন পরপর ব্লগারের সাথে ব্লগারনীর বিয়ে হত।
আমারও মনে হত, ইশ! আমি যদি একজন ব্লগারনীকে বিয়ে করতে
পারতাম! যে লেখাটার ভাব কেউ বুঝল না...
আমার মনের ভেতরেই সেই ইচ্ছাটা বিরাজ করত;
হয়তো আজ বুঝে যাবে...!
---------------------------
কবি লেখক ছড়াকার নই
নই যে গল্পকার
নেট কি-বোর্ডে ব্লগর ব্লগর
পরিচয় এক ব্লগার।
নতুন-পুরান-লেখক-পাঠক;
বেঁধে যায় ক্ষণে জ্যাম
সকল মতের মিলন মেলার
ব্লগার ব্লগার প্রেম!
উচ্ছ্বাস মেখে ব্লগার ব্লগে
পোস্টায় অবিরাম
হোক না আসল/নকল কি-ই বা
একটাই নিক নাম।
প্লাস-মাইনাস ক্যাঁচাল; ক্ষণে
রাগেই কমেন্টায়
ব্লগটি কখন শান্তিপূর্ণ
ক্ষণেই উথলায়।
অকর্ম্মন্য/ ছিটকে চোর+আ
যেই না রাখুক নাম
লেখায় কিছু থাকলে শিখার
তাতেই কামের কাম।
আমার নয় যে; আমাদের ব্লগ
সোনার বাংলাদেশ
ঐ নবীনের মিছিল ভারে
ব্লগার আসছে বেশ!
স্বপ্ন পূরণ যেথায়ই হোক,
ব্লগেই ভাবলে কী!
জীবন সাজায় জোড়া কতক
ব্লগার-ব্লগারনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন