নাক ফুল গরীবের
কানে নাই দুল
ছোট কাঠি নাকে কানে
আমের মুকুল।
বিয়ার বাজনা বাজে
না বাজে সানাই
হানিমুন লজ্জা
কি করে জানাই?
কখনো জুটে না কারো
বিয়ের পিড়ি
কারোর উঠতে হয়
লম্বা সিঁড়ি।
দুচোখ জলে ভাসে
সংসারী মন
বুঝা দায় কত খুশি
গরীব জীবন!
কানে নাই দুল
ছোট কাঠি নাকে কানে
আমের মুকুল।
বিয়ার বাজনা বাজে
না বাজে সানাই
হানিমুন লজ্জা
কি করে জানাই?
কখনো জুটে না কারো
বিয়ের পিড়ি
কারোর উঠতে হয়
লম্বা সিঁড়ি।
দুচোখ জলে ভাসে
সংসারী মন
বুঝা দায় কত খুশি
গরীব জীবন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন