মানুষের কষ্ট নাই এমন মানুষু খুব কমই আছে।
তবে আমি যে কষ্টের কথা বলব, তা কোন সাধারণ কষ্ট না।
আমি আল্লাহকে ভালবাসি বলেই কেবল আল্লামা সাঈদীকে ভালবাসি।
নয়তো তাঁর সাথে আমার কোন আত্মীয়তা নেই। কোন বন্ধুত্ব নেই।
জানাজানি নেই।
আমি তাঁকে চিনি তাঁর সুমধুর সুরে সুললিত কন্ঠে মহান আল্লাহর
পবিত্র বাণী আলকুরআনের তাফসীর শুনেছি।
যতক্ষণ শুনতাম আমি নিরব হয়ে শুধু তাঁর কথাগুলো খেয়াল করতাম।
কখনো কাঁদতাম। কখনো চিন্তা করতাম, আমি কি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি?
আজ মনের ভেতরে যায়গা করা সেই প্রিয় সাঈদীর তাফসীর আর শুনি না।
সেই কবে শুনেছি! আফসোস হচ্ছে, আবার কবে যে দেখি!
এই কষ্ট শেষ হবার নয়। কাউকে বুঝাবার নয়। তাঁর প্রতি আমার কি যে প্রেম তা
আমি আল্লাহ ছাড়া কাউকে বলতে পারব না।
কারো কাছেই বলব না। জালিমের বন্দিশালায় বন্দি সাঈদীকে
আমি অচিরেই আবার কুরআনের তাফসীরে পাব, এই কামনায়
আল্লাহর কাছে দরখাস্ত করছি। আমিন!
তবে আমি যে কষ্টের কথা বলব, তা কোন সাধারণ কষ্ট না।
আমি আল্লাহকে ভালবাসি বলেই কেবল আল্লামা সাঈদীকে ভালবাসি।
নয়তো তাঁর সাথে আমার কোন আত্মীয়তা নেই। কোন বন্ধুত্ব নেই।
জানাজানি নেই।
আমি তাঁকে চিনি তাঁর সুমধুর সুরে সুললিত কন্ঠে মহান আল্লাহর
পবিত্র বাণী আলকুরআনের তাফসীর শুনেছি।
যতক্ষণ শুনতাম আমি নিরব হয়ে শুধু তাঁর কথাগুলো খেয়াল করতাম।
কখনো কাঁদতাম। কখনো চিন্তা করতাম, আমি কি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি?
আজ মনের ভেতরে যায়গা করা সেই প্রিয় সাঈদীর তাফসীর আর শুনি না।
সেই কবে শুনেছি! আফসোস হচ্ছে, আবার কবে যে দেখি!
এই কষ্ট শেষ হবার নয়। কাউকে বুঝাবার নয়। তাঁর প্রতি আমার কি যে প্রেম তা
আমি আল্লাহ ছাড়া কাউকে বলতে পারব না।
কারো কাছেই বলব না। জালিমের বন্দিশালায় বন্দি সাঈদীকে
আমি অচিরেই আবার কুরআনের তাফসীরে পাব, এই কামনায়
আল্লাহর কাছে দরখাস্ত করছি। আমিন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন