শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

এই দেশে আজ বানর নাচে মানুষের হাসি নাই সরকার চলে লুটপাট করে বিচার কোথা চাই? ডজন ভরা ডিগ্রী থাকে শিক্ষাই পুরে ছাই বস্তির মুখে শিক্ষা আছে মন্ত্রীর মুখে নাই! কথায় কথায় গুলি লাঠি তর্কাতর্কি নাই বস্তাভর্তি মানুষ মিলে আলু পেয়াজ নাই! আমার লেখা সংবিধানটা থাকতেই হবে ভাই দেশ জনতা সব জলে যাক কিছুই করার নাই! কইরে তোদের সোনার বাংলা শেখ হাসিনার দেশ; সোনার মানুষ সবুজ মাটির স্বপ্নই কেন শেষ? তোমরাই না জয় বাংলা জয় বাংলা কর! আজ কেন তো বাংলার চেয়ে পেটের ক্ষুধাই বড়?

এই দেশে আজ বানর নাচে
মানুষের হাসি নাই
সরকার চলে লুটপাট করে
বিচার কোথা চাই?
ডজন ভরা ডিগ্রী থাকে
শিক্ষাই পুরে ছাই
বস্তির মুখে শিক্ষা আছে
মন্ত্রীর মুখে নাই!
কথায় কথায় গুলি লাঠি
তর্কাতর্কি নাই
বস্তাভর্তি মানুষ মিলে
আলু পেয়াজ নাই!
আমার লেখা সংবিধানটা
থাকতেই হবে ভাই
দেশ জনতা সব জলে যাক
কিছুই করার নাই!
কইরে তোদের সোনার বাংলা
শেখ হাসিনার দেশ;
সোনার মানুষ সবুজ মাটির
স্বপ্নই কেন শেষ?
তোমরাই না জয় বাংলা
জয় বাংলা কর!
আজ কেন তো বাংলার চেয়ে
পেটের ক্ষুধাই বড়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন