আমার
নাম হাসিনা। আমার বাড়ি গোপালগঞ্জ। মানুষ আমারে গোপালী বলেই ডাকে। বড় আদরের
নাম আমার। আপনিও ডাকতে পারেন। প্রাণ ভরে ডাকেন। আমি তাতে মহা খুঁশি হই।
মিছা কথা ছাড়া আমি জীবনেও তো হাছা কথা কইয়া দেখি নাই। আমার বাপেরে তো
আপনারা ভাল কইরাই চিনেন। ইসলাম বিরোধী হিসাবে আমার বাবার মেলা নাম ধাম
আছিল। আজ একটা হাছা কথা কই, হুনেন! হাছা কথার লাইগা যদি জনগণ আমারে মাফ
কইরা দেয়, তাইলেই অয়..
-সুষ্ঠু নির্বাচন হলে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ হবে। আর তাই নির্বাচন সুষ্ঠুও করব না, নির্বাচনে বিরোধীদলও রাখব না! বুঝলি?
-সুষ্ঠু নির্বাচন হলে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ হবে। আর তাই নির্বাচন সুষ্ঠুও করব না, নির্বাচনে বিরোধীদলও রাখব না! বুঝলি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন