শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

তুমি এক বড় বাপের বড়সর কন্যা তাই মনে বহে সদা স্বপ্নের বন্যা! ভেবেছ তুমি তাই দেই তবে ধন্যা জি না! জান না তুমি, আমি এমন না! ভালবাসা বিনিময়, কিছু ক্ষণ প্রেমময় বিয়ে করব আর সাজাতে জীবন চেংড়ী বেটি; তাই উতাল-পাথাল তুমি ঘর-দুর, সংসারে থাকবে না মন। মানসিক, শারীরিকভাবে হয়নি বয়স কথায়, চালচলনে তাই জ্ঞান-হুঁশ ধস। ভেবেছ বিয়ের পর ঠিক হবে সব আমি জানি, পুরাতনে টানে অভিনব। পড়া-লেখা কর; যদি মনে জাগে প্রেম, জীবন সাজাবে? সেটা লম্বা সে জ্যাম! সেই ভাল, তুমি খেল তোমার যত খেল নয়তো নিজে নিজে মাথায় মাখো তেল!

তুমি এক বড় বাপের বড়সর কন্যা
তাই মনে বহে সদা স্বপ্নের বন্যা!
ভেবেছ তুমি তাই দেই তবে ধন্যা
জি না! জান না তুমি, আমি এমন না!

ভালবাসা বিনিময়, কিছু ক্ষণ প্রেমময়
বিয়ে করব আর সাজাতে জীবন
চেংড়ী বেটি; তাই উতাল-পাথাল তুমি
ঘর-দুর, সংসারে থাকবে না মন।

মানসিক, শারীরিকভাবে হয়নি বয়স
কথায়, চালচলনে তাই জ্ঞান-হুঁশ ধস।
ভেবেছ বিয়ের পর ঠিক হবে সব
আমি জানি, পুরাতনে টানে অভিনব।

পড়া-লেখা কর; যদি মনে জাগে প্রেম,
জীবন সাজাবে? সেটা লম্বা সে জ্যাম!
সেই ভাল, তুমি খেল তোমার যত খেল
নয়তো নিজে নিজে মাথায় মাখো তেল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন