বিএনপিরা
আজ একদিন রাস্তায় বের হয়েই বলছে, তারাও নাকি একা একা আন্দোলন করে সরকারকে
নামাবে। তাহলে তো আমরা দেখেছি গত ৫ বছরে শুধু বিএনপিই রাজপথে বাকশাল
সরকারের বিরোদ্ধে গুলি খেয়ে মরেছিল। তাই না? তাহলে তো বলতেই পারি, জামাত
কোন দিন রাস্তায় নামেনি! জামাত ছাড়াই যখন বিএনপি ১০০, তো আমরা বলতেই পারি
জামাতের কোন ভেল্যু নাই!
হায় রে নাফরমান জাতি!
আসলে ইসলামী রাজনীতি না থাকলে সবাই মূলে গিয়ে একই চরিত্র বরণ করে!
হায় রে নাফরমান জাতি!
আসলে ইসলামী রাজনীতি না থাকলে সবাই মূলে গিয়ে একই চরিত্র বরণ করে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন