এ কোন ক্ষমতার বহিঃপ্রকাশ আমি বুঝতে পারি না!
যখন আমি স্বাধীন বাংলায় রাজপথে হাটি, তখন দেখি-
০ একজন সাধারণ যুবক দেশি, বিদেশি অস্ত্রে সজ্জিত!
০ কশাইদের গরু কাটার অস্ত্র হাতে শক্তিধর যুবকেরা!
কোন ঐশি ক্ষমতাবলে এরা এভাবে করে লম্বা লম্বা অস্ত্র নিয়ে রাজপথে দাঁড়িয়ে আছে?
০ কোন ক্ষমতাবলে এমন কি অস্ত্র যে এক পিচকি যুবক নির্দিধায় প্রকাশ্যে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা আমি চিনতে পারলাম না? এমন সাহসের উৎসই বা কোথা থেকে পেল?
০ কোন ক্ষমতাবলে আইন শৃংখলা বাহিনীর সদস্য একজন সাধারণ লোককে অস্ত্র দিয়ে ক্ষমতা হস্তান্তর করছে? প্রশাসনের উপরে এ কি আরো বেশি শক্তিশালী?
০ কোন রাজ্যের ক্ষমতার দাপটে এরা মানুষগুলোকে কেটেই চলছে?
আমি জানতে চাই এমন স্বাধীন ক্ষমতার উৎস কোথায়?
কোথা থেকে এগুলো আসে?
কাদের সাথে থেকে এরা এত ক্ষমতার অধিকারী হয়েছে?
আমি জানতে চাই! আমার জাতি জানতে চায়!!!!
যখন আমি স্বাধীন বাংলায় রাজপথে হাটি, তখন দেখি-
০ একজন সাধারণ যুবক দেশি, বিদেশি অস্ত্রে সজ্জিত!
০ কশাইদের গরু কাটার অস্ত্র হাতে শক্তিধর যুবকেরা!
কোন ঐশি ক্ষমতাবলে এরা এভাবে করে লম্বা লম্বা অস্ত্র নিয়ে রাজপথে দাঁড়িয়ে আছে?
০ কোন ক্ষমতাবলে এমন কি অস্ত্র যে এক পিচকি যুবক নির্দিধায় প্রকাশ্যে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা আমি চিনতে পারলাম না? এমন সাহসের উৎসই বা কোথা থেকে পেল?
০ কোন ক্ষমতাবলে আইন শৃংখলা বাহিনীর সদস্য একজন সাধারণ লোককে অস্ত্র দিয়ে ক্ষমতা হস্তান্তর করছে? প্রশাসনের উপরে এ কি আরো বেশি শক্তিশালী?
০ কোন রাজ্যের ক্ষমতার দাপটে এরা মানুষগুলোকে কেটেই চলছে?
আমি জানতে চাই এমন স্বাধীন ক্ষমতার উৎস কোথায়?
কোথা থেকে এগুলো আসে?
কাদের সাথে থেকে এরা এত ক্ষমতার অধিকারী হয়েছে?
আমি জানতে চাই! আমার জাতি জানতে চায়!!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন