শিক্ষক বলে করি
বিচার শালিস
শিশুদের ক্ষতে ক্ষতে
লাগাই মালিস।
থার্ড ক্লাস আমি এক
কর্মচারী;
পারি না? সব কাজ
আমিই পারি!
মাস্টারি করি আমি
কাজ সরকারি
আমি ছাড়া কে করিবে
করা দরকারই!
ইস্কুল ঘর মাঠ
বেঞ্চ কি টেবিল
নিজ হাতে ঝাড়ু দিই
সম্মানী কিল।
প্রশ্রাব পায়খানা
আমারই তো কাজ
দরকারে সাফ করা
লাজের কি লাজ?
কার ঘরে ক'কটা
জন্ম নিল
ইস্কুলে আসে কিনা
বাদ থাকিল।
সরকারি বন্ধেও
ইস্কুলে থাকি
ইস্কুলে আয় বাবা
আয় বাবা ডাকি!
আকুতি আমার কেউ
শুনে না শুনুক
মাস্টারী ইজ্জত
সবাই বুঝুক।
ঘরের উনুন বাজে
ঝুনঝুনিয়ে
পাঠটিকা করি তব
আবেগ দিয়ে।
চাওয়া আর পাওয়া কি
আমি কিছু বুঝি!
অধিকার দাবি দাওয়া
কেন তবে খুঁজি?
মার মার গলে ধর
যার নাই ক্যাশ
মাস্টারগিরি দে
শেষ করে শেষ!
বিচার শালিস
শিশুদের ক্ষতে ক্ষতে
লাগাই মালিস।
থার্ড ক্লাস আমি এক
কর্মচারী;
পারি না? সব কাজ
আমিই পারি!
মাস্টারি করি আমি
কাজ সরকারি
আমি ছাড়া কে করিবে
করা দরকারই!
ইস্কুল ঘর মাঠ
বেঞ্চ কি টেবিল
নিজ হাতে ঝাড়ু দিই
সম্মানী কিল।
প্রশ্রাব পায়খানা
আমারই তো কাজ
দরকারে সাফ করা
লাজের কি লাজ?
কার ঘরে ক'কটা
জন্ম নিল
ইস্কুলে আসে কিনা
বাদ থাকিল।
সরকারি বন্ধেও
ইস্কুলে থাকি
ইস্কুলে আয় বাবা
আয় বাবা ডাকি!
আকুতি আমার কেউ
শুনে না শুনুক
মাস্টারী ইজ্জত
সবাই বুঝুক।
ঘরের উনুন বাজে
ঝুনঝুনিয়ে
পাঠটিকা করি তব
আবেগ দিয়ে।
চাওয়া আর পাওয়া কি
আমি কিছু বুঝি!
অধিকার দাবি দাওয়া
কেন তবে খুঁজি?
মার মার গলে ধর
যার নাই ক্যাশ
মাস্টারগিরি দে
শেষ করে শেষ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন