আমি জানি না, তুমি কে? কোন ধরণের সত্যকে তুমি ভালবাস? কোন সত্য তোমার কাছে
আপন? কোন প্রকৃতির উপর তোমার হৃদয়ের স্পর্শ জেগে আছে? আর কোন সত্যের
গাঁথুনীতে তোমার জীবনের বুনিয়াদ রচনা করছো? তোমার মাঝে আমি এমন কিছু দেখতে
পাই না, যা দেখে আমি তোমাকে সুন্দর বলতে পারি! কারণ, আমার চোখে তুমি একজন
সত্য গোপনকারী। কারণ, তুমি মুসলিম না হলে এভাবে বোরকা পড়তে না। আল্লাহর
সৃষ্টির সব কিছুই সুন্দর। প্রতিটি সৃষ্টিকে আল্লাহ নিজস্ব স্বকীয়তায় চমৎকার
করেই তৈরী করেছেন। তুমি আমার কাছে একটা নীতিমালায় অসুন্দর হলেও আল্লাহকে
অশেষ শুকরিয়া যে, এমন করে আল্লাহ ছাড়া আর কারো এমন কিছু সৃষ্টির শক্তি নাই।
তুমি আসলে সুন্দর। কিন্তু তুমি অসুন্দর কিছুর মোহে নিজের সৌন্দর্য লুকিয়ে
যাচ্ছে। তুমি হয় তো ভেবে দেখছো না। তুমি যেভাবে নিজেকে উপস্থাপন করেছো, আমি
তোমাকে একটা বেশরম মহিলার চেয়ে উন্নত মনে করছি না।
আমি তোমাকে যা মনে করছি-
১। তোমার গায়ে বোরকা নামের পোষাক পড়া দেখে তোমাকে মুসলিম ভাবছি। তবে আজকাল হিন্দু, চোর, সন্ত্রাস, খুনিরাও বোরকা পড়ে। তবে তাদের এই পড়া শুধুই বোরকার উপকারীতাকে কাজে লাগাতে তাদের নিজেদের হীনস্বার্থ হাসিলটাই মুখ্য। মুলতঃ তারা বোরকার মর্যাদা রক্ষার্থে পড়ে না। যখন তারা এমন হীনতাকে চরিতার্থ করার জন্য বোরকাকে ব্যবহার করে থাকে, পর্দা করে থাকে; এভাবে তারা নিজেদেরকে ইসলামপন্থী বলে পরিচয় দেয়ার চেষ্টা করে। যেমন-ইলেকশনের সময় এলে সবাইকে সালাম, পাঁচ ওয়াক্ত নামাজ, হাতে তসবিহ, মুখে পবিত্রতার ফুল ফোটে। আর পাশ করা/ফেল করার পর দেখা যায় মাথায় তখন কাপর থাকে না, নামাজও পড়ে না। এমনকি ইসলামের বিরোদ্ধে, ইসলাম ধ্বংশের অপচেষ্টা করতেও কুন্ঠিত হয় না। যেহেতু তুমি বোরকা পড়েছ সেহেতু তোমাকে আমি প্রাথমিক ভাবে একজন ইসলামপন্থী বলেই জানছি। আমিও মুসলিম। আর সেই সুবাদে তোমাকে উদ্দেশ্য করে আমার এই লেখাটা। আমি তোমাকে একজন ভিন্নধমাবলম্বী হিসেবে বলছিনা বা ইসলামের শত্রু হিসেবেও বলছি না।
২। তোমার গায়ে জড়ানো বোরকাটার ভাঁজ দেখে আমার মনে হয় না তুমি পর্দার জন্য বোরকা পড়েছো। কারণ, বর্তমান প্রগতিবাদীরাও মুসলিম বটে। তবে তাদের শরীরে পোষাক পড়া তাদের কাছে একটা ঝামেলার বস্তু মনে হয়। তাদের শরীরটাই যেন একটা পোষাক। তুমি বোরকা পড়েছো ঠিক আছে। এর উদ্দেশ্যও ঠিক রাখা দরকার। প্রগতিবাদীরা যেমন পোষাক কমিয়ে পড়ে নিজেদেরকে লোভাতুর লম্পটদের উত্তেজিত করে, তুমি একই ভাবে পোষাক বেশি পড়ে তাদের কাছে নিজেকে ভোগ্য করে তুলতে চাইছো। উদ্দেশ্য আমার কাছে একই মনে হয়। নয় তো নিচের ছবিটার সাথে তোমাকে একটু বিচার কর-

দেখেছো মেয়েটার দিকে চেয়ে?
এবার তোমার দিকে আরেকবার চেয়ে দেখো!
এবার বিচার কর, তুমি আসলে কি চাচ্ছো?
বোরকা যেহেতু পড়েছো, তো সুবিধাবাদীদের মত স্বার্থ দেখো না যেন! আল্লাহ যেন তোমাকে হেদায়াত দেন, সঠিক জ্ঞান অর্জন করে খাঁটিভাবে চলার তৌফিক দেন। আমিন!
আমি তোমাকে যা মনে করছি-
১। তোমার গায়ে বোরকা নামের পোষাক পড়া দেখে তোমাকে মুসলিম ভাবছি। তবে আজকাল হিন্দু, চোর, সন্ত্রাস, খুনিরাও বোরকা পড়ে। তবে তাদের এই পড়া শুধুই বোরকার উপকারীতাকে কাজে লাগাতে তাদের নিজেদের হীনস্বার্থ হাসিলটাই মুখ্য। মুলতঃ তারা বোরকার মর্যাদা রক্ষার্থে পড়ে না। যখন তারা এমন হীনতাকে চরিতার্থ করার জন্য বোরকাকে ব্যবহার করে থাকে, পর্দা করে থাকে; এভাবে তারা নিজেদেরকে ইসলামপন্থী বলে পরিচয় দেয়ার চেষ্টা করে। যেমন-ইলেকশনের সময় এলে সবাইকে সালাম, পাঁচ ওয়াক্ত নামাজ, হাতে তসবিহ, মুখে পবিত্রতার ফুল ফোটে। আর পাশ করা/ফেল করার পর দেখা যায় মাথায় তখন কাপর থাকে না, নামাজও পড়ে না। এমনকি ইসলামের বিরোদ্ধে, ইসলাম ধ্বংশের অপচেষ্টা করতেও কুন্ঠিত হয় না। যেহেতু তুমি বোরকা পড়েছ সেহেতু তোমাকে আমি প্রাথমিক ভাবে একজন ইসলামপন্থী বলেই জানছি। আমিও মুসলিম। আর সেই সুবাদে তোমাকে উদ্দেশ্য করে আমার এই লেখাটা। আমি তোমাকে একজন ভিন্নধমাবলম্বী হিসেবে বলছিনা বা ইসলামের শত্রু হিসেবেও বলছি না।
২। তোমার গায়ে জড়ানো বোরকাটার ভাঁজ দেখে আমার মনে হয় না তুমি পর্দার জন্য বোরকা পড়েছো। কারণ, বর্তমান প্রগতিবাদীরাও মুসলিম বটে। তবে তাদের শরীরে পোষাক পড়া তাদের কাছে একটা ঝামেলার বস্তু মনে হয়। তাদের শরীরটাই যেন একটা পোষাক। তুমি বোরকা পড়েছো ঠিক আছে। এর উদ্দেশ্যও ঠিক রাখা দরকার। প্রগতিবাদীরা যেমন পোষাক কমিয়ে পড়ে নিজেদেরকে লোভাতুর লম্পটদের উত্তেজিত করে, তুমি একই ভাবে পোষাক বেশি পড়ে তাদের কাছে নিজেকে ভোগ্য করে তুলতে চাইছো। উদ্দেশ্য আমার কাছে একই মনে হয়। নয় তো নিচের ছবিটার সাথে তোমাকে একটু বিচার কর-
দেখেছো মেয়েটার দিকে চেয়ে?
এবার তোমার দিকে আরেকবার চেয়ে দেখো!
এবার বিচার কর, তুমি আসলে কি চাচ্ছো?
বোরকা যেহেতু পড়েছো, তো সুবিধাবাদীদের মত স্বার্থ দেখো না যেন! আল্লাহ যেন তোমাকে হেদায়াত দেন, সঠিক জ্ঞান অর্জন করে খাঁটিভাবে চলার তৌফিক দেন। আমিন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন