সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪

মা কাছে নাই আব্বাও তাই মানতে পারি না মা বাবাহীন বাড়ি মনে হয় আমার বাড়ি না। ক্ষেতে খেলিয়া ঘরে পা দিলেই ক্ষেপিয়া উঠত মা পড়ালেখা নাই খেলা আর খেলা যেথায় পারিস যা! লাঙল জোয়াল কাঁধে নিয়ে ঐ বাবা আমারে কয় আয় বাবা আয় গরু দুটা নিয়া আমার উপকার হয়! সেই মা আমার সে বাবা নাই বিরান শুন্য ঘরে না বুঝে শুনে চোখের পানিরা টল টল করে পড়ে!

মা কাছে নাই আব্বাও তাই
মানতে পারি না
মা বাবাহীন বাড়ি মনে হয়
আমার বাড়ি না।
ক্ষেতে খেলিয়া ঘরে পা দিলেই
ক্ষেপিয়া উঠত মা
পড়ালেখা নাই খেলা আর খেলা
যেথায় পারিস যা!
লাঙল জোয়াল কাঁধে নিয়ে ঐ
বাবা আমারে কয়
আয় বাবা আয় গরু দুটা নিয়া
আমার উপকার হয়!
সেই মা আমার সে বাবা নাই
বিরান শুন্য ঘরে
না বুঝে শুনে চোখের পানিরা
টল টল করে পড়ে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন