মা বাড়ি নাই আর
ভাত কেউ দিল না
খাইছি কি খাইনি
খোঁজও তো নিল না।
রাত গেল না খেয়ে
আসল সকাল
ক্ষুধায় মন্দা মন
ভাল না সে হাল।
কে আছে এমন
মায়ায় খাওয়ায়?
মশারিও টানায় নি
খাইল মশায়।
মা বাড়ি থাকলে
ঘুমাইতে দিত?
আগে খা পরে ঘুম
মশারিও টানাইত!
মায়ের কদর বুঝি
মাহীন ছেলে
ভরে না আমার মন
খেয়ে হেসে খেলে..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন