ওরে লীগার ছেলের দল!
লগি-বৈঠায় রাজাকারের রক্তে সব বাঙালী উজ্জ্বল!
বিচারক আমার, আমিই আজ সব বাহিনীর কল
এই না তোরা বাংলার লীগার বাকশাল সেনার দল!
যার যা লাগে সঙ্গ পাবি
যার তার ঘরে হামলা দিবি
যখন যাকে ইজ্জত নিবি
সব লীগারে সুখ বিলাবি
শিক্ষা ছাড়াই অফিসার হবি কিসের তোদের ডর?
ওরে চল এগিয়ে; ওপাড়ের দাদা হয় নাই আজও পর!
এক্ষণি ধর! তোরা তাদেরে ধর!
মোরা সন্ত্রাস মোরা খুনি মোর শৃংখল ভয়ংকর
ওরে কই তোরা কই? আয় এক সাথে আয়
ধর সব বাচ্চাদের ধরে এক্ষুণি শেষ কর!
রাজাকারের বাচ্চারা রাজাকারই হবে!
এসব সইতে পারব না।
বাংলা বেচব; তবুও ক্ষমতা
হাত থেকে ছাড়ব না!
সাধ জেগেছে আবার রাজত্ব পাবার
আকাঙ্খাও যে প্রবল!
আরেক জীবনের ক্ষমতা আমায়
এনে দেনা বীর বল!
লগি-বৈঠায় রাজাকারের রক্তে সব বাঙালী উজ্জ্বল!
বিচারক আমার, আমিই আজ সব বাহিনীর কল
এই না তোরা বাংলার লীগার বাকশাল সেনার দল!
যার যা লাগে সঙ্গ পাবি
যার তার ঘরে হামলা দিবি
যখন যাকে ইজ্জত নিবি
সব লীগারে সুখ বিলাবি
শিক্ষা ছাড়াই অফিসার হবি কিসের তোদের ডর?
ওরে চল এগিয়ে; ওপাড়ের দাদা হয় নাই আজও পর!
এক্ষণি ধর! তোরা তাদেরে ধর!
মোরা সন্ত্রাস মোরা খুনি মোর শৃংখল ভয়ংকর
ওরে কই তোরা কই? আয় এক সাথে আয়
ধর সব বাচ্চাদের ধরে এক্ষুণি শেষ কর!
রাজাকারের বাচ্চারা রাজাকারই হবে!
এসব সইতে পারব না।
বাংলা বেচব; তবুও ক্ষমতা
হাত থেকে ছাড়ব না!
সাধ জেগেছে আবার রাজত্ব পাবার
আকাঙ্খাও যে প্রবল!
আরেক জীবনের ক্ষমতা আমায়
এনে দেনা বীর বল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন