ভোট কেন্দ্রে গেলাম পোলিং অফিসার হয়ে!
কেন্দ্রে পা রাখতেই বুঝে গেলাম, এই নির্বাচন ভোট লওয়ার নির্বাচন নয়; ভোট দেওয়ার নির্বাচন! বুকটা প্রবল গতিতে ধরফর শুরু করে দিল!
সকাল ৮টা থেকে ১১টা প্রায় বাজে! সব চুপচাপ! কেন্দ্রে আমরা ছাড়া (প্রিজাইডিং পোলিং পুলিশ এজেন্ট নিরাপত্তা কর্মীরা ছাড়া) অন্যরা (ভোটার) কেউ নাই! ১১টার দিকে প্রার্থীর লোকেরা আইসা সবারে ১০-১৫টা কইরা ভোট দেওয়াইল। ৩টার পর নেতারা কতক্ষণ ভোট দিল! অবশেষে ঐখানেই সেই নেতা এমপি হইয়া গেল! বিজয়ে মিছিল ছুটল। জয় বাংলা ধ্বনিতে এলাকায় প্রকম্পিত হতে লাগল। ভোটারেরা বলতে লাগল, আমার ভোট নেতায় কেমনে দিল? আমার ভোটার আইডি তো আমার কাছে! ঐ আইডি নাম্বারে সরকার কি নতুন কারো ছবি লাগাইছিল? নাহ, এই কার্ড আর রাখুম না!
-জানি না এরকম কত জনের ভোটের অধিকার আমি আজ হরণ করেছি! ও ভাইয়েরা, আমাকে তোমরা ক্ষমা করে দিও! আল্লাহর কাছে তোমরা আমার নামে নালিশ দিও না!
কেন্দ্রে পা রাখতেই বুঝে গেলাম, এই নির্বাচন ভোট লওয়ার নির্বাচন নয়; ভোট দেওয়ার নির্বাচন! বুকটা প্রবল গতিতে ধরফর শুরু করে দিল!
সকাল ৮টা থেকে ১১টা প্রায় বাজে! সব চুপচাপ! কেন্দ্রে আমরা ছাড়া (প্রিজাইডিং পোলিং পুলিশ এজেন্ট নিরাপত্তা কর্মীরা ছাড়া) অন্যরা (ভোটার) কেউ নাই! ১১টার দিকে প্রার্থীর লোকেরা আইসা সবারে ১০-১৫টা কইরা ভোট দেওয়াইল। ৩টার পর নেতারা কতক্ষণ ভোট দিল! অবশেষে ঐখানেই সেই নেতা এমপি হইয়া গেল! বিজয়ে মিছিল ছুটল। জয় বাংলা ধ্বনিতে এলাকায় প্রকম্পিত হতে লাগল। ভোটারেরা বলতে লাগল, আমার ভোট নেতায় কেমনে দিল? আমার ভোটার আইডি তো আমার কাছে! ঐ আইডি নাম্বারে সরকার কি নতুন কারো ছবি লাগাইছিল? নাহ, এই কার্ড আর রাখুম না!
-জানি না এরকম কত জনের ভোটের অধিকার আমি আজ হরণ করেছি! ও ভাইয়েরা, আমাকে তোমরা ক্ষমা করে দিও! আল্লাহর কাছে তোমরা আমার নামে নালিশ দিও না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন