লাইনে
দাঁড়িয়ে থাকা ভোটার। অথচ বাবা মায়ের নাম বলতে পারে না। আর ভোট দিতে আসল
নৌকায়। ব্যপারটা বুঝার চেষ্টা করেন! আসলে এরা এখনও নাবালক। এখনও জন্মের পর
তাদের বাবা মাকে দেখেনি। নাম জানবে কিভাবে? এদের জন্ম তো হয়েছে সরকারিভাবে।
সরকারই এদের জন্ম দিয়ে কেন্দ্রে এনেছে! যেমন ধরেন প্রজন্ম চত্তর শাহবাগেও
হয়ে থাকতে পারে। একটা মানসম্মান আছে না?
খাঁটি সোনা কিন্তু সিটি গোল্ডের মত অতটা চকচক করে না। এরাই আসলে আওয়ামীলীগ কর্তৃক সোনার ছেলে নামে খ্যাত। যদি খাঁটি বাংলা ভাষায় বলি, আমি এদের জারজ বলব। আসল সোনার ছেলের পরিচয় যদি আমি দিই আপনারা সহজেই চিনে ফেলবেন। তারা হলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবির তাদের সৃষ্টিকর্তার কথামত চলে! এসব অভিনয় করার সময় তাঁদের নেই। খাঁটি ভোটাররাও ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে আসেনি। তারা জানে, বিরোধী প্রার্থী ছাড়া নির্বাচনে পাস ফেলের দাম নাই। আমার শেষ কথাটা হল-
ভোটার জারজ হলে এমপি জারজ
এমপি জারজ হলে সরকার জারজ!
¥ কথাটা মনে রাখবেন!
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সরল সঠিক পথে পরিচালিত করুন। আমিন!
খাঁটি সোনা কিন্তু সিটি গোল্ডের মত অতটা চকচক করে না। এরাই আসলে আওয়ামীলীগ কর্তৃক সোনার ছেলে নামে খ্যাত। যদি খাঁটি বাংলা ভাষায় বলি, আমি এদের জারজ বলব। আসল সোনার ছেলের পরিচয় যদি আমি দিই আপনারা সহজেই চিনে ফেলবেন। তারা হলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবির তাদের সৃষ্টিকর্তার কথামত চলে! এসব অভিনয় করার সময় তাঁদের নেই। খাঁটি ভোটাররাও ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে আসেনি। তারা জানে, বিরোধী প্রার্থী ছাড়া নির্বাচনে পাস ফেলের দাম নাই। আমার শেষ কথাটা হল-
ভোটার জারজ হলে এমপি জারজ
এমপি জারজ হলে সরকার জারজ!
¥ কথাটা মনে রাখবেন!
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সরল সঠিক পথে পরিচালিত করুন। আমিন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন