শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩

কুরআন মানলে জামাত-শিবির আর না মানলে আওয়ামীলীগ! এই জনগণ পুরাই জানে কে কারে মানছে ঠিক! নারায়ে তাকবীর আল্লাহু আকবার সব মিছিলে থাকে না জয় বাংলা মুখে যত আল্লাহ বলুক আসলে হৃদয়ে আল্লাহ থাকে না!

কুরআন মানলে জামাত-শিবির
আর না মানলে আওয়ামীলীগ!
এই জনগণ পুরাই জানে
কে কারে মানছে ঠিক!
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
সব মিছিলে থাকে না
জয় বাংলা মুখে যত আল্লাহ বলুক
আসলে হৃদয়ে আল্লাহ থাকে না!

এসো করি ছাত্রশিবির মুখে বলি নারায়ে তাকবীর!

এসো করি ইসলামী ছাত্রশিবির
আর মুখে বলি নারায়ে তাকবীর!

ব্রেকিং নিউজ! এই সরকারকে আর বিশ্বাস করা যাচ্ছে না। যতই হোক এই চরিত্রহীন সরকার দিয়ে আর বাংলাদেশের উন্নয়ন সম্ভব না! আর কিছুতেই আর মানা যায় না, মানতে পারি না!!!

ব্রেকিং নিউজ!
এই সরকারকে আর বিশ্বাস করা যাচ্ছে না।
যতই হোক এই চরিত্রহীন সরকার দিয়ে আর বাংলাদেশের উন্নয়ন সম্ভব না!
আর কিছুতেই আর মানা যায় না, মানতে পারি না!!!

যাঁরা দাবী দাওয়া নিয়া রাজপথে মিছিল করছে তাঁদের বুকে যে কুলাঙ্গারগুলো গুলি করে নিরপরাধ নিরস্ত্র মানুষগুলোর জীবন প্রদ্বীপ নিভিয়ে দিয়ে পরপারে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ, তুমি কি তাদেরকে খুব বেশি দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে??? আসলে তাঁরা মরেনি; তাঁরা আল্লাহর কাছে চলে গেছে। খুব কাছে। আল্লাহ তুমি যেন আমাকেও তাঁদের দলে সামিল করে নিও!

যাঁরা দাবী দাওয়া নিয়া রাজপথে মিছিল করছে তাঁদের বুকে যে কুলাঙ্গারগুলো গুলি করে নিরপরাধ নিরস্ত্র মানুষগুলোর জীবন প্রদ্বীপ নিভিয়ে দিয়ে পরপারে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ, তুমি কি তাদেরকে খুব বেশি দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে???

আসলে তাঁরা মরেনি; তাঁরা আল্লাহর কাছে চলে গেছে। খুব কাছে। আল্লাহ তুমি যেন আমাকেও তাঁদের দলে সামিল করে নিও!

আওয়ামীলীগ পছন্দ করা মানে হচ্ছে স্বইচ্ছায় স্বজ্ঞানে সুস্থমস্তিস্কে নিজে আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করে সরাসরি ইসলামের বিরোদ্ধে অবস্থান নেওয়া। ¥ সত্য হলে ডান পাশে 'স' লিখুন € মিথ্যা হলে ডান পাশে 'মি' লিখুন

আওয়ামীলীগ পছন্দ করা মানে হচ্ছে স্বইচ্ছায় স্বজ্ঞানে সুস্থমস্তিস্কে নিজে আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করে সরাসরি ইসলামের বিরোদ্ধে অবস্থান নেওয়া।
¥ সত্য হলে ডান পাশে 'স' লিখুন
€ মিথ্যা হলে ডান পাশে 'মি' লিখুন

তারা তো র্যাব আর্মি বিজিবি পুলিশসহ বিফল। বিজয় হবে জনগণ তোমাদের! আন্দোলনে মনোবল হারিয়ো না! আল্লাহ মাজলুমের ফরিয়াদ কবুল করেন! নিঃসন্দেহে তোমরা সাহসী সৈনিক; ¥ কথায় কথায় ওরা গুলি করে মারছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো! ¥ কথায় কথায় ওরা মিথ্যা কথা বলছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো! ¥ কথায় কথায় দেশকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো!

তারা তো র্যাব আর্মি বিজিবি পুলিশসহ বিফল। বিজয় হবে জনগণ তোমাদের! আন্দোলনে মনোবল হারিয়ো না! আল্লাহ মাজলুমের ফরিয়াদ কবুল করেন!

নিঃসন্দেহে তোমরা সাহসী সৈনিক;
¥ কথায় কথায় ওরা গুলি করে মারছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো!
¥ কথায় কথায় ওরা মিথ্যা কথা বলছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো!
¥ কথায় কথায় দেশকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো!

এবার চিন্তা করেন! পুলিশি প্রহরায় গাড়ি চলে অথচ যাত্রী নাই! তাও ভাংচুর হয়ে যায়! এবার যামু কই?

এবার চিন্তা করেন!
পুলিশি প্রহরায় গাড়ি চলে
অথচ যাত্রী নাই!
তাও ভাংচুর হয়ে যায়!
এবার যামু কই?

রাতের আঁধার ঘোচে চাঁদের আলোয় জামাত শিবির জ্বলে আওয়ামী কালোয়!

রাতের আঁধার ঘোচে চাঁদের আলোয়
জামাত শিবির জ্বলে আওয়ামী কালোয়!

পুরা দেশকে শান্ত করে দিতে এক জামাত-শিবিরই যথেষ্ট! বিশ্বাস না হলে, হাসিনা তুই বাহিনী ছেড়ে রাজপথে এসে দেখ!

পুরা দেশকে শান্ত করে দিতে এক জামাত-শিবিরই যথেষ্ট!
বিশ্বাস না হলে, হাসিনা তুই বাহিনী ছেড়ে রাজপথে এসে দেখ!

এটা কোন Election নয়, এটি একটি নির্লজ্জ Selection

এটা কোন Election নয়, এটি একটি নির্লজ্জ Selection

সকাল বেলা আল্লাহ নামে গান গেয়ে যাই মধুর তানে ঐ কুরআনের আহবানে ছুটে চলছে আমার মন এসো তুমি আমি আমরা মিলে চাই প্রভুর খুঁশি মন!

সকাল বেলা আল্লাহ নামে
গান গেয়ে যাই মধুর তানে
ঐ কুরআনের আহবানে
ছুটে চলছে আমার মন
এসো তুমি আমি আমরা মিলে
চাই প্রভুর খুঁশি মন!

তফাত্‍টা তো ওখানেই বুঝি, যখন হাসিনা শিবির-জামাত ঠেকানোর জন্য লগি-বৈঠা নিয়ে ঢাকা আসার আহবান করে; বেগম খালেদা জিয়া মাজলুম জামাত-শিবিরের সাথে পরামর্শ করে আওয়ামী খুনিদের ঠেকাতে জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা আসার আহবান করেছে! ব্যাপারটা বুঝতে পারলেন? এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কার পক্ষ নিবেন!

তফাত্‍টা তো ওখানেই বুঝি, যখন হাসিনা শিবির-জামাত ঠেকানোর জন্য লগি-বৈঠা নিয়ে ঢাকা আসার আহবান করে; বেগম খালেদা জিয়া মাজলুম জামাত-শিবিরের সাথে পরামর্শ করে আওয়ামী খুনিদের ঠেকাতে জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা আসার আহবান করেছে!

ব্যাপারটা বুঝতে পারলেন? এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কার পক্ষ নিবেন!

হাসিনার আমলে যত লোকের চাকরি বিশেষ ভাবে হয়েছে, আমি প্রধানমন্ত্রী হলে প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত এবং জেলে ভরে রাখতাম! সবাই দোয়া করতে থাকেন, যেন আমি তাড়াতাড়ি প্রধানমন্ত্রী হয়ে যাই!

হাসিনার আমলে যত লোকের চাকরি বিশেষ ভাবে হয়েছে, আমি প্রধানমন্ত্রী হলে প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত এবং জেলে ভরে রাখতাম! সবাই দোয়া করতে থাকেন, যেন আমি তাড়াতাড়ি প্রধানমন্ত্রী হয়ে যাই!

এটা কেমনে সম্ভব যে, বিরোধী দলের নেতাদের মামলা দিয়ে জেলে ভরে গণতন্ত্রী আন্দোলন থেকে ফিরাতে পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুলিশ মারা? উহ! শুনেই গায়ের লোম দাঁড়িয়ে যায়! আওয়ামী জানোয়ারদের দ্বারা আসলেই সব সম্ভব। এক কুত্তা মন্ত্রী তো বলেই ফেলেছে, হাসিনা যাহা চান তাহাই হয়। ধিক্কার তোদের মত বেজন্মাদের। ধ্বংশ তোদের জন্য। আমার প্রতিবাদের ভাষা নাই! তাই সংক্ষেপে বলি, আবার আসুক ১৫ আগষ্ট! বারবার আসুক! আমিন!

এটা কেমনে সম্ভব যে, বিরোধী দলের নেতাদের মামলা দিয়ে জেলে ভরে গণতন্ত্রী আন্দোলন থেকে ফিরাতে পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুলিশ মারা?

উহ! শুনেই গায়ের লোম দাঁড়িয়ে যায়! আওয়ামী জানোয়ারদের দ্বারা আসলেই সব সম্ভব। এক কুত্তা মন্ত্রী তো বলেই ফেলেছে, হাসিনা যাহা চান তাহাই হয়। ধিক্কার তোদের মত বেজন্মাদের। ধ্বংশ তোদের জন্য। আমার প্রতিবাদের ভাষা নাই! তাই সংক্ষেপে বলি, আবার আসুক ১৫ আগষ্ট! বারবার আসুক! আমিন!

১৮ দলীয় জোটের সকল নেতা কর্মী যদি একসাথে জাগ্রত হন রাজপথে নামেন তবে শেখ হাসিনা পালানোর পথ পাবে না।

১৮ দলীয় জোটের সকল নেতা কর্মী যদি একসাথে জাগ্রত হন
রাজপথে নামেন তবে শেখ হাসিনা পালানোর পথ পাবে না।

ছাত্রশিবির আর জামায়াতে ইসলামী কুরআনের আইনে চলার চেষ্টা করে। তারা বৈধ অবরোধ করে বৈধ হরতাল করে যা সংবিধান মোতাবেক অবৈধ সরকারকে উত্‍খাতের জন্য। কিন্তু তারা মানুষ পিটিয়ে বা আগুন লাগিয়ে পুরিয়ে মারতে পারে না। এ শিক্ষা তাঁরা কুরআন থেকে পায়নি। যত জন মানুষ এই পর্যন্ত মারা হয়েছে, খুঁজে বের করলে দেখা যাবে প্রতিটি খুনই কোন অমানুষ করেছে; জামাত শিবিরে কেউ তা করেনি! জামাত শিবির কেয়ামত পর্যন্ত বেঁচে থাক আল্লাহর কাছে এই দোয়া করি। আমিন!

ছাত্রশিবির আর জামায়াতে ইসলামী কুরআনের আইনে চলার চেষ্টা করে। তারা বৈধ অবরোধ করে বৈধ হরতাল করে যা সংবিধান মোতাবেক অবৈধ সরকারকে উত্‍খাতের জন্য। কিন্তু তারা মানুষ পিটিয়ে বা আগুন লাগিয়ে পুরিয়ে মারতে পারে না। এ শিক্ষা তাঁরা কুরআন থেকে পায়নি। যত জন মানুষ এই পর্যন্ত মারা হয়েছে, খুঁজে বের করলে দেখা যাবে প্রতিটি খুনই কোন অমানুষ করেছে; জামাত শিবিরে কেউ তা করেনি! জামাত শিবির কেয়ামত পর্যন্ত বেঁচে থাক আল্লাহর কাছে এই দোয়া করি। আমিন!

আমি যার তার স্ট্যাটাসে লাইক করি না কেন জানেন? যে স্টেটাস আমার আল্লাহর সন্তোষ্টি থাকে না, আমি সেই লেখা এরিয়ে যাই! আল্লাহ যেন আমার লাইক কবুল করেন! আমিন। একটা লাইকও যদি কবুল হয়ে যায়, আমার জীবন স্বার্থক!

আমি যার তার স্ট্যাটাসে লাইক করি না কেন জানেন?
যে স্টেটাস আমার আল্লাহর সন্তোষ্টি থাকে না, আমি সেই লেখা এরিয়ে যাই! আল্লাহ যেন আমার লাইক কবুল করেন! আমিন। একটা লাইকও যদি কবুল হয়ে যায়, আমার জীবন স্বার্থক!

-আমি অসুস্থ। অনেক রাত। সবাই ঘুমিয়ে গেছে। আমার মা ঘুমায় নি। দেখি আমার পাশে বসা। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত পা টিপে দিচ্ছে। -আমি বাজার থেকে ফিরি খুব দেরি করে। মা ডাক দিতেই সাথে সাথে ঘরের দরজা খুলে দেন। আমাকে ভাত দেন। বড় মাছটা দেন। আমি খাই। তারপর মা খান। আমি ঘুমাই। তারপর মা ঘুমান। ¤ আমার সেই মা কই? আমার চোখে তো পানি। আজ আমার মা কই?

-আমি অসুস্থ। অনেক রাত। সবাই ঘুমিয়ে গেছে। আমার মা ঘুমায় নি। দেখি আমার পাশে বসা। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত পা টিপে দিচ্ছে।

-আমি বাজার থেকে ফিরি খুব দেরি করে। মা ডাক দিতেই সাথে সাথে ঘরের দরজা খুলে দেন। আমাকে ভাত দেন। বড় মাছটা দেন। আমি খাই। তারপর মা খান। আমি ঘুমাই। তারপর মা ঘুমান।

¤ আমার সেই মা কই? আমার চোখে তো পানি। আজ আমার মা কই?

আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার মুসলিমত্ব চাই না। বাংলার মুসলিমদের শরীর থেকে রক্ত ঝরানো বন্ধ করা হোক! আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার আল্লাহ প্রেম চাই না। বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন করা হোক! আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার কাপড় পড়া চাই না। বাংলার মুসলিম নারীদের পর্দা নিয়া কটাক্ষ বন্ধ করা হোক! আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার প্রধানমন্ত্রীত্ব চাই না। বাংলার জনগণের শান্তির জন্য ক্ষমতা ছেড়ে দেয়া হোক!

আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার মুসলিমত্ব চাই না। বাংলার মুসলিমদের শরীর থেকে রক্ত ঝরানো বন্ধ করা হোক!

আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার আল্লাহ প্রেম চাই না। বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন করা হোক!

আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার কাপড় পড়া চাই না। বাংলার মুসলিম নারীদের পর্দা নিয়া কটাক্ষ বন্ধ করা হোক!

আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার প্রধানমন্ত্রীত্ব চাই না। বাংলার জনগণের শান্তির জন্য ক্ষমতা ছেড়ে দেয়া হোক!

ডরাইছে ইসি লাগাইছে সিসি নির্রবাচন রাখ রে দিও না অস্ত্র গায়ে দাও বস্ত্র আমায় বাঁচাও রে!

ডরাইছে ইসি
লাগাইছে সিসি
নির্রবাচন রাখ রে
দিও না অস্ত্র
গায়ে দাও বস্ত্র
আমায় বাঁচাও রে!

হায়, একটা বার যদি ইসলাম কায়েম হত! মনটা খুঁশিতে ভরে থাকত! হে আল্লাহ, তোমার দ্বীনের বিজয় দেখতে চাই!

হায়, একটা বার যদি ইসলাম কায়েম হত!
মনটা খুঁশিতে ভরে থাকত!
হে আল্লাহ, তোমার দ্বীনের বিজয় দেখতে চাই!

বিএসএফ পুলিশলীগ আর আওয়ামীলীগের মাঝে কোনই পার্থক্য নাই। আওয়ামীলীগ, পুলিশলীগও বাংলার মানুষ মারে আর বিএসএফও বাংলার মানুষই মারে! তাহলে কেমনে বুঝি তাদের কেউ আমাদেরে ভালবাসে???

বিএসএফ পুলিশলীগ আর আওয়ামীলীগের মাঝে কোনই পার্থক্য নাই।
আওয়ামীলীগ, পুলিশলীগও বাংলার মানুষ মারে আর বিএসএফও বাংলার মানুষই মারে!
তাহলে কেমনে বুঝি তাদের কেউ আমাদেরে ভালবাসে???

অনেকে বলছে, বোবাদের নাকি শত্রু নাই। তাই তাবলীগের বেশে মার্চ ফর ডেমোক্র্যাসীতে ঢাকায় আসার পরমর্শ দিচ্ছেন। তাতে তাদেরে দেখে নাকি লিগাররা সালাম দিবে! কিন্তু আমি তো জানি অন্যভাবে, তা হল আওয়ামীলীগের কোন বন্ধু নাই। তারা বোবাদেরও ছাড় দেয় না। যা পায় লুটে পুটে নেয়... আর ১৫ আগষ্টে সব হারিয়ে পরপারে বিশ্রাম নেয়। এত ক্ষণ শুধু খাই খাই করে যায়। কোনই নিস্তার নাই। হায় আফসোস আওয়ামীলীগ!!!

অনেকে বলছে, বোবাদের নাকি শত্রু নাই। তাই তাবলীগের বেশে মার্চ ফর ডেমোক্র্যাসীতে ঢাকায় আসার পরমর্শ দিচ্ছেন। তাতে তাদেরে দেখে নাকি লিগাররা সালাম দিবে!

কিন্তু আমি তো জানি অন্যভাবে, তা হল আওয়ামীলীগের কোন বন্ধু নাই। তারা বোবাদেরও ছাড় দেয় না। যা পায় লুটে পুটে নেয়... আর ১৫ আগষ্টে সব হারিয়ে পরপারে বিশ্রাম নেয়। এত ক্ষণ শুধু খাই খাই করে যায়। কোনই নিস্তার নাই। হায় আফসোস আওয়ামীলীগ!!!

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

চোখ ছলছল কেন হবে? বুঝতেই পারি না কাদের মোল্লাহর ফাঁসিই হোক পরোয়ানা জারি না। এক মোল্লা মরলে মরুক কি আর অনুতাপ নিষ্পাপ মেরে কি দরকারে করতেই যাব পাপ? কেন তাঁকে হাত বাড়িয়ে কিল ঘুঁষি খোঁচা মারি কাদের মোল্লা অপরাধী না অপরাধ টুপি দাড়ি! ফাঁসি হবে? ফাঁসি হবে??? ছেদ করে উঠে বুক কেন জানিরে কেঁদেই উঠছি নয় তা মোর উতসুক!

চোখ ছলছল কেন হবে?
বুঝতেই পারি না
কাদের মোল্লাহর ফাঁসিই হোক
পরোয়ানা জারি না।
এক মোল্লা মরলে মরুক
কি আর অনুতাপ
নিষ্পাপ মেরে কি দরকারে
করতেই যাব পাপ?
কেন তাঁকে হাত বাড়িয়ে
কিল ঘুঁষি খোঁচা মারি
কাদের মোল্লা অপরাধী না
অপরাধ টুপি দাড়ি!
ফাঁসি হবে? ফাঁসি হবে???
ছেদ করে উঠে বুক
কেন জানিরে কেঁদেই উঠছি
নয় তা মোর উতসুক!

কলমি শাক আর তোলা হল না! -গোসল করতে ঘর থেকে টিউবওয়েলের দিকে যাচ্ছি। ছোট বোনটা ধরল পুকুর পাড় থেকে কয়টা কলমি শাক নিয়ে আসতে। একটা করে শাক তুলছি। ৭-৮টা কলমি ডোগা আমার বাম হাতে জমা করছি। হঠাত্‍ ধুরুত ধুরুত আওয়াজ করে একটা কারফু মাছ দেখছি পুকুর পাড়ে একেবারে সাইটে হালকা পানিতে কলমি গাছের নিচে এসে বসল। আমি দৌড়ে গিয়ে ডান হাতে ধরতে লাগলাম। দেখলাম মেলা বড়। মাছটা ইচ্ছা করলে চলে যেতে পারত। আমার বুদ্ধিতে কুলায়নি, বাম হাতের কলমিগুলো রেখে দুই হাতে জোরে মাছটা ধরি। যাক, তা আর প্রয়োজন পড়েনি। মাছটা পাড়ে তোলার পর বেশ নাড়াচাড়া করল। কিন্তু ততক্ষণে সে আমার ডান হাতের কব্জির শক্ত বন্ধনে। আর কলমি তোলা হল না। সন্তোষ্ট থাকলাম আলহামদু লিল্লাহ! বাড়ি এসে বললাম, এই নে তোর কলমি!

কলমি শাক আর তোলা হল না!
-গোসল করতে ঘর থেকে টিউবওয়েলের দিকে যাচ্ছি। ছোট বোনটা ধরল পুকুর পাড় থেকে কয়টা কলমি শাক নিয়ে আসতে। একটা করে শাক তুলছি। ৭-৮টা কলমি ডোগা আমার বাম হাতে জমা করছি। হঠাত্‍ ধুরুত ধুরুত আওয়াজ করে একটা কারফু মাছ দেখছি পুকুর পাড়ে একেবারে সাইটে হালকা পানিতে কলমি গাছের নিচে এসে বসল। আমি দৌড়ে গিয়ে ডান হাতে ধরতে লাগলাম। দেখলাম মেলা বড়। মাছটা ইচ্ছা করলে চলে যেতে পারত। আমার বুদ্ধিতে কুলায়নি, বাম হাতের কলমিগুলো রেখে দুই হাতে জোরে মাছটা ধরি। যাক, তা আর প্রয়োজন পড়েনি। মাছটা পাড়ে তোলার পর বেশ নাড়াচাড়া করল। কিন্তু ততক্ষণে সে আমার ডান হাতের কব্জির শক্ত বন্ধনে।

আর কলমি তোলা হল না। সন্তোষ্ট থাকলাম আলহামদু লিল্লাহ! বাড়ি এসে বললাম, এই নে তোর কলমি!

আমি দেখতে চাই না কাদের মোল্লার লাশ দেখতে চাই না ফাঁসির দড়ি আল্লাহ যদি শহীদই করবেন সেটাই ভাল আমরা তো যাচ্ছি লড়ি। এতটা লম্বা জীবন পেয়ে তুমি যদি আজ শহীদ হয়ে মরতে পারো বাংলাদেশ জাগবে ইসলামের তরে আল্লাহ তোমার কাছে আরো!

আমি দেখতে চাই না কাদের মোল্লার লাশ
দেখতে চাই না ফাঁসির দড়ি
আল্লাহ যদি শহীদই করবেন সেটাই ভাল
আমরা তো যাচ্ছি লড়ি।
এতটা লম্বা জীবন পেয়ে তুমি যদি আজ
শহীদ হয়ে মরতে পারো
বাংলাদেশ জাগবে ইসলামের তরে
আল্লাহ তোমার কাছে আরো!

আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখছি। বিশ্বাস করছি কিছুতেই একজন নিরপরাধ গণতন্ত্রী বাংলাদেশের ষোল কোটি মানুষের সামনে ফাঁসিতে ঝুলতে পারেন না! সেই আল্লাহ আজও আছে অবিকল যেই আল্লাহ ইব্রাহীম (আঃ) কে আগুনের কুন্ডলীতেও শান্তিময় অবস্থানে রেখেছিলেন! আমিন!

আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখছি।
বিশ্বাস করছি কিছুতেই একজন নিরপরাধ
গণতন্ত্রী বাংলাদেশের ষোল কোটি মানুষের সামনে
ফাঁসিতে ঝুলতে পারেন না!
সেই আল্লাহ আজও আছে অবিকল
যেই আল্লাহ ইব্রাহীম (আঃ) কে আগুনের কুন্ডলীতেও
শান্তিময় অবস্থানে রেখেছিলেন!
আমিন!

খালি হাতে মিছিল মিটিং খালি হাতেই ধুমধাম; জানো কি তুমি জানো কি? খালি হাতে আসেনি কো ইসলাম!

খালি হাতে মিছিল মিটিং
খালি হাতেই ধুমধাম;
জানো কি তুমি জানো কি?
খালি হাতে আসেনি কো ইসলাম!

...এরই নাম শিবির! শিবির বেঁচে থাক কেয়ামত পর্যন্ত.. শিবির নাকি আজ এক পুলিশ লীগের পা ভেঙ্গে দিয়েছে। আর এক জনের মাখা দেখলাম ফাঁটিয়ে দিয়েছে। আপনি দেখেন নি? সকাল থেকেই তো খবরে দেখাচ্ছে! আসল কথাটা হল, কমা না বসিয়ে দাড়ি দেওয়া উচিত্‍ ছিল! আপনারা কি বলেন? ইদানিং বাংলায় যে নিয়ম বেরিয়েছে তাতে কমা'র প্রচলন উঠেই গেছে। আশা করি সবাই সকল কমায় দাড়ি বসিয়ে বাক্যগুলো পুরা করবেন!

...এরই নাম শিবির! শিবির বেঁচে থাক কেয়ামত পর্যন্ত..
শিবির নাকি আজ এক পুলিশ লীগের পা ভেঙ্গে দিয়েছে। আর এক জনের মাখা দেখলাম ফাঁটিয়ে দিয়েছে। আপনি দেখেন নি? সকাল থেকেই তো খবরে দেখাচ্ছে!
আসল কথাটা হল, কমা না বসিয়ে দাড়ি দেওয়া উচিত্‍ ছিল! আপনারা কি বলেন? ইদানিং বাংলায় যে নিয়ম বেরিয়েছে তাতে কমা'র প্রচলন উঠেই গেছে। আশা করি সবাই সকল কমায় দাড়ি বসিয়ে বাক্যগুলো পুরা করবেন!

তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো! হে আল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার কাজ যেভাবে তরান্বিত হবে সেভাবেই তুমি কাজ করো। যদি ফাঁসি দিতেই হয় তবে কাল যেন সোনালী সুদিনের সূর্য উদিত হয়! আবার যেন হয় মিলন মেলা যেথায় রাজপথে তোমায় কুরআন নিয়ে করব খেলা আবার যেন দিতে পারি দ্বীন দাওয়াতের কাজ আর যেন না আসে দেশে আওয়ামীলীগের সাঁঝ!তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো! হে আল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার কাজ যেভাবে তরান্বিত হবে সেভাবেই তুমি কাজ করো। যদি ফাঁসি দিতেই হয় তবে কাল যেন সোনালী সুদিনের সূর্য উদিত হয়! আবার যেন হয় মিলন মেলা যেথায় রাজপথে তোমায় কুরআন নিয়ে করব খেলা আবার যেন দিতে পারি দ্বীন দাওয়াতের কাজ আর যেন না আসে দেশে আওয়ামীলীগের সাঁঝ!

তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো!

হে আল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার কাজ যেভাবে তরান্বিত হবে সেভাবেই তুমি কাজ করো। যদি ফাঁসি দিতেই হয় তবে কাল যেন সোনালী সুদিনের সূর্য উদিত হয়!

আবার যেন হয় মিলন মেলা
যেথায় রাজপথে তোমায় কুরআন নিয়ে করব খেলা
আবার যেন দিতে পারি দ্বীন দাওয়াতের কাজ
আর যেন না আসে দেশে আওয়ামীলীগের সাঁঝ!

আকাশের চাঁদটি ঐ হাসে হাসে সুমধুর সুখবর ভেসে আসে! চারদিকে আলোরণ ফাঁসি ফাঁসি আমার হৃদয় যেন হাসি হাসি! কত অন্যায় অপরাধ হয়েছিল অবশেষে আল্লাহই পথটা দিল! পাপ মুছিবে গো শহীদ করে জান্নাত পিয়ে দাও হৃদয় ভরে। সেই দিন এলরে আজ সেই দিন আজ বুঝি ঘুচিবে সংগ্রামী ঋণ! দ্বীনের বিজয় দেখা আজও হয় নাই; ও মুজাহিদেরা কোন ভয় নাই!

আকাশের চাঁদটি ঐ হাসে হাসে
সুমধুর সুখবর ভেসে আসে!
চারদিকে আলোরণ ফাঁসি ফাঁসি
আমার হৃদয় যেন হাসি হাসি!
কত অন্যায় অপরাধ হয়েছিল
অবশেষে আল্লাহই পথটা দিল!
পাপ মুছিবে গো শহীদ করে
জান্নাত পিয়ে দাও হৃদয় ভরে।
সেই দিন এলরে আজ সেই দিন
আজ বুঝি ঘুচিবে সংগ্রামী ঋণ!
দ্বীনের বিজয় দেখা আজও হয় নাই;
ও মুজাহিদেরা কোন ভয় নাই!

ফাঁসি হয়েই যাবে! আজই হবে! এমন যায়গা থেকে যখন কাদের মোল্লার কিছু হচ্ছে না, ইনশাআল্লাহ আর কিছু হবে না! হে আল্লাহ, আমার এমন আশা ছিল তুমি আমাদের আশা নিরাশা হতাশায় ঢালতে পার না! আলহামদু লিল্লাহ! আর দেরি না; এবার আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া..

ফাঁসি হয়েই যাবে! আজই হবে!
এমন যায়গা থেকে যখন কাদের মোল্লার কিছু হচ্ছে না,
ইনশাআল্লাহ আর কিছু হবে না!
হে আল্লাহ, আমার এমন আশা ছিল
তুমি আমাদের আশা নিরাশা হতাশায় ঢালতে পার না!
আলহামদু লিল্লাহ!
আর দেরি না; এবার আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া..

তারা কোন বিবৃতি দিবে না! কারণ বিএনপি, চোরমোনাই, এরশাদসহ যা আছে সব বাম। ডানপন্থী কেবল তারা যাঁরা আল্লাহর যমীনে কুরআনের বিধান কায়েম করতে চায়। কাদের মোল্লার ফাঁসিতে তাদের কিচ্ছু যায় আসে না। তাদের বিবৃতির প্রয়োজনও নেই। আল্লাহ হলেন কৌশুলীদের সেরা কৌশুলী!

তারা কোন বিবৃতি দিবে না! কারণ বিএনপি, চোরমোনাই, এরশাদসহ যা আছে সব বাম। ডানপন্থী কেবল তারা যাঁরা আল্লাহর যমীনে কুরআনের বিধান কায়েম করতে চায়। কাদের মোল্লার ফাঁসিতে তাদের কিচ্ছু যায় আসে না।

তাদের বিবৃতির প্রয়োজনও নেই। আল্লাহ হলেন কৌশুলীদের সেরা কৌশুলী!

ধান না কেটে খাব কি? ৩ বোঝা ধানের মুড়ি নতুন রশি দিয়ে শক্ত করে বেঁধে আমি একা একা মাথায় করে নিয়ে আসলাম। একে বারেই নতুন ধান! এই ধান শুকিয়ে চাল করে তার পর ভিজিয়ে গুড়ি কুটে আমার মা চিতই পিঠা তেলের পিঠা এবং পাটি সাপটা পিঠা বানাবেন। যেগুলো আমার পছন্দ। মাত্র আর কয়েকটা দিন! ক্ষেতে আরো অনেকগুলো মুড়ি রয়ে গেছে। চরম রোদ উঠেছে। তাই একটু জিরিয়ে নিচ্ছি! আমাদের ফেমিলিতে যে কয়জন মানুষ আছে তাতে একটা নবান্ন উত্‍সব হয়ে যায়! আর সবাইকে সেই পিঠার অগ্রীম দাওয়াত বলে রাখলাম..

ধান না কেটে খাব কি?
৩ বোঝা ধানের মুড়ি নতুন রশি দিয়ে
শক্ত করে বেঁধে আমি একা একা মাথায় করে
নিয়ে আসলাম।

একে বারেই নতুন ধান! এই ধান শুকিয়ে
চাল করে তার পর ভিজিয়ে গুড়ি কুটে
আমার মা চিতই পিঠা তেলের পিঠা এবং পাটি সাপটা পিঠা
বানাবেন। যেগুলো আমার পছন্দ।

মাত্র আর কয়েকটা দিন!
ক্ষেতে আরো অনেকগুলো মুড়ি রয়ে গেছে।
চরম রোদ উঠেছে। তাই একটু জিরিয়ে নিচ্ছি!
আমাদের ফেমিলিতে যে কয়জন মানুষ আছে
তাতে একটা নবান্ন উত্‍সব হয়ে যায়!
আর সবাইকে সেই পিঠার অগ্রীম দাওয়াত বলে রাখলাম..

আমি দেখছি দুর্ভিক্ষের ফের হাতছানি! মুজিব বেটাও বাংলার মানুষেরে তা উপহার দিয়েছিল। ভুলে গেছি সেই কথা? ভুলি নাই! আবার দেখছি আগুনে পুরে ফেলছে অসংখ্য কারখানা আগুনে পুরছে ব্যবসা প্রতিষ্ঠান পুরছে জিনিষ দামের আগুনে। দুর্ভিক্ষ আগমনের আগাম আলামত! আসুন আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন আমাদের দেশটাকে আল্লাহ বাঁচান!

আমি দেখছি দুর্ভিক্ষের ফের হাতছানি!
মুজিব বেটাও বাংলার মানুষেরে তা উপহার দিয়েছিল।
ভুলে গেছি সেই কথা? ভুলি নাই!
আবার দেখছি আগুনে পুরে ফেলছে অসংখ্য কারখানা
আগুনে পুরছে ব্যবসা প্রতিষ্ঠান
পুরছে জিনিষ দামের আগুনে।
দুর্ভিক্ষ আগমনের আগাম আলামত!
আসুন আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন
আমাদের দেশটাকে আল্লাহ বাঁচান!

কাদের মোল্লার ফাঁসি দিতে না পেরে জনজাগরণের এইডস ইমরান নিজেই ফাঁসিতে ঝুলছে! হয়তো আমরা এমন খবর অচিরেই শুনতে পাব। ইসলামের শত্রু ইসলামের বিজয়ে হিংসার আগুনে ধিকিধিকি জ্বলে। জ্বলতে জ্বলতে হিংসুটেরা এভাবেই পুরে পুরে মরবে..

কাদের মোল্লার ফাঁসি দিতে না পেরে জনজাগরণের এইডস ইমরান নিজেই ফাঁসিতে ঝুলছে! হয়তো আমরা এমন খবর অচিরেই শুনতে পাব। ইসলামের শত্রু ইসলামের বিজয়ে হিংসার আগুনে ধিকিধিকি জ্বলে। জ্বলতে জ্বলতে হিংসুটেরা এভাবেই পুরে পুরে মরবে..

পাঁচটা বছর ধরে আশা করে রেখেছি, আওয়ামী সরকার যে হারে জুলুম নিপিড়ন করেছে তাতে দ্বীনের বিজয় অবশ্যম্ভাবী। আমার আশা তখনও জলে ভেসে যায় নি যখন আর একটু পরেই কাদের মোল্লার ফাঁসি হয়ে যাবে! কেন জানি বিশ্বাস হচ্ছিল না। আমার মনটাও একটু বিচলিত ছিল না। ভাবতাম, শহীদ হলে লাভ আর গাজী হলেও লাভ। ঈমানী পরীক্ষায় কাদের মোল্লা পাশ। যেখানে আল্লাহ পাশ করাবেন সেখানে এক ক্ষদে ফেরাউন কি করবে? তাও আবার মহিলা ফেরাউন। আবার তা নাস্তিক ফেরাউন। বড় ফেরাউন তো আস্তিক ছিল, আর আল্লাহকে জানত। কিন্তু এই হারামজাদাটাতো আল্লাহকেই মানে না! আসল কথা হল, নাস্তিক তো নাস্তিকই! আর জীবটাও আরো দুই দিনের জন্য বেড়ে গেল! আমার আশা আরো বেড়ে গেল... আশা করছি আশা আরো বাড়িয়েছি, হয়তো তিনি দ্বীন বিজয় না হওয়া তক বেঁচে থাকবেন! আমিন!

পাঁচটা বছর ধরে আশা করে রেখেছি,
আওয়ামী সরকার যে হারে জুলুম নিপিড়ন করেছে
তাতে দ্বীনের বিজয় অবশ্যম্ভাবী।
আমার আশা তখনও জলে ভেসে যায় নি যখন
আর একটু পরেই কাদের মোল্লার ফাঁসি হয়ে যাবে!
কেন জানি বিশ্বাস হচ্ছিল না। আমার মনটাও একটু বিচলিত
ছিল না। ভাবতাম, শহীদ হলে লাভ আর গাজী হলেও লাভ।
ঈমানী পরীক্ষায় কাদের মোল্লা পাশ।

যেখানে আল্লাহ
পাশ করাবেন সেখানে এক ক্ষদে ফেরাউন কি করবে?
তাও আবার মহিলা ফেরাউন। আবার তা নাস্তিক ফেরাউন।
বড় ফেরাউন তো আস্তিক ছিল, আর আল্লাহকে জানত।
কিন্তু এই হারামজাদাটাতো আল্লাহকেই মানে না!
আসল কথা হল, নাস্তিক তো নাস্তিকই!

আর জীবটাও আরো দুই দিনের জন্য বেড়ে গেল!
আমার আশা আরো বেড়ে গেল...
আশা করছি আশা আরো বাড়িয়েছি, হয়তো তিনি দ্বীন
বিজয় না হওয়া তক বেঁচে থাকবেন! আমিন!

বাংলাদেশের চারপাশে আজরাইল ঘুরতাছে.. কার আত্মাটা কখন হাতে করে নিয়ে জান আল্লাহ জানেন! আসুন, আল্লাহর পথেই চলি আল্লাহর আইনেই চলি আল্লাহর কাছেই সাহায্য চাই! আল্লাহই পারেন আপনার আমার শান্তি দিতে। জান্নাত আর জাহান্নাম তাঁরই তৈরি! আর তাঁর কাছে জাহান্নামের চেয়ে জান্নাত চাওয়াই উত্তম..

বাংলাদেশের চারপাশে আজরাইল ঘুরতাছে..
কার আত্মাটা কখন হাতে করে নিয়ে জান আল্লাহ জানেন!
আসুন, আল্লাহর পথেই চলি আল্লাহর আইনেই চলি আল্লাহর কাছেই সাহায্য চাই!
আল্লাহই পারেন আপনার আমার শান্তি দিতে।
জান্নাত আর জাহান্নাম তাঁরই তৈরি!
আর তাঁর কাছে জাহান্নামের চেয়ে জান্নাত চাওয়াই উত্তম..

বিএনপি যদি বুঝে জামায়াত ছাড়া হাসিনার মোকাবিলা সম্ভব না, তবে যেন ফাঁসি ফাঁসি খেলা নিয়া কিছু কয়। আগে বুঝলে নিজের বাড়িটা হারাইতে হইত না। হয় তো! পোলা দুইটারও করুন দশা হইত না। হয় তো! কি কইতাম দুঃখের কথা? তারা তো বুইঝ্যাও বুঝে না! যদি বিরোধী দলের ১ নাম্বার দল হইয়া যায় জামাত, তবে কি উপায়! কিন্তু তারা এখনও বুঝেন নি যে, জামাত এতদিনে বাংলাদেশের ১নাম্বার দলে উন্নিত হয়ে গেছে! নট বিরোধী দল! যেই আওয়ামীলীগ ৫ বছরে একটার ফাঁসি দিতারল না, সেই আওয়ামীলীগ ক্ষমতাটাও ছাড়ছে না যদি হেরে যাই ডরে! ফাঁসি তো দূরে থাক। এখন বুঝেন তো জামাত কি জিনিষ? স্বয়ং আল্লাহ যাঁদের সাথে আমি মনে করি। তাই একটা কথাই বলি, সময় থাকতে মনা হুঁশিয়ার!

বিএনপি যদি বুঝে জামায়াত ছাড়া হাসিনার মোকাবিলা সম্ভব না, তবে যেন ফাঁসি ফাঁসি খেলা নিয়া কিছু কয়। আগে বুঝলে নিজের বাড়িটা হারাইতে হইত না। হয় তো! পোলা দুইটারও করুন দশা হইত না। হয় তো!

কি কইতাম দুঃখের কথা?
তারা তো বুইঝ্যাও বুঝে না! যদি বিরোধী দলের ১ নাম্বার দল হইয়া যায় জামাত, তবে কি উপায়! কিন্তু তারা এখনও বুঝেন নি যে, জামাত এতদিনে বাংলাদেশের ১নাম্বার দলে উন্নিত হয়ে গেছে! নট বিরোধী দল! যেই আওয়ামীলীগ ৫ বছরে একটার ফাঁসি দিতারল না, সেই আওয়ামীলীগ ক্ষমতাটাও ছাড়ছে না যদি হেরে যাই ডরে! ফাঁসি তো দূরে থাক। এখন বুঝেন তো জামাত কি জিনিষ? স্বয়ং আল্লাহ যাঁদের সাথে আমি মনে করি।

তাই একটা কথাই বলি, সময় থাকতে মনা হুঁশিয়ার!

সবাই দেখি ভালবাসে আমি কেন নাই কোথায় গেলে গো আমি ভালবাসা পাই! হায়রে আমার মনের মানুষ কই কাইন্দা কাইন্দা বুক ভাসাইয়া একলা একলা রই! সবাই কান্দে প্রেমিক প্রেমিক আমি কান্দি আল্লাহ কত ভুলে নাও ভাসাইলাম কত মাঝি মাল্লা! আয় না রে তোরা আয় গান গাই মনিবের নাই নাই নাই ভালবাসা নাই নাই পরীদের!

সবাই দেখি ভালবাসে
আমি কেন নাই
কোথায় গেলে গো আমি
ভালবাসা পাই!
হায়রে আমার মনের
মানুষ কই
কাইন্দা কাইন্দা বুক ভাসাইয়া
একলা একলা রই!
সবাই কান্দে প্রেমিক প্রেমিক
আমি কান্দি আল্লাহ
কত ভুলে নাও ভাসাইলাম
কত মাঝি মাল্লা!
আয় না রে তোরা আয়
গান গাই মনিবের
নাই নাই নাই ভালবাসা
নাই নাই পরীদের!

যার হাতের সামনে যা পাচ্ছে শিবির দেখি তা দিয়েই ভাংচুর করছে! এ তো রাজপথ না; যে এক যুদ্ধক্ষেত্র! দেখি আল্লাহ কাকে বিজয় দেন , আমিন!

যার হাতের সামনে যা পাচ্ছে
শিবির দেখি তা দিয়েই ভাংচুর করছে!
এ তো রাজপথ না;
যে এক যুদ্ধক্ষেত্র!
দেখি আল্লাহ কাকে বিজয় দেন , আমিন!

হায়রে আমার মন মাতানো দেশ হায়রে আমার মন কাঁদানো দেশ কোথায় তোমার মায়া মমতা কোথায় তোমার দলীয়-বিরোধী সমতা???

হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার মন কাঁদানো দেশ
কোথায় তোমার মায়া মমতা
কোথায় তোমার দলীয়-বিরোধী সমতা???

মুখের ভাষা নাই প্রতিবাদটা করি আমার কি কাজ এখন মরি কিবা লড়ি। আল্লাহ আল্লাহ করে মোল্লা চলে যায় মেহমান তো তোমারই হৃদয়টা ভরে যায়! বিপথগামী যারা দিও না কিছু তবে একদিন তুমি দিও ইসলাম এই ভবে! চাওয়া আমি চাই তোমার পৃথিবীতে আল্লাহ আল্লাহ শুধু পক্ষ বিপরীতে!

মুখের ভাষা নাই
প্রতিবাদটা করি
আমার কি কাজ এখন
মরি কিবা লড়ি।
আল্লাহ আল্লাহ করে
মোল্লা চলে যায়
মেহমান তো তোমারই
হৃদয়টা ভরে যায়!
বিপথগামী যারা
দিও না কিছু তবে
একদিন তুমি দিও
ইসলাম এই ভবে!
চাওয়া আমি চাই
তোমার পৃথিবীতে
আল্লাহ আল্লাহ শুধু
পক্ষ বিপরীতে!

শেখের বেটি শেখ চেয়ে চেয়ে দেখ এক মোল্লার ফাঁসি হল লীগার মরছে ব্যাক!

শেখের বেটি শেখ
চেয়ে চেয়ে দেখ
এক মোল্লার ফাঁসি হল
লীগার মরছে ব্যাক!

০ আমার মন ভাল নেই। আপনি কেমন আছেন? -কেমন থাকব বলেন ? কি করে ভাল থাকা যায়! ০ আল্লাহর কাছেই ফরিয়াদ করছি যেন আমাদের মনটা ভাল করে দেন! -আল্লাহ ছাড়া আমাদের আর কেউ যে নেই!

০ আমার মন ভাল নেই। আপনি কেমন আছেন?

-কেমন থাকব বলেন ? কি করে ভাল থাকা যায়!

০ আল্লাহর কাছেই ফরিয়াদ করছি যেন আমাদের মনটা ভাল করে দেন!

-আল্লাহ ছাড়া আমাদের আর কেউ যে নেই!

একজন আমায় ভালবাসে ভালবাসে না সে আমারে দেখে হাসে সে তো হাসে না। আমায় নাকি ভালবাসা ঘৃণা করা যায় তার দিয়ে সে কথা বলে বিনা তারে হায়। আমায় দেখে ঘুঁষি মারে চিমটি কাটে রে আমায় দেখে ভেংচি কাটে মিষ্টি কাটে রে। কে করেরে কে করেরে জাগাই তারে খোঁজ তাহার টানে ভুরি ভোজন পেট ভরে না রোজ!

একজন আমায় ভালবাসে
ভালবাসে না
সে আমারে দেখে হাসে
সে তো হাসে না।
আমায় নাকি ভালবাসা
ঘৃণা করা যায়
তার দিয়ে সে কথা বলে
বিনা তারে হায়।
আমায় দেখে ঘুঁষি মারে
চিমটি কাটে রে
আমায় দেখে ভেংচি কাটে
মিষ্টি কাটে রে।
কে করেরে কে করেরে
জাগাই তারে খোঁজ
তাহার টানে ভুরি ভোজন
পেট ভরে না রোজ!

রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩

যে করে হোক মনটা আমার ভাল করে তুলব সকল জ্বালা নির্যাতনও একটু করে ভুলব। চোখের পানি আর বেশি দিন ঝরবে না এখন থেকে আমার প্রিয় একজন ভাইও মরবে না।

যে করে হোক মনটা আমার ভাল করে তুলব
সকল জ্বালা নির্যাতনও একটু করে ভুলব।
চোখের পানি আর বেশি দিন ঝরবে না
এখন থেকে আমার প্রিয় একজন ভাইও মরবে না।

বুলবুলি ছানাটা সখের বশে একটু উড়তে নিল মাটিতে পড়ে গিয়ে আক্কল জ্ঞান কিছু আমায় দিল। রক্তই না ঢেলে যায় না উড়ানো দেশে বিজয় নিশান আমি আছি রাজি শহীদ হইতে আজি দেখনা কি টান!

বুলবুলি ছানাটা
সখের বশে
একটু উড়তে নিল
মাটিতে পড়ে গিয়ে
আক্কল জ্ঞান
কিছু আমায় দিল।
রক্তই না ঢেলে
যায় না উড়ানো
দেশে বিজয় নিশান
আমি আছি রাজি
শহীদ হইতে আজি
দেখনা কি টান!

আল্লাহকে পেতে হলে ভালবাসতে হয় জাহান্নাম পছন্দ যার আওয়ামীলীগ কয়। তুমি আমি কোন দিন মিথ্যা না মানি বাম রাম নিয়া নাই কোন কানাকানি! যদি পারি মানুষের করি উপকার হয়তো আল্লাহ করেন রহম উদার!

আল্লাহকে পেতে হলে ভালবাসতে হয়
জাহান্নাম পছন্দ যার আওয়ামীলীগ কয়।
তুমি আমি কোন দিন মিথ্যা না মানি
বাম রাম নিয়া নাই কোন কানাকানি!
যদি পারি মানুষের করি উপকার
হয়তো আল্লাহ করেন রহম উদার!

কাজ নাই কাম নাই পড়া নাই যার খাওয়ার সময়ও যেন মনে থাকে তার। আমার বন্ধুরা হয় না এমন বেহেস্তি মানুষেরা থাকবে যেমন!

কাজ নাই কাম নাই
পড়া নাই যার
খাওয়ার সময়ও যেন
মনে থাকে তার।
আমার বন্ধুরা
হয় না এমন
বেহেস্তি মানুষেরা
থাকবে যেমন!

ঘুম ঘুম চোখ খোলা ফেসবুক আলোর দেখা পাব আশা একবুক। জালিমটা এখনও বসা জড়োসড়ো দেখব অবশেষে শক্তি কার বড়ো! প্রতিদিন সূর্য সকালেই উঠে আগামী সকালটা শান্তিতে ফুটে!

ঘুম ঘুম চোখ
খোলা ফেসবুক
আলোর দেখা পাব
আশা একবুক।
জালিমটা এখনও
বসা জড়োসড়ো
দেখব অবশেষে
শক্তি কার বড়ো!
প্রতিদিন সূর্য
সকালেই উঠে
আগামী সকালটা
শান্তিতে ফুটে!

দিন কাল ভাল না তাই বাজার করতে পারি না হেথায় হোথায় কত খাব বউ তো আজও বাড়ি না। লাকরি যদি চুলোয় দিলাম বাসন কোসন মাজি রে বউ ছাড়াই জীবন যাবে দেখবে কেমন পাজি রে। বউয়ের কথা মনে পড়ে বিয়ার কথা তুলব না কাজ হবে না হুক্কাহুয়ায় নিরব দুঃখ ভুলব না!

দিন কাল ভাল না তাই
বাজার করতে পারি না
হেথায় হোথায় কত খাব
বউ তো আজও বাড়ি না।
লাকরি যদি চুলোয় দিলাম
বাসন কোসন মাজি রে
বউ ছাড়াই জীবন যাবে
দেখবে কেমন পাজি রে।
বউয়ের কথা মনে পড়ে
বিয়ার কথা তুলব না
কাজ হবে না হুক্কাহুয়ায়
নিরব দুঃখ ভুলব না!

পাতা সব ঝরে যায় মানুষেরা মরে যায় কেউ কারে ফিরে পায়? যায় না সে অজানায়। সবাই তো যাব তায় কত জানি কাছে হায়! বাঁচবে তো কি উপায় ভাল তবে কে ডুবায়?

পাতা সব ঝরে যায়
মানুষেরা মরে যায়
কেউ কারে ফিরে পায়?
যায় না সে অজানায়।
সবাই তো যাব তায়
কত জানি কাছে হায়!
বাঁচবে তো কি উপায়
ভাল তবে কে ডুবায়?

যদি আমি মিথ্যা বলি জীবন বরবাদ তবে যদি সত্য বলি সহসাই পাই স্বাদ।

যদি আমি মিথ্যা বলি
জীবন বরবাদ
তবে যদি সত্য বলি
সহসাই পাই স্বাদ।
সত্য মিথ্যা উভয় যদি
মিশ্রণ হয়ে যায়
দুই পক্ষ টানাটানী
আমায় ছিড়ে খায়।
দিন কাল যাই হোক
সত্ পথে চলি
অন্যায় দেখলেই
ঠাস ঠাস বলি।
পড়েছি ছোট বেলা
এখন পড়াই
সত্যেই মুক্তি মিলে
মিথ্যা ডরাই!
রাজনীতি কিছু না
চরিত্র বড়
সত্যই জীবন্ত
মিথ্যা জড়।

কি কলিজা তোর ভেতরে কি দিয়ে তোর শরীর? কার অপরাধ, রায় হয় কার ভয় পায় ফাঁসি দড়ির? আল্লাহর দিল জীবন যারে মরণ দিবে যারে; আজরাইল আজ পাঠাইয়ো না ফাঁসি দেয় কে তাঁরে??? ইচ্ছা হলে আদর করে তোমার কাছে নিও জালেম খুনি ইতর দিয়ে অসম্মান না করিও!

কি কলিজা তোর ভেতরে
কি দিয়ে তোর শরীর?
কার অপরাধ, রায় হয় কার
ভয় পায় ফাঁসি দড়ির?
আল্লাহর দিল জীবন যারে
মরণ দিবে যারে;
আজরাইল আজ পাঠাইয়ো না
ফাঁসি দেয় কে তাঁরে???
ইচ্ছা হলে আদর করে
তোমার কাছে নিও
জালেম খুনি ইতর দিয়ে
অসম্মান না করিও!

কি কলিজা তোর ভেতরে কি দিয়ে তোর শরীর? কার অপরাধ, রায় হয় কার ভয় পায় ফাঁসি দড়ির? আল্লাহর দিল জীবন যারে মরণ দিবে যারে; আজরাইল আজ পাঠাইয়ো না ফাঁসি দেয় কে তাঁরে??? ইচ্ছা হলে আদর করে তোমার কাছে নিও জালেম খুনি ইতর দিয়ে অসম্মান না করিও!

কি কলিজা তোর ভেতরে
কি দিয়ে তোর শরীর?
কার অপরাধ, রায় হয় কার
ভয় পায় ফাঁসি দড়ির?
আল্লাহর দিল জীবন যারে
মরণ দিবে যারে;
আজরাইল আজ পাঠাইয়ো না
ফাঁসি দেয় কে তাঁরে???
ইচ্ছা হলে আদর করে
তোমার কাছে নিও
জালেম খুনি ইতর দিয়ে
অসম্মান না করিও!

কেন আমায় জাগাইলি না ভুললি সবাই মিলে দেশটা তো প্রায় খেয়েই ফেলল টগর টগর গিলে! একটা খাদক এত্ত খাওয়া কেমনে খাইতে পারে ও আল্লাহ দেখছো মানুষ কেমনে কেমনে মারে? মানুষ মরছে মানুষ কাঁদছে শক্ত হচ্ছে গদি রাজপথেই বইছে দেখছি শহীদ রক্ত নদী! আমি সইছি তোমার বান্দা সইতেই হবে আরো তুমি আল্লহ সইয়ো আরো সইতে যত পারো!

কেন আমায় জাগাইলি না
ভুললি সবাই মিলে
দেশটা তো প্রায় খেয়েই ফেলল
টগর টগর গিলে!
একটা খাদক এত্ত খাওয়া
কেমনে খাইতে পারে
ও আল্লাহ দেখছো মানুষ
কেমনে কেমনে মারে?
মানুষ মরছে মানুষ কাঁদছে
শক্ত হচ্ছে গদি
রাজপথেই বইছে দেখছি
শহীদ রক্ত নদী!
আমি সইছি তোমার বান্দা
সইতেই হবে আরো
তুমি আল্লহ সইয়ো আরো
সইতে যত পারো!


রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

শিবির জামাত তো মরার জন্যই রাজপথে নামে। তারা একশ মরলেও তেমন নাম হয় না। কোন খবর ওয়ালার তেমন কষ্ট হয় না। খবরেও এ সব আসে না। কিন্তু বেইমানরা তো আর মরার জন্য রাজপথে নামে না। তারা নামে মারার জন্য। তাই তাদের দাম অনেক বেশি। তাদের খবর এতি দ্রুত ছড়িয়ে পড়ে। সবাই জেনে গেছে আজ বেইমান বিজিবি আওয়ামি মিলে ৩-৪জন ফিনিস। কিন্তু জামাত শিবিরের কোথায় কি ঘটেছে তা অনেকেই জানে না। জানার দরকারও নাই। যাঁকে জানানোর জন্য জামাত শিবির আন্দোলন করে, যাঁকে খুঁশি করার জন্য শিবির জামাত রাজপথে নামে সেই আল্লাহই জানেন শিবির জামাতের কেউ একজন মরেছেন। আর আল্লাহ ঘোষণা করে দিলেন, জান্নাতে তোমার সাথে দেখা হবে! সবাই বলি আমিন!

শিবির জামাত তো মরার জন্যই রাজপথে নামে। তারা একশ মরলেও তেমন নাম হয় না। কোন খবর ওয়ালার তেমন কষ্ট হয় না। খবরেও এ সব আসে না।

কিন্তু বেইমানরা তো আর মরার জন্য রাজপথে নামে না। তারা নামে মারার জন্য। তাই তাদের দাম অনেক বেশি। তাদের খবর এতি দ্রুত ছড়িয়ে পড়ে। সবাই জেনে গেছে আজ বেইমান বিজিবি আওয়ামি মিলে ৩-৪জন ফিনিস। কিন্তু জামাত শিবিরের কোথায় কি ঘটেছে তা অনেকেই জানে না। জানার দরকারও নাই। যাঁকে জানানোর জন্য জামাত শিবির আন্দোলন করে, যাঁকে খুঁশি করার জন্য শিবির জামাত রাজপথে নামে সেই আল্লাহই জানেন শিবির জামাতের কেউ একজন মরেছেন। আর আল্লাহ ঘোষণা করে দিলেন, জান্নাতে তোমার সাথে দেখা হবে! সবাই বলি আমিন!

দুই ভাই মোর সহোদর ঠিক শিবির জামাত সবাই ভাই মহাখালীতে গুলি খাইল আমরা সবাই বিচার চাই! একটু আগে ফোন করেছে হয়েছে তেমন কিছু না দোয়া করেন দেশটা বাঁচুক হটবে শিবির পিছু না!

দুই ভাই মোর সহোদর ঠিক
শিবির জামাত সবাই ভাই
মহাখালীতে গুলি খাইল
আমরা সবাই বিচার চাই!
একটু আগে ফোন করেছে
হয়েছে তেমন কিছু না
দোয়া করেন দেশটা বাঁচুক
হটবে শিবির পিছু না!

আমার মা এখনো দুপুরের খাবার খাচ্ছেন না। অথচ সন্ধ্যা হয়েই এল! আমি বললাম, মা, ভাত খেয়ে নেন! মার দিকে চোখ পড়তেই দেখলাম মার দুটি চোখ পানিতে ছলছল টলমল করছে! আমি আর কিছু বললাম না! আমিও যে ভাত প্লেটে নিয়েও খেতে পারলাম না। কিভাবে ভাত খাওয়া যায়! যখন বাড়ি থেকে বাজারের দোকান ঘরগুলো আওয়ামীলীগ কর্মীরা আগুন দিয়ে পুরে দিচ্ছে। দাউ দাউ করে জ্বলছে। বিকট শব্দে পুরো বাজার পুরছে। দুপুর থেকে শুরু হয়েছে.. পুলিশ অন্যায়ের সহযোগিতা করছে। এমন অন্যায় দেখে আর জিনিষ পত্রের ক্ষতি দেখে আমরা ভাল থাকতে পারি না! দোয়া করবেন!

আমার মা এখনো দুপুরের খাবার খাচ্ছেন না। অথচ সন্ধ্যা হয়েই এল! আমি বললাম,
মা, ভাত খেয়ে নেন!
মার দিকে চোখ পড়তেই দেখলাম মার দুটি চোখ পানিতে ছলছল টলমল করছে! আমি আর কিছু বললাম না! আমিও যে ভাত প্লেটে নিয়েও খেতে পারলাম না।

কিভাবে ভাত খাওয়া যায়! যখন বাড়ি থেকে বাজারের দোকান ঘরগুলো আওয়ামীলীগ কর্মীরা আগুন দিয়ে পুরে দিচ্ছে। দাউ দাউ করে জ্বলছে। বিকট শব্দে পুরো বাজার পুরছে। দুপুর থেকে শুরু হয়েছে..

পুলিশ অন্যায়ের সহযোগিতা করছে। এমন অন্যায় দেখে আর জিনিষ পত্রের ক্ষতি দেখে আমরা ভাল থাকতে পারি না! দোয়া করবেন!

বাড়ির পাশে দুই কুকুরকে বিএনপিরা আজ কুপিয়ে মেরেছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। যাকে পাচ্ছে গ্রেফতার করছে। আমি আর আব্বা বাড়ি থেকে চুপিসারে রাতের অন্ধকারে বেরিয়েছি। আমরা দেখতে পাচ্ছি চারদিক থেকে টর্স আর টর্স। খুব টেনশন লাগছে.. কি হয় না হয়! দোয়া করবেন আল্লাহ যেন অন্তত আওয়ামী বেয়াদবদের দ্বারা লাঞ্চিত না করেন!

বাড়ির পাশে দুই কুকুরকে বিএনপিরা আজ কুপিয়ে মেরেছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। যাকে পাচ্ছে গ্রেফতার করছে। আমি আর আব্বা বাড়ি থেকে চুপিসারে রাতের অন্ধকারে বেরিয়েছি। আমরা দেখতে পাচ্ছি চারদিক থেকে টর্স আর টর্স। খুব টেনশন লাগছে.. কি হয় না হয়! দোয়া করবেন আল্লাহ যেন অন্তত আওয়ামী বেয়াদবদের দ্বারা লাঞ্চিত না করেন!

সোজা আঙ্গুলে ঘি উঠে না শিক্ষক আমি জানি জানি আমি জানি আরো কিছু বলি কানাকানি! ভেবেছ তুমি মহা লাভ তোমার দাবীটা না মেনে আজ? হয়তো ভুলেছ একজন শিক্ষক সারাদিন কি করে কাজ! কিভাবে হবে মানুষের মত মানুষ তুমি তোমার সন্তান অমার ঘরে খাবার না থাক, গাই তোমাদেরই জয়গান! বড় হয়েছ; ভুলেছ আজি সব উপকার ভালবাসা তোমার দ্বারাই ভেঙ্গে খানখান শিক্ষকের মনোআশা! শিক্ষকের সাথে মশকরা তো? আমার মাঝে নাই আমি বুঝবে সেদিন তোমার ছেলে হয় নি মানুষ দামী!

সোজা আঙ্গুলে ঘি উঠে না
শিক্ষক আমি জানি
জানি আমি জানি আরো
কিছু বলি কানাকানি!
ভেবেছ তুমি মহা লাভ তোমার
দাবীটা না মেনে আজ?
হয়তো ভুলেছ একজন শিক্ষক
সারাদিন কি করে কাজ!
কিভাবে হবে মানুষের মত মানুষ
তুমি তোমার সন্তান
অমার ঘরে খাবার না থাক, গাই
তোমাদেরই জয়গান!
বড় হয়েছ; ভুলেছ আজি সব
উপকার ভালবাসা
তোমার দ্বারাই ভেঙ্গে খানখান
শিক্ষকের মনোআশা!
শিক্ষকের সাথে মশকরা তো?
আমার মাঝে নাই আমি
বুঝবে সেদিন তোমার ছেলে
হয় নি মানুষ দামী!

হাত দুটো আছে বলে সত্‍ কাজ করি সুন্দর মনটায় আল্লাহকে স্মরি। দুই পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাই মুখে শুধু আল্লাহ আল্লাহ গাই। চোখ দিয়ে দেখি আমি পৃথিবী রঙীন বিবেকের মাধ্যমে সাজাই জমিন। সব কটা অঙ্গই নেয়ামত তাঁর গুন গেয়ে যেন পাই বেহেস্ত আবার!

হাত দুটো আছে বলে সত্‍ কাজ করি
সুন্দর মনটায় আল্লাহকে স্মরি।
দুই পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাই
মুখে শুধু আল্লাহ আল্লাহ গাই।
চোখ দিয়ে দেখি আমি পৃথিবী রঙীন
বিবেকের মাধ্যমে সাজাই জমিন।
সব কটা অঙ্গই নেয়ামত তাঁর
গুন গেয়ে যেন পাই বেহেস্ত আবার!

চোরের মন পুলিশ পুলিশ হিসু করে দেয় পুলিশ মন শিবির শিবির প্রাণ কেড়ে নেয়! হাসিনা মন জামাত জামাত যদি ক্ষমতায় আওয়ামীলীগ মিশে যাবে বালুর দানায়!

চোরের মন পুলিশ পুলিশ
হিসু করে দেয়
পুলিশ মন শিবির শিবির
প্রাণ কেড়ে নেয়!
হাসিনা মন জামাত জামাত
যদি ক্ষমতায়
আওয়ামীলীগ মিশে যাবে
বালুর দানায়!

যদি কেউ আমার একটা স্ট্যাটাস বা একটা কমেন্ট অথবা একটা লাইক দেখে বুঝে জামাত শিবির একটা দল যারা কুরআনের সরল পথটা খুঁজছে, তাহলে আমি ধরে নিব আসলেই আমি একজন নাইস ফেসবুকার! তখন আমাকে কেউ এর থেকে দ্বিমত করাতে পারবেন না! কিছুতেই না! তখন আমার ভেতর একটা আস্থা চলে আসবে। তখন আমি প্রাণ খুলে চিত্‍কার করে বলব- সত্যের মৃত্যু নাই মিথ্যার মৃত্যু চাই! শিবির জামাত ভাই ভাই কুরআন গড়া জীবন চাই!

যদি কেউ আমার একটা স্ট্যাটাস বা একটা কমেন্ট অথবা একটা লাইক দেখে বুঝে জামাত শিবির একটা দল যারা কুরআনের সরল পথটা খুঁজছে, তাহলে আমি ধরে নিব আসলেই আমি একজন নাইস ফেসবুকার! তখন আমাকে কেউ এর থেকে দ্বিমত করাতে পারবেন না! কিছুতেই না! তখন আমার ভেতর একটা আস্থা চলে আসবে। তখন আমি প্রাণ খুলে চিত্‍কার করে বলব-
সত্যের মৃত্যু নাই
মিথ্যার মৃত্যু চাই!
শিবির জামাত ভাই ভাই
কুরআন গড়া জীবন চাই!

একদিকে রাত স্তব্ধ নিরব হঠাত্‍ হঠাত্‍ দেখি হায়েনা আজব! এলাকায় এক বড় কুকুর মরে কত কি ভেলকায় আমার ঘরে! হায়রে আমার দেশ সাগর জলে এ বিশৃংখলা তো কেমনে চলে? আমি কি পাগল হব নাকি লীগার! বাংলায় জয় নাই জয় বাংলার!

একদিকে রাত
স্তব্ধ নিরব
হঠাত্‍ হঠাত্‍ দেখি
হায়েনা আজব!
এলাকায় এক বড়
কুকুর মরে
কত কি ভেলকায়
আমার ঘরে!
হায়রে আমার দেশ
সাগর জলে
এ বিশৃংখলা তো
কেমনে চলে?
আমি কি পাগল হব
নাকি লীগার!
বাংলায় জয় নাই
জয় বাংলার!

ততা ভাতে বিলাই বেজার হাছা কথায় কে? ঐ আওয়ামী নাস্তিক মাতা শেখের হাসিনে! যতই তারে চাপাচাপিবে তালগাছ তারে দাও ক্ষমতা তার বাপের দেওয়া বিরোধী মেরে খাও! কুত্তার লেজ সোজা হয় না হাসিনার নাই লাজ নির্বাচনে ভোটের আগে পট্টি লাগান কাজ! সবাই বলে মিথ্যাবাদী বিশ্ববেহায়া তারে রসাতলে যাক দেশটা সবার ক্ষমতা তার বারে!

ততা ভাতে বিলাই বেজার
হাছা কথায় কে?
ঐ আওয়ামী নাস্তিক মাতা
শেখের হাসিনে!
যতই তারে চাপাচাপিবে
তালগাছ তারে দাও
ক্ষমতা তার বাপের দেওয়া
বিরোধী মেরে খাও!
কুত্তার লেজ সোজা হয় না
হাসিনার নাই লাজ
নির্বাচনে ভোটের আগে
পট্টি লাগান কাজ!
সবাই বলে মিথ্যাবাদী
বিশ্ববেহায়া তারে
রসাতলে যাক দেশটা সবার
ক্ষমতা তার বারে!

যে করে হোক মনটা আমার ভাল করে তুলব সকল জ্বালা নির্যাতনও একটু করে ভুলব। চোখের পানি আর বেশি দিন ঝরবে না এখন থেকে আমার প্রিয় একজন ভাইও মরবে না।

যে করে হোক মনটা আমার ভাল করে তুলব
সকল জ্বালা নির্যাতনও একটু করে ভুলব।
চোখের পানি আর বেশি দিন ঝরবে না
এখন থেকে আমার প্রিয় একজন ভাইও মরবে না।

রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩

তালের বিচির ভেতরের সাদা খাবারটার নাম আমি জানি না। ছাবু নারকেল দুধ চিনি কিছমিছ তেজপাতা দিয়ে মা কি যেন তৈরি করেছেন! পাতিল এখনো চুলোয়। আমি প্লেটে নিয়ে খাচ্ছি আর আমার ফেসবুকের বন্ধুদের কথা স্মরণ করছি। এত টেস্টি এত স্বাদ আর এত মিস্টি যে, আপনাদেরে না কইয়ে আমি থাকতে পারতেছিলাম না! তাই মোবাইলটায় বাম হাতেই ফেসবুকিং কইরা দিলাম। ছাবুটা এখনো হয়নি। এখনই এত কিছু! যখন চুলো থেকে পাতিল তুলবে, না জানি তা খেতে কেমন লাগবে! ততক্ষণে আমার সব বন্ধুরে দাওয়াত!

তালের বিচির ভেতরের সাদা খাবারটার নাম আমি জানি না। ছাবু নারকেল দুধ চিনি কিছমিছ তেজপাতা দিয়ে মা কি যেন তৈরি করেছেন! পাতিল এখনো চুলোয়। আমি প্লেটে নিয়ে খাচ্ছি আর আমার ফেসবুকের বন্ধুদের কথা স্মরণ করছি। এত টেস্টি এত স্বাদ আর এত মিস্টি যে, আপনাদেরে না কইয়ে আমি থাকতে পারতেছিলাম না! তাই মোবাইলটায় বাম হাতেই ফেসবুকিং কইরা দিলাম।

ছাবুটা এখনো হয়নি। এখনই এত কিছু! যখন চুলো থেকে পাতিল তুলবে, না জানি তা খেতে কেমন লাগবে! ততক্ষণে আমার সব বন্ধুরে দাওয়াত!

চলছে পঞ্চম শ্রেণির সমাপণী পরীক্ষা। প্রতিদিন গার্ডিয়ান কর্তৃক পরীক্ষার হলে তার সন্তানকে বলে দেওয়ার আবেদনটা আমার কাছে ভালই জমা পড়ে। আমার কাছে ভাল লাগে না বলে- রুম পাল্টাইলাম। অবশেষে দেখি এখানের রুমেও একই সমস্যা! "স্যার, আমি ওর কাকা। যদি একবারও পরীক্ষার হলে না ঢুকি তাহলে মেয়েটা বলবে, কাকায় একবারও আমাকে দেখতে এল না। তাই এলাম।" -এখন বুঝেন আমি কিভাবে সেই রুমে ইনভিজিলেটর হিসেবে থাকি? কিন্তু স্কুল থেকে আমাকে ডেপুটেশনে কেন্দ্রেই পাঠিয়েছে। তাই হলে না গিয়ে আর পারি না... পরীক্ষার হলে বলে দেওয়ার মানসিকতা আমি সহ্য করতে পারি না। এই জন্য কয়েক দিন ধরে আমার মন ভাল না। শিক্ষা বোধয় আর তার স্বকীয়তা ধরে রাখতে পারল না!

চলছে পঞ্চম শ্রেণির সমাপণী পরীক্ষা। প্রতিদিন
গার্ডিয়ান কর্তৃক পরীক্ষার হলে তার সন্তানকে
বলে দেওয়ার আবেদনটা আমার কাছে ভালই জমা পড়ে।
আমার কাছে ভাল লাগে না বলে-
রুম পাল্টাইলাম। অবশেষে দেখি এখানের রুমেও
একই সমস্যা!
"স্যার, আমি ওর কাকা। যদি একবারও পরীক্ষার হলে
না ঢুকি তাহলে মেয়েটা বলবে, কাকায় একবারও আমাকে
দেখতে এল না। তাই এলাম।"
-এখন বুঝেন আমি কিভাবে সেই রুমে ইনভিজিলেটর হিসেবে থাকি?

কিন্তু স্কুল থেকে আমাকে ডেপুটেশনে কেন্দ্রেই পাঠিয়েছে।
তাই হলে না গিয়ে আর পারি না...

পরীক্ষার হলে বলে দেওয়ার মানসিকতা আমি সহ্য করতে পারি না।
এই জন্য কয়েক দিন ধরে আমার মন ভাল না।
শিক্ষা বোধয় আর তার স্বকীয়তা ধরে রাখতে পারল না!

কই রে আমার ১৮ দল ঘুমায়া গেলা কী? ৪টা দলে সর্ব দলের করবেই মাতবরী??? ৫টা বছর ভালই দেখলা কয় দিন লাগবে আর? আর কবে বাতিল হবে জালিম এই সরকার?? আশায় আশায় আমি বুক পেতেছি রে আজও আমি আগের মতই আশায় আছি রে...

কই রে আমার ১৮ দল
ঘুমায়া গেলা কী?
৪টা দলে সর্ব দলের
করবেই মাতবরী???
৫টা বছর ভালই দেখলা
কয় দিন লাগবে আর?
আর কবে বাতিল হবে
জালিম এই সরকার??
আশায় আশায় আমি
বুক পেতেছি রে
আজও আমি আগের মতই
আশায় আছি রে...

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

ডান হাতে খাওয়া দাওয়া ডান হাতে কাম বাম দল সদা করে আকাম কুকাম। ডান পথে চলে বাড়ে পথিকের দাম বামবাদী বাম পথে করে বদনাম। ডানের ইজ্জত আছে; বামের কি কাম? পৃথিবীর সবে জানে বাম হাতের কাম। ছিঃ! বাম ছিঃ! নাই অপনাম? মরতেও চাই ডানে জানাই আগাম!

ডান হাতে খাওয়া দাওয়া
ডান হাতে কাম
বাম দল সদা করে
আকাম কুকাম।
ডান পথে চলে বাড়ে
পথিকের দাম
বামবাদী বাম পথে
করে বদনাম।
ডানের ইজ্জত আছে;
বামের কি কাম?
পৃথিবীর সবে জানে
বাম হাতের কাম।
ছিঃ! বাম ছিঃ!
নাই অপনাম?
মরতেও চাই ডানে
জানাই আগাম!

এক্কেবারে মানাইছে না রে! পাঁচটা বছর এমনি গেল এই জনগণ কি আর পেল আবার একি চুপিচুপি; জানাইছে না রে! এক্কেবারে মানাইছে না রে!

এক্কেবারে মানাইছে না রে!
পাঁচটা বছর এমনি গেল
এই জনগণ কি আর পেল
আবার একি চুপিচুপি; জানাইছে না রে!
এক্কেবারে মানাইছে না রে!

এরশাদ কয় আমি ছিলাম সেনাপতি স্বৈরাচারি হতে লাগে নতুন গতি? অভ্যাস আছে পুরুষ আমার জুড়ি নাই স্বৈরাচার/বাকশাল বলেন ঐ এক কথাই! কুত্তা কুত্তি মিলেই যায় অবশেষে সারাবিশ্বের থুথু খাচ্ছে তব হেসে! এরশাদ কয় নষ্ট জিনিষ নষ্ট করার কি দরকার? গন্ধ থাকে থাকবেই তো ফেলনা নহে এ সরকার! কুত্তি যখন কুত্তামীতে আগে কিছু খাইয়া লয় কুত্তাটাও কুত্তির লগে ডাস্টবিনে পাইয়া লয়..

এরশাদ কয় আমি ছিলাম সেনাপতি
স্বৈরাচারি হতে লাগে নতুন গতি?
অভ্যাস আছে পুরুষ আমার জুড়ি নাই
স্বৈরাচার/বাকশাল বলেন ঐ এক কথাই!
কুত্তা কুত্তি মিলেই যায় অবশেষে
সারাবিশ্বের থুথু খাচ্ছে তব হেসে!
এরশাদ কয় নষ্ট জিনিষ
নষ্ট করার কি দরকার?
গন্ধ থাকে থাকবেই তো
ফেলনা নহে এ সরকার!
কুত্তি যখন কুত্তামীতে
আগে কিছু খাইয়া লয়
কুত্তাটাও কুত্তির লগে
ডাস্টবিনে পাইয়া লয়..

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

শিবিররে মানুষ রাজাকার কয়, মৌলবাদী কয়। তাই চিন্তা করেছি আর শিবির করমু না। কিন্তু একি! আমি কত্ত দল খুঁজলাম, কিন্তু শিবিরে ধারে কাছেও নাই। নাই তাদের চরিত্র, নাই আচরণ, নাই কথাবার্তার ধরণ। ফাঁকে দিয়া আমি আরো তাদের কাছে গিয়ে অপমানিত হইলাম। নাহ, আর কারো কথায় কান দিমু না। শিবির ছাড়া আমার চলত না। আমার প্রথমেও ছিল শিবির। অবশেষেও শিবির। শিবির ছাড়া কিছু নাই। শিবির ছাড়া কিছু চাই না। এভাবেই আমি সরল সঠিক পথে এগিয়ে যেতে চাই... আমিন! শিবির করলে কুরআন পড়তে পারি। সালাম দিতে পারি। আল্লাহর আইনে চলতে পারি। মানুষেরে ভালবাসতে পারি। আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়তে পারি। শাহাদাতের তামান্না মনে জাগাতে পারি। আমি তো শহীদ হতে চাই। শহীদের তামান্না আর কোন দলে গিয়ে আমি করতে পারি না। তাই শিবির ছাড়া আমার চলত না। আমার প্রথমেও ছিল শিবির। অবশেষেও শিবির। শিবির ছাড়া কিছু নাই। শিবির ছাড়া কিছু চাই না। এভাবেই আমি সরল সঠিক পথে এগিয়ে যেতে চাই... আমিন!

শিবিররে মানুষ রাজাকার কয়, মৌলবাদী কয়। তাই চিন্তা করেছি আর শিবির করমু না। কিন্তু একি! আমি কত্ত দল খুঁজলাম, কিন্তু শিবিরে ধারে কাছেও নাই। নাই তাদের চরিত্র, নাই আচরণ, নাই কথাবার্তার ধরণ। ফাঁকে দিয়া আমি আরো তাদের কাছে গিয়ে অপমানিত হইলাম।

নাহ, আর কারো কথায় কান দিমু না। শিবির ছাড়া আমার চলত না। আমার প্রথমেও ছিল শিবির। অবশেষেও শিবির। শিবির ছাড়া কিছু নাই। শিবির ছাড়া কিছু চাই না। এভাবেই আমি সরল সঠিক পথে এগিয়ে যেতে চাই... আমিন!

শিবির করলে কুরআন পড়তে পারি। সালাম দিতে পারি। আল্লাহর আইনে চলতে পারি। মানুষেরে ভালবাসতে পারি। আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়তে পারি। শাহাদাতের তামান্না মনে জাগাতে পারি। আমি তো শহীদ হতে চাই। শহীদের তামান্না আর কোন দলে গিয়ে আমি করতে পারি না। তাই শিবির ছাড়া আমার চলত না। আমার প্রথমেও ছিল শিবির। অবশেষেও শিবির। শিবির ছাড়া কিছু নাই। শিবির ছাড়া কিছু চাই না। এভাবেই আমি সরল সঠিক পথে এগিয়ে যেতে চাই... আমিন!

বুধবার, ২০ নভেম্বর, ২০১৩

আসুন সে দল করি- ০ যে দলে পড়া লেখা হয় সাথে আমল করা যায় ০ যে দলে মারামারী নাই সাথে যেথায় ভদ্রতা শেখায় আসুন সে দল করি- ০ যে দলে মানুষ আল্লাহ প্রেমি হয় করে সালাম বিনিময় ০ যে দলের লোক ভালবাসে সব যদি আল্লাহর প্রিয় হয় ----------------------চলবে!

আসুন সে দল করি-
০ যে দলে পড়া লেখা হয় সাথে আমল করা যায়
০ যে দলে মারামারী নাই সাথে যেথায় ভদ্রতা শেখায়
আসুন সে দল করি-
০ যে দলে মানুষ আল্লাহ প্রেমি হয় করে সালাম বিনিময়
০ যে দলের লোক ভালবাসে সব যদি আল্লাহর প্রিয় হয়
----------------------চলবে!

ভালবাসা পবিত্র; কিন্তু কখন? আল্লাহ খুঁশি হওয়া ভালবাসা যখন। নষ্টামী ফস্টামী অযথা সময়? এই ভালবাসাবাসি পবিত্র নয়!

ভালবাসা পবিত্র;
কিন্তু কখন?
আল্লাহ খুঁশি হওয়া
ভালবাসা যখন।
নষ্টামী ফস্টামী
অযথা সময়?
এই ভালবাসাবাসি
পবিত্র নয়!

কি আজব! কিছু চাইলেই সরকার পুলিশ দিয়ে গুলী করা শুরু করে দেয়। গার্মেন্টস এর কর্মীরা সারাদিন কত কাজ করে আমরা সবাই তা জানি। তাদের বেতন মাসে ৮০০০ টাকা করার দাবীটা কেন অযৌক্তিক হবে? তারা কি পারে না তাদের এই দাবীটা রাস্তায় নেমে সরকারকে জানাতে? কেন তাদেরকে গুলী করে মারতে হবে? এই জন্যই কি শ্রমিকেরা ভোট দিয়ে হাসিনারে সরকারে দিয়েছে???? বাহ! কি আজব সরকার! কি আজব তার আচরণ!!!!!!! আই হেট ইউ। আই হেট ইউর আচরণ...

কি আজব! কিছু চাইলেই সরকার পুলিশ দিয়ে গুলী করা শুরু করে দেয়।
গার্মেন্টস এর কর্মীরা সারাদিন কত কাজ করে আমরা সবাই তা জানি।
তাদের বেতন মাসে ৮০০০ টাকা করার দাবীটা কেন অযৌক্তিক হবে?
তারা কি পারে না তাদের এই দাবীটা রাস্তায় নেমে সরকারকে জানাতে?
কেন তাদেরকে গুলী করে মারতে হবে?
এই জন্যই কি শ্রমিকেরা ভোট দিয়ে হাসিনারে সরকারে দিয়েছে????
বাহ! কি আজব সরকার! কি আজব তার আচরণ!!!!!!!
আই হেট ইউ। আই হেট ইউর আচরণ...

জামাত শিবির প্রাণী হইল? মাছ-ভাত কোন খাওয়া? রক্ত খাওয়া আমাদের হোক তাদের আল্লাহ পাওয়া! হেফাজত তো বাকী কেন? সেই তো মুমিন জাত! পারলে দিবি গুলিই করে কিরিচ কাটা কাত!

জামাত শিবির প্রাণী হইল?
মাছ-ভাত কোন খাওয়া?
রক্ত খাওয়া আমাদের হোক
তাদের আল্লাহ পাওয়া!
হেফাজত তো বাকী কেন?
সেই তো মুমিন জাত!
পারলে দিবি গুলিই করে
কিরিচ কাটা কাত!

আঁধারের পরে আসে মুগ্ধ সকাল দেশের বুকে সূর্য ডুবে উঠবে আগামীকাল। তোমরা হতাশ হইয়ো না নিরাশ হইয়ো না কে না জানে মুমিন কভু নিরাশ হবে না! এতই কালো মেঘ করেছে এই বুঝি বারি নামে আল্লাহ তো জানে জালিমের জুলুম কোথায় গিয়ে থামে!

আঁধারের পরে আসে মুগ্ধ সকাল
দেশের বুকে সূর্য ডুবে উঠবে আগামীকাল।
তোমরা হতাশ হইয়ো না নিরাশ হইয়ো না
কে না জানে মুমিন কভু নিরাশ হবে না!
এতই কালো মেঘ করেছে এই বুঝি বারি নামে
আল্লাহ তো জানে জালিমের জুলুম কোথায় গিয়ে থামে!

হাত তোল কিছু বল জালিমদেরে হয়তো বা কোন দিন উঠব পেরে! আর কত রক্ত জালিমরা চায় আমরাও আল্লাহ বলি আশায় আশায়..

হাত তোল
কিছু বল
জালিমদেরে
হয়তো বা
কোন দিন
উঠব পেরে!
আর কত
রক্ত
জালিমরা চায়
আমরাও
আল্লাহ বলি
আশায় আশায়..

আমি একজন শিক্ষক। যখন আমি চোখের সামনেই দেখছি এই পঞ্চম শ্রেণির শিশুরা কতটুকুই না বয়স হয়েছে, ফটোকপির দোকান থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রশ্নপ্ত্র ফটোকপি নিয়ে যাচ্ছে! বড় অপমান বোধ করছি আমি। কি মূল্যই রইল, আমি তাদেরে পাঁচটা বছর পড়িয়েছি? কত চিল্লাফাল্লাই না আমি তার পিছনে করেছি! কত শ্রম আমার তার পিছনে খরচ হয়েছে আমি এই মূহুর্তে সব মনে করতে পারছি না। কি দরকার ছিল আমার, তাকে মানুষ করার অতটা টেনশন করার? কি ফল আমি আজ পেলাম! এত নাম্বার পেয়ে তারা কি করবে আমি বুঝি না। তবে কেন আমাকে ৫টা বছর বেতন দেওয়া হল? কেন আমাকে মানুষ গড়ার কারিগর বলা হল? আমার কি মূল্যই দেওয়া হল? অবশেষে কি তারা শিক্ষার আসল উদ্দেশ্য হাসিল করতে পারবে? আর তারা পারবে, আমার কষ্টগুলোর সম্মান দিতে??

আমি একজন শিক্ষক। যখন আমি চোখের সামনেই দেখছি এই পঞ্চম শ্রেণির শিশুরা কতটুকুই না বয়স হয়েছে, ফটোকপির দোকান থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রশ্নপ্ত্র ফটোকপি নিয়ে যাচ্ছে! বড় অপমান বোধ করছি আমি। কি মূল্যই রইল, আমি তাদেরে পাঁচটা বছর পড়িয়েছি? কত চিল্লাফাল্লাই না আমি তার পিছনে করেছি! কত শ্রম আমার তার পিছনে খরচ হয়েছে আমি এই মূহুর্তে সব মনে করতে পারছি না। কি দরকার ছিল আমার, তাকে মানুষ করার অতটা টেনশন করার? কি ফল আমি আজ পেলাম!

এত নাম্বার পেয়ে তারা কি করবে আমি বুঝি না। তবে কেন আমাকে ৫টা বছর বেতন দেওয়া হল? কেন আমাকে মানুষ গড়ার কারিগর বলা হল? আমার কি মূল্যই দেওয়া হল? অবশেষে কি তারা শিক্ষার আসল উদ্দেশ্য হাসিল করতে পারবে? আর তারা পারবে, আমার কষ্টগুলোর সম্মান দিতে??

জোসনা রাতে বাগানের চেয়ারটায় দেখতে গিয়েছিলাম। নাহ, মা নেই সেখানে! এক দৌড়ে ঘরের বারান্দায় এসে দেখি, যে চৌকিতে বসে মা কুরআন পড়তেন, মা নেই সেখানে! ঘরে এসে ঘরের কোণের শীতল পাটিটা আজও বিছানো; কিন্তু মা নেই সেখানে! আমার মা আর কোথাও নেই রে! আমি তো আর মাকে দেখতে পাব না। মা! মা! মা গো, মা! রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছাগীরা!!!

জোসনা রাতে বাগানের চেয়ারটায় দেখতে গিয়েছিলাম।
নাহ, মা নেই সেখানে!
এক দৌড়ে ঘরের বারান্দায় এসে দেখি, যে চৌকিতে বসে মা কুরআন পড়তেন, মা নেই সেখানে!
ঘরে এসে ঘরের কোণের শীতল পাটিটা আজও বিছানো; কিন্তু মা নেই সেখানে!

আমার মা আর কোথাও নেই রে! আমি তো আর মাকে
দেখতে পাব না। মা! মা! মা গো, মা!
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছাগীরা!!!

সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩

শিশুদের জীবনটা গড়তে পড়াই বাজার করতে নারি তিন বেলা খাই! হে আমার সরকার একটু দেখো মাজলুম খাতাতে আমারে লেখো! দিব কি তাদেরে বাকী আর কি? নিজেই বাঁচতে আজি খাদ্য খুঁজি! পুরাটা উজার করি শিশুরা আমার মৃত্যু ক্ষুধা থাকে প্রাণ যার যার। আমরণ মাস্টার না হোক দাবী কুলায় শরীর যদি গড়ার চাবী!

শিশুদের জীবনটা
গড়তে পড়াই
বাজার করতে নারি
তিন বেলা খাই!
হে আমার সরকার
একটু দেখো
মাজলুম খাতাতে
আমারে লেখো!
দিব কি তাদেরে
বাকী আর কি?
নিজেই বাঁচতে আজি
খাদ্য খুঁজি!
পুরাটা উজার করি
শিশুরা আমার
মৃত্যু ক্ষুধা থাকে
প্রাণ যার যার।
আমরণ মাস্টার
না হোক দাবী
কুলায় শরীর যদি
গড়ার চাবী!

এই বার আবার নৌকায় ভোট দিমু। পাঁচ বছর আগে থেকে আওয়ামী সরকার কইতাছে আপনাদের বেতন বাড়ামু আলাদা বেতন কাঠামো করমু প্রাইমারী শিক্ষকদের সম্মান সবার উপরে দিমু! ১০ এবং ১১ গ্রেডে বেতন দেয়ার দাবীটাও বহুদিন ধরে হ্যাং হইয়া আছে। এক মেয়াদ গেল। আরেক মেয়াদ চলতাছে। আমাদের মনের আশা পূর্ণ হবে আগামী মেয়াদে। এইবার কঠিনভাবে তারা হাছা কথা কইতাছে। এইবার আর বক্কর চক্কর করত না। তাই অন্য যে কোন দল নির্বাচনে না যাক, আওয়ামীলীগ তো নৌকা নিয়া দাঁড়াইতাছে! নৌকায় একটা ভোট দিয়া দিমু। হাছা কথার ভাত নাই..

এই বার আবার নৌকায় ভোট দিমু। পাঁচ বছর আগে থেকে আওয়ামী সরকার কইতাছে আপনাদের বেতন বাড়ামু আলাদা বেতন কাঠামো করমু প্রাইমারী শিক্ষকদের সম্মান সবার উপরে দিমু! ১০ এবং ১১ গ্রেডে বেতন দেয়ার দাবীটাও বহুদিন ধরে হ্যাং হইয়া আছে। এক মেয়াদ গেল। আরেক মেয়াদ চলতাছে। আমাদের মনের আশা পূর্ণ হবে আগামী মেয়াদে। এইবার কঠিনভাবে তারা হাছা কথা কইতাছে। এইবার আর বক্কর চক্কর করত না। তাই অন্য যে কোন দল নির্বাচনে না যাক, আওয়ামীলীগ তো নৌকা নিয়া দাঁড়াইতাছে! নৌকায় একটা ভোট দিয়া দিমু।

হাছা কথার ভাত নাই..

ধরে নিলাম নৌকা ছাড়া নির্বাচনের সাগর পাড় হওয়া যাইব না। দেশের স্থল পথের রাস্তার যা অবস্থা তাতে তো নৌকা ছাড়া উপায় দেখি না। কিন্তু বিরোধীদের আন্দোলনের বন্যা চলতাছে। সামনে শুনতাছি অবরোধের নার্গিস আইতাছে! সম্ভতঃ সতর্ক সংকেত ১০। এমন ক্ষণে নৌকা লইয়া পানিতে নামাটা কি আমার ঠিক হইব? মহা ভাবনায় পড়লাম। বাঁচবার হাল ধরি কেমনে, নৌকার পালই তো ধরতে সাহস লাগে না। ব্যাপারটা আগে দাড়িপাল্লা দিয়া মাইপ্পা লই। আগে অন্ততঃ ধান খাইয়া বাঁচি। বাঁইচ্চা থাকলে আরো কত চিন্তা করা যাবে!

ধরে নিলাম নৌকা ছাড়া নির্বাচনের সাগর পাড় হওয়া যাইব না। দেশের স্থল পথের রাস্তার যা অবস্থা তাতে তো নৌকা ছাড়া উপায় দেখি না। কিন্তু বিরোধীদের আন্দোলনের বন্যা চলতাছে। সামনে শুনতাছি অবরোধের নার্গিস আইতাছে! সম্ভতঃ সতর্ক সংকেত ১০। এমন ক্ষণে নৌকা লইয়া পানিতে নামাটা কি আমার ঠিক হইব? মহা ভাবনায় পড়লাম। বাঁচবার হাল ধরি কেমনে, নৌকার পালই তো ধরতে সাহস লাগে না।

ব্যাপারটা আগে দাড়িপাল্লা দিয়া মাইপ্পা লই। আগে অন্ততঃ ধান খাইয়া বাঁচি। বাঁইচ্চা থাকলে আরো কত চিন্তা করা যাবে!

তারেক যদি খালাস পেল সেটাও দূর্নীতির দেশে এলে জেলে যাবে সেটা কি নয় ভীতির? ফাঁসির রায়ের ভীরে তারেক খালাস দেশে এলে টের পাবে কোথাকার বাঁশ!

তারেক যদি খালাস পেল
সেটাও দূর্নীতির
দেশে এলে জেলে যাবে
সেটা কি নয় ভীতির?
ফাঁসির রায়ের ভীরে
তারেক খালাস
দেশে এলে টের পাবে
কোথাকার বাঁশ!

ঘুম আসছে আসুক ঘুম যাব না ভাল বাসছে বাসুক লাভ খাব না। কাছে টানছে টানুক দাম নিব না প্রিয় মানছে মানুক দুখ দিব না। কাছে ডাকছে ডাকুক আমিও রাজি খাব আঁকছে আঁকুক শুরুটা আজি।

ঘুম আসছে আসুক
ঘুম যাব না
ভাল বাসছে বাসুক
লাভ খাব না।
কাছে টানছে টানুক
দাম নিব না
প্রিয় মানছে মানুক
দুখ দিব না।
কাছে ডাকছে ডাকুক
আমিও রাজি
খাব আঁকছে আঁকুক
শুরুটা আজি।

সকালের সূর্যটা উঠি উঠি ভাব হিম হিম গা আমার শীতের স্বভাব।

সকালের সূর্যটা
উঠি উঠি ভাব
হিম হিম গা আমার
শীতের স্বভাব।
ইদানিং সূর্যটা
কমে দিল তাপ
শেষ রাতে ভোগেছি
লেপের অভাব।
৫ হাত ৬ হাত
বিশাল আকার
নতুন লেপটা লাগে
আড়াই হাজার।
সন্ধ্যায় ডুব দেই
কি যে আরাম!
ভুলে গেছি সরকার
করে রাম রাম।
কখন আঁধার গেল
ফুটল আলো?
ঘুঁচতে দেশের কালো
তেষ্টা জ্বালো!

এরশাদ একটা ফটকাবাজ কখন কি যে কয় ছোট-বড় সবাই জানে কি তার পরিচয়!

এরশাদ একটা ফটকাবাজ
কখন কি যে কয়
ছোট-বড় সবাই জানে
কি তার পরিচয়!
কখন কাকে ভালবাসে
কখন মোলাকাত
ক্ষণে পতিতাদের সাথে
মিলায় নীতি হাত।
এই বেটা সেই বেটা
স্বৈরাচারী জোশ
কুরআন পুরে মানুষ মরে
তলে তলে খোঁশ।
ক্ষণে চাটে বুবুর তলে
ক্ষণে তেঁতুলায়
এই হালারা বাংলাদেশটাই
চেটেচুটে খায়!
জ্ঞানী গুণী সবাই বুঝে
কুকুর কি যে খায়
বিবেকই নাই, তবে তারে
মানুষ বলা যায়?

শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

আমার দেশের জনগণরে খুন করল কে? ঐ খুনিরে এখনই ধরে ভারত পাঠায় দে... আমার বোনের বোরকা কাড়ল কে? ঐ লম্পট আওয়ামীলীগার কুত্তা পিটানী দে... রাস্তা ঠিক না কইরা চুরি করল কে? কালা বিলাই হলুদ কুত্তা গণধোলাই দে... প্রশাসনরে নিজের জন্য ব্যবহার করছে কে? তাদের একটা একটা ধরে পাড়ামাটি দে...

আমার দেশের জনগণরে খুন করল কে?
ঐ খুনিরে এখনই ধরে
ভারত পাঠায় দে...

আমার বোনের বোরকা কাড়ল কে?
ঐ লম্পট আওয়ামীলীগার
কুত্তা পিটানী দে...

রাস্তা ঠিক না কইরা চুরি করল কে?
কালা বিলাই হলুদ কুত্তা
গণধোলাই দে...

প্রশাসনরে নিজের জন্য ব্যবহার করছে কে?
তাদের একটা একটা ধরে
পাড়ামাটি দে...

আমি একটা যোয়ান পোলা। অথচ পাঁচ কিমি পথ আসতেই কোমড় আমার নড়চড়ে উঠল। যদি কিছু হয় তাহলে কি সরকার আমার সামনের জীবন পরিচালনার ভার নিবে? নয়তো এই রাস্তাগুলো ঠিক করে না কেন? আমি জানতে চাই! আমার মত আরো সব নাগরিক জানতে চায়! জানতে চাই, গত পাঁচ বছরে কি কামটা করা হয়েছিল মানুষ খুন ছাড়া, আর জামাত শিবির ইসলাম মুসলিমের বিরোধীতা ছাড়া? কত ক্ষতিই না হয়ে গেল এই কয় দিনে! তারপরও আবার ক্ষমতায় আসতে মন চায়? শরম কি একটু আছে? আমার তো অবাক লাগে এত বেহায়া মানুষ কি করে হয়!

আমি একটা যোয়ান পোলা। অথচ পাঁচ কিমি পথ আসতেই কোমড় আমার নড়চড়ে উঠল। যদি কিছু হয় তাহলে কি সরকার আমার সামনের জীবন পরিচালনার ভার নিবে? নয়তো এই রাস্তাগুলো ঠিক করে না কেন?

আমি জানতে চাই! আমার মত আরো সব নাগরিক জানতে চায়!

জানতে চাই, গত পাঁচ বছরে কি কামটা করা হয়েছিল মানুষ খুন ছাড়া, আর জামাত শিবির ইসলাম মুসলিমের বিরোধীতা ছাড়া? কত ক্ষতিই না হয়ে গেল এই কয় দিনে! তারপরও আবার ক্ষমতায় আসতে মন চায়? শরম কি একটু আছে? আমার তো অবাক লাগে এত বেহায়া মানুষ কি করে হয়!

হরতালের কারণে আমার জেএসসি পরীক্ষা পিছিয়েছে। পরীক্ষা কতই দিতে পারব। কিন্তু দেশ একবার হাত ছাড়া হয়ে গেলে আর পাব না... তাই পরীক্ষার চিন্তা করি না। আগে দেশ বাঁচুক; তার পর পরীক্ষা দিব। বড় শান্তিতে পরীক্ষা দিব। আল্লাহ যেন আমাদের দেশ থেকে অশান্তি দূর করে দেন। আমিন...

হরতালের কারণে আমার জেএসসি পরীক্ষা পিছিয়েছে।
পরীক্ষা কতই দিতে পারব। কিন্তু দেশ একবার হাত ছাড়া হয়ে গেলে আর পাব না...

তাই পরীক্ষার চিন্তা করি না। আগে দেশ বাঁচুক; তার পর পরীক্ষা দিব।
বড় শান্তিতে পরীক্ষা দিব। আল্লাহ যেন আমাদের দেশ থেকে অশান্তি দূর করে দেন।
আমিন...

আমেরিকান রাডার দিয়ে যাদের চরিত্রে খুঁদ পাওয়া যায় নি, চল্লিশ বছর পর এসে তাদের চরিত্র নষ্ট করানোর চেষ্টা করে তারপর তাদের বিচার করা হচ্ছে। কিন্তু যারা চোখের সামনেই এমন কান্ড চার বছর ধরে করেই চলেছে, এমন নষ্ট সোনার চরিত্রে গড়া পিচ্ছিলীগ, যুবকলীগ, ধর্শকলীগেদের বিরুদ্ধে জ্যান্ত বিচার করার শক্তি কি প্রধান মন্ত্রীর নেই? আর থাকবেই বা কিভাবে? উনার কথার ধরন, আর সত্যতা কি আপনারা বাজারে বিকিকিনি হবে??? দেখেন তো প্রধানমন্ত্রী এসব কি কয়!!!! আমার তো আর শরমে আর দেশে থাকতে পারতাছি না।

আমেরিকান রাডার দিয়ে যাদের চরিত্রে খুঁদ পাওয়া যায় নি, চল্লিশ বছর পর এসে তাদের চরিত্র নষ্ট করানোর চেষ্টা করে তারপর তাদের বিচার করা হচ্ছে। কিন্তু যারা চোখের সামনেই এমন কান্ড চার বছর ধরে করেই চলেছে, এমন নষ্ট সোনার চরিত্রে গড়া পিচ্ছিলীগ, যুবকলীগ, ধর্শকলীগেদের বিরুদ্ধে জ্যান্ত বিচার করার শক্তি কি প্রধান মন্ত্রীর নেই? আর থাকবেই বা কিভাবে? উনার কথার ধরন, আর সত্যতা কি আপনারা বাজারে বিকিকিনি হবে??? দেখেন তো প্রধানমন্ত্রী এসব কি কয়!!!! আমার তো আর শরমে আর দেশে থাকতে পারতাছি না।

আমার মন ভাল না; সরকারই জুলুম করে দেখে দেখে বিরোধী নেতাদের জেলের মধ্যে ভরে। আমার মন ভাল না; সরকারই মিথ্যা বলে বেড়ায় যদি ক্ষেত খায় আমার তাইলে কি আর চলে? আমার মন ভাল না; সরকারই বন্দুক ছোড়ে জনগণ আমি ভালবাসা চায় না, ভোট ছাড়া পাস জোরে। আমার মন ভাল না; সরকারই সিং কাটে আশায় আছি, আল্লাহ একদিন ফেলবে তারে বাটে...!

আমার মন ভাল না; সরকারই জুলুম করে
দেখে দেখে বিরোধী নেতাদের জেলের মধ্যে ভরে।
আমার মন ভাল না; সরকারই মিথ্যা বলে
বেড়ায় যদি ক্ষেত খায় আমার তাইলে কি আর চলে?
আমার মন ভাল না; সরকারই বন্দুক ছোড়ে
জনগণ আমি ভালবাসা চায় না, ভোট ছাড়া পাস জোরে।
আমার মন ভাল না; সরকারই সিং কাটে
আশায় আছি, আল্লাহ একদিন ফেলবে তারে বাটে...!

মাস্টার আমি মাস্টার পড়ানোই কাজ যার! পড়াইতে পড়াইতে প্রাণটা জুড়াই ক্ষুধার জ্বালা খাক; নামটা কুড়াই! মাস্টার আমি মাস্টার ইজ্জতই ধন আমার দাবীতে নাই সরকারী মন। চাহিদা কিসের তবে ছোটদের স্যার সচিবেরা ছিল কবে ছোট আবার?

মাস্টার আমি মাস্টার
পড়ানোই কাজ যার!
পড়াইতে পড়াইতে
প্রাণটা জুড়াই
ক্ষুধার জ্বালা খাক;
নামটা কুড়াই!
মাস্টার আমি মাস্টার
ইজ্জতই ধন
আমার দাবীতে নাই
সরকারী মন।
চাহিদা কিসের তবে
ছোটদের স্যার
সচিবেরা ছিল কবে
ছোট আবার?

পেয়াজ নিয়া ঘরে বহুত গন্ডগোল। আর মিঠাঁই নিয়ে কাপঝাপ আর নাই। তেলের অভাবে কড়াইটা প্রায় পুড়ে গেছে। কি করি বলুন তো? সোনার গহনা কত দিন হল হাতাই না! ইলিশ ভাঁজার গন্ধ নাকে লাগে না বলে আমার ঠান্ডা লেগেই থাকে..

পেয়াজ নিয়া ঘরে বহুত গন্ডগোল। আর মিঠাঁই নিয়ে কাপঝাপ আর নাই। তেলের অভাবে কড়াইটা প্রায় পুড়ে গেছে। কি করি বলুন তো? সোনার গহনা কত দিন হল হাতাই না! ইলিশ ভাঁজার গন্ধ নাকে লাগে না বলে আমার ঠান্ডা লেগেই থাকে..

ভোট দিবে না জনগণ বুক ধরফর ইদানিং শুনেছি হাসিনার গায়ে এল জ্বর। কত আর নিরাপত্তা নিব চোখে নাই ঘুম মগজটা উথলায় যদি ফোটে ধাম ধুম। শান্তি? না, অশান্তি চাই ১৪তে জোট নির্বাচনের খবর নাই নৌকায় ভোট! বিরোধীরা সবাই মরুক বাহিনীরা মার! মার মার মার!!! নিরাপত্তা আমারে দে ক্ষমতা আবার!

ভোট দিবে না জনগণ
বুক ধরফর
ইদানিং শুনেছি হাসিনার
গায়ে এল জ্বর।
কত আর নিরাপত্তা নিব
চোখে নাই ঘুম
মগজটা উথলায় যদি
ফোটে ধাম ধুম।
শান্তি? না, অশান্তি চাই
১৪তে জোট
নির্বাচনের খবর নাই
নৌকায় ভোট!
বিরোধীরা সবাই মরুক
বাহিনীরা মার!
মার মার মার!!!
নিরাপত্তা আমারে দে
ক্ষমতা আবার!

হাসিনা তোর মরণ এলে কাঁদবে কে তা শুনি কি লাভ হল দেশ জুড়িয়া লীগের বীজ তো বুনি? তোর দলে কে আছে শুনি কুরআন পড়তে জানে নবীর পথে পথ চলিবে আল্লাহ রাসুল মানে? তোর বাবারও জানাজাটা নসিব হয়নি মোটে তুইও কভু জয় পাবি না গণতন্ত্রী ভোটে!

হাসিনা তোর মরণ এলে
কাঁদবে কে তা শুনি
কি লাভ হল দেশ জুড়িয়া
লীগের বীজ তো বুনি?
তোর দলে কে আছে শুনি
কুরআন পড়তে জানে
নবীর পথে পথ চলিবে
আল্লাহ রাসুল মানে?
তোর বাবারও জানাজাটা
নসিব হয়নি মোটে
তুইও কভু জয় পাবি না
গণতন্ত্রী ভোটে!

প্রধানমন্ত্রীত্ব আমারই খাক আমি তো শান্তি চাই

প্রধানমন্ত্রীত্ব আমারই খাক
আমি তো শান্তি চাই
আমি যা বলি সেটাই সত্য
কোনই ভ্রান্তি নাই!
যেভাবেই হোক ক্ষমতা আমার
ছাড়ব সহজে অত?
দেখি ভোগাভাগী কথা বলেটলে
বিরোধীরা হয়নি নত!
সোনার ছেলেদের দিয়ে
বাহিনী সাজিয়েছি
যতটাই লাগে বাধ্য বানিয়েছি
তালগাছ আমারই রবে;

-আমি বলি, হে রে জালিম
স্বৈরাচার রয়েছে কবে?

মুসলিম বলে স্বপ্নটাও মুসলিম নিয়ে দেখি মুসলিম সদা শান্তিপ্রিয় করে যাই লেখালেখি।

মুসলিম বলে স্বপ্নটাও
মুসলিম নিয়ে দেখি
মুসলিম সদা শান্তিপ্রিয়
করে যাই লেখালেখি।
মুসলিম আমি আকাশের বুকে
কালিমা উড়ে উড়ে
সদাই ভাবি বিজয় নিশান
না জানি কতটা দূরে!
মুসলিম বলে শুভকামনা
করি ভাল চাই সবে
মুসলিম নামে মুসলিম কামে
অপবাদ কেন রবে?
মুসলিম বলে আল্লাহর আইন
গড়তে মনটা জাগে
মরার সময় মরবে তুমি
মুসলিম হইয়ো আগে!

আই লাভ ফেসবুক। আর বন্ধুদের। ফেসবুকে আমি খবর দেখি দেশ কিভাবে চলছে। কি হচ্ছে! ফেসবুককে আমি আমার একটা চাহিদা মনে করি। সারাক্ষণ আমি কেন ফেসবুকে এমন অবান্তর প্রশ্ন মনে আসার সুযোগ নেই। এখন ফজরের নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করে মোবাইলে অনলাইন হলাম। আসসালামু আলাইকুম! কেমন আছেন?

আই লাভ ফেসবুক। আর বন্ধুদের।
ফেসবুকে আমি খবর দেখি দেশ কিভাবে চলছে। কি হচ্ছে!
ফেসবুককে আমি আমার একটা চাহিদা মনে করি।
সারাক্ষণ আমি কেন ফেসবুকে এমন অবান্তর প্রশ্ন মনে আসার সুযোগ নেই।

এখন ফজরের নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করে মোবাইলে অনলাইন হলাম।

আসসালামু আলাইকুম! কেমন আছেন?

মানে হইল আপনিও সুন্দর আমিও সুন্দর। যেহেতু আল্লাহ সুন্দর। আর আপনি আমি তো আল্লাহকেই ভালবাসি। এমনকি আপনার আমার সব কাজ কেবল তাঁর ভালবাসাকে কেন্দ্র করে। এটাই সত্য। আশা করি আমরা জান্নাত পাব। আমিন!

মানে হইল আপনিও সুন্দর আমিও সুন্দর। যেহেতু আল্লাহ সুন্দর। আর আপনি আমি তো আল্লাহকেই ভালবাসি। এমনকি আপনার আমার সব কাজ কেবল তাঁর ভালবাসাকে কেন্দ্র করে। এটাই সত্য। আশা করি আমরা জান্নাত পাব। আমিন!

আমি আর আপনি গাঁয়ের মানুষ। কি আর করা! শহরের মানুষের দাম অনেক বেশি। অনেক দিন ধরে চ্যাট করছি। অথচ বন্ধু লিষ্টে নাই।

আমি আর আপনি গাঁয়ের মানুষ। কি আর করা! শহরের মানুষের দাম অনেক বেশি।
অনেক দিন ধরে চ্যাট করছি। অথচ বন্ধু লিষ্টে নাই।

-ফেসবুকেই তো, আমি আপনাকে বন্ধু লিস্টে রাখতে চাই!-
-আমি আননৌন কাউকে বন্ধু করি না।

আমি বুঝলাম না, এত দিন পরে আননৌন থাকলাম কেমনে?
ঠিক আছে, আমি সারাজীবনই আননৌন থাকতে চাই। পরিচয় হওয়ার চেয়ে

(আননৌন থাকা অনেক ভাল। একেবারে অনর্থকই তার কাছে
আমার হাজার হাজার বন্ধু লিস্টে রেখেছি। আসলে সামাজিক যোগাযোগ ফেসবুক
সবার জন্য সামাজিক না। কারো কারো জন্য পারিবারিক বটে)

ইনু তো এখনও বহুত পডর পডর করতাছে। বাংলাদেশে কিন্তু ডিসেম্বরেও কালবৈশাখী ঝড় হয়! আমি বুঝি না এই ইনু কোন মুখে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে চাইবে?

ইনু তো এখনও বহুত পডর পডর করতাছে।
বাংলাদেশে কিন্তু ডিসেম্বরেও কালবৈশাখী ঝড় হয়!
আমি বুঝি না এই ইনু কোন মুখে
আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে চাইবে?

যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামায়াতে আদায় করে নিয়মিত কুরআন-হাদীস অধ্যয়ন করা হয় তাহলে তো পুরাই শিবির-জামায়াত! আসুন আমরা কুরআনের বন্ধু হই! আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি। আর বলি আমার জীবন আমার মরণ সব এক আল্লাহর জন্য নিবেদিত! আমিন!

যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামায়াতে আদায় করে নিয়মিত কুরআন-হাদীস অধ্যয়ন করা হয় তাহলে তো পুরাই শিবির-জামায়াত!

আসুন আমরা কুরআনের বন্ধু হই! আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি। আর বলি আমার জীবন আমার মরণ সব এক আল্লাহর জন্য নিবেদিত! আমিন!

সীকাকুন্ডে এখন র‍্যাব, পুলিশ আর বিজিবি একসাথে সকলে মিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে শিবির তাদেরে শুধু ধমকি দিলে আশা করি শিবিরের সাথে আল্লাহর ফেরেস্তা বদরের মত অবিকল আছে আর শিবিরই জিতবে মুসলিম বীরের মত! আমরা তো জেহাদের ময়দানে নেই শুধু দোয়া করি হে আল্লাহ, যে যেখানে যেভাবে জেহাদ করছে সাহায্য করো তাদেরে বিজয়ী ধরি...

সীকাকুন্ডে এখন র‍্যাব, পুলিশ আর বিজিবি একসাথে সকলে মিলে
নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে শিবির তাদেরে শুধু ধমকি দিলে
আশা করি শিবিরের সাথে আল্লাহর ফেরেস্তা বদরের মত
অবিকল আছে আর শিবিরই জিতবে মুসলিম বীরের মত!
আমরা তো জেহাদের ময়দানে নেই শুধু দোয়া করি
হে আল্লাহ, যে যেখানে যেভাবে জেহাদ করছে সাহায্য করো তাদেরে বিজয়ী ধরি...

আপনি টিচার কেন?

আপনি টিচার কেন?
প্রশ্নটা আমি পাব এমনটা চিন্তা করিনি। তবে আমার দ্বারা অন্ততঃ আমার স্কুলের শিশুরা আমার মত আদর্শে অনেকটা বড় হবে এমনটা আমি আশা করি।

০ আমি আমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ও আস্থা রাখি। শিশুরাও তার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ও আস্থা রাখতে শিখবে। কখনো তাঁর সাথে বেয়াদবী করবে না।
০ আমি মিথ্যা বলি না; শিশুরাও আমার থেকে মিথ্যা আর মিথ্যাবাদীকে ঘৃণা করতে শিখবে।
০ আমি কাউকে ইচ্ছা করে কষ্ট দেই না; শিশুরাই আমার থেকে কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকতে এবং যারা ভালবাসা দেয় তাদেরকে ভালবাসতে শিখবে।
০ আমি মানুষকে ধার দিতে চেষ্টা করি যাতে তার বিপদের সময় উপকারে আসে। শিশুরাই আমার থেকে অভাবগ্রস্থকে উপকার করতে শিখবে।
০ আমি আমার সারা দিন-রাত একটা নিমমানুবর্তীতার উপর চালিত করি। শিশুরাও আমার থেকে নিজেদেরকে নিয়মের মধ্যে চালিত করতে শিখবে।
০ ........ইত্যাদি।

 আমি অন্য চাকরীর চেয়ে একজন শিক্ষক হিসেবে আমি নিজে গর্ববোধ করি। তবে প্রাইমারী/হাইস্কুল/কলেজ যেটাই হোক। ট্রাই করব হাই স্কুলের জন্য। আমি ছোট বলে কলেজে যাওয়ার নিয়ত নাই। আমার চাকরী আমার ইচ্ছা আমার মন এখানেই..

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

হরতালেও ইস্কুল আমরা বন্ধ করি না আমরা নাকি ঐ হরতালের আওতায় পড়ি না! গ্রাম/শহুরে শিক্ষকেরা কিভাবে এক হয় গায়ের শিক্ষক আছি তাইতো বেতনও কম হয়। হরতাল দূরে থাক বন্ধেও যাই নৈমিত্তিক ছুটিও না ঠিকঠাক পাই! আজকেও রেডি আছি ইস্কুলে যাব হৃদয় প্রাণটা ভরে শিশুরে পড়াব!

হরতালেও ইস্কুল আমরা বন্ধ করি না
আমরা নাকি ঐ হরতালের আওতায় পড়ি না!
গ্রাম/শহুরে শিক্ষকেরা কিভাবে এক হয়
গায়ের শিক্ষক আছি তাইতো বেতনও কম হয়।
হরতাল দূরে থাক বন্ধেও যাই
নৈমিত্তিক ছুটিও না ঠিকঠাক পাই!
আজকেও রেডি আছি ইস্কুলে যাব
হৃদয় প্রাণটা ভরে শিশুরে পড়াব!

আমার দেশের জনগণরে খুন করল কে? ঐ খুনিরে এখনই ধরে ভারত পাঠায় দে...

আমার দেশের জনগণরে খুন করল কে?
ঐ খুনিরে এখনই ধরে
ভারত পাঠায় দে...

আমার বোনের বোরকা কাড়ল কে?
ঐ লম্পট আওয়ামীলীগার
কুত্তা পিটানী দে...

রাস্তা ঠিক না কইরা চুরি করল কে?
কালা বিলাই হলুদ কুত্তা
গণধোলাই দে...

প্রশাসনরে নিজের জন্য ব্যবহার করছে কে?
তাদের একটা একটা ধরে
পাড়ামাটি দে...

একটু দাঁড়ান! দোকানের সামনে দিয়া জামায়াতের মিছিল যাচ্ছে... আমি নারায়ে তাকবীরের সাথে কয়েকবার আল্লাহু আকবার বলে আল্লাহর নামের বড়ত্ব প্রকাশ করে আসি! হুংকার দিয়ে আসি জালিমদেরে...

একটু দাঁড়ান!
দোকানের সামনে দিয়া জামায়াতের মিছিল যাচ্ছে...
আমি নারায়ে তাকবীরের সাথে কয়েকবার আল্লাহু আকবার বলে
আল্লাহর নামের বড়ত্ব প্রকাশ করে আসি! হুংকার দিয়ে আসি জালিমদেরে...

ফেসবুকিং বড় না; বড় আমার আল্লাহ!
আল্লাহর জন্য আমি একটু মিছিল দিব কেন? আমি তো তাঁর জন্য, তাঁর খুশির জন্য
নিজের প্রাণটাও দিতে প্রস্তুত আছি। আল্লাহ যেন কবুল করে নেন। আমিন!

হরতালেও ইস্কুল আমরা বন্ধ করি না আমরা নাকি ঐ হরতালের আওতায় পড়ি না! গ্রাম/শহুরে শিক্ষকেরা কিভাবে এক হয় গায়ের শিক্ষক আছি তাইতো বেতনও কম হয়। হরতাল দূরে থাক বন্ধেও যাই নৈমিত্তিক ছুটিও না ঠিকঠাক পাই! আজকেও রেডি আছি ইস্কুলে যাব হৃদয় প্রাণটা ভরে শিশুরে পড়াব!

হরতালেও ইস্কুল আমরা বন্ধ করি না
আমরা নাকি ঐ হরতালের আওতায় পড়ি না!
গ্রাম/শহুরে শিক্ষকেরা কিভাবে এক হয়
গায়ের শিক্ষক আছি তাইতো বেতনও কম হয়।
হরতাল দূরে থাক বন্ধেও যাই
নৈমিত্তিক ছুটিও না ঠিকঠাক পাই!
আজকেও রেডি আছি ইস্কুলে যাব
হৃদয় প্রাণটা ভরে শিশুরে পড়াব!

ভাল লাগলে তো আগেই বলতাম! বউ ছাড়া খালি ঘরে বসে থাকার চেয়ে সৈরাচারী সরকারে পতনের জন্য রাজ পথে এসে হরতাল পালন করা বড়ই উপকারী কাজ! বেচেলর ভাইয়েরা কেউ ঘরে বসে থাকবেন না! আল্লাহ হয়তো অচিরেই আপনার বিয়ের ব্যবস্থা করবেন। দুনিয়াতে বউয়ের দেখা না পেলেও জান্নাতে ঠিক ই দেখা হয়ে যাবে.. আমিন!

ভাল লাগলে তো আগেই বলতাম!
বউ ছাড়া খালি ঘরে বসে থাকার চেয়ে
সৈরাচারী সরকারে পতনের জন্য
রাজ পথে এসে হরতাল পালন করা
বড়ই উপকারী কাজ!

বেচেলর ভাইয়েরা কেউ ঘরে বসে থাকবেন না!
আল্লাহ হয়তো অচিরেই আপনার বিয়ের ব্যবস্থা করবেন।
দুনিয়াতে বউয়ের দেখা না পেলেও
জান্নাতে ঠিক ই দেখা হয়ে যাবে.. আমিন!

-বেঁচে থাকলে কুত্তালীগার জাতির জনক বঙ্গবন্ধু সাংবাদিকতা করতেন -ক্রীকেটে ছক্কা হাঁকায়া ২৩৩ রান করতেন আর গীনিচ বুকে নিজের নামটা নিজের হাতেই লেখতেন -পদ্মাসেতু উদ্বোধন কইরা আসমানে স্থাপন করতেন -রাস্তাঘাট সোনা দিয়া বান্ধায়া দিতেন -সমস্ত খ্রিষ্টান আর হিন্দুদের বিয়া করে উপকার সাধিত করতেন -আর এতটা দিন যদি বেঁচেই থাকতে পারতেন, তবে এখন নিজের হাতে সব আলেমদেরে মেরে শেষ করা চেষ্টা করতেন বৈকি...!

-বেঁচে থাকলে কুত্তালীগার জাতির জনক বঙ্গবন্ধু সাংবাদিকতা করতেন
-ক্রীকেটে ছক্কা হাঁকায়া ২৩৩ রান করতেন আর গীনিচ বুকে নিজের নামটা নিজের হাতেই লেখতেন
-পদ্মাসেতু উদ্বোধন কইরা আসমানে স্থাপন করতেন
-রাস্তাঘাট সোনা দিয়া বান্ধায়া দিতেন
-সমস্ত খ্রিষ্টান আর হিন্দুদের বিয়া করে উপকার সাধিত করতেন
-আর এতটা দিন যদি বেঁচেই থাকতে পারতেন, তবে এখন নিজের হাতে সব আলেমদেরে মেরে শেষ করা চেষ্টা করতেন বৈকি...!

আমি যখন ছাত্র ছিলাম ছাত্রশিবির করি তখনও আমি নামাজ পড়ি কুরআন হাদিস পড়ি! আজও আমি আমার মত আহবান সবে করি তোমরাও এসো আল্লাহর পথে আল্লাহর পথেই মরি..

আমি যখন ছাত্র ছিলাম
ছাত্রশিবির করি
তখনও আমি নামাজ পড়ি
কুরআন হাদিস পড়ি!
আজও আমি আমার মত
আহবান সবে করি
তোমরাও এসো আল্লাহর পথে
আল্লাহর পথেই মরি..

জানার জন্য এক পা বাড়াই হরতাল চলছে বেশ! বাইকটা রেখে বেরিয়েছি চাই হরতাল পরিশেষ! হরতাল আমার হরতাল তোমার সবার বাংলাদেশ এ দেশ নিয়ে ছিনিমিনি খেলায় দিও না করতে শেষ!

জানার জন্য এক পা বাড়াই
হরতাল চলছে বেশ!
বাইকটা রেখে বেরিয়েছি চাই
হরতাল পরিশেষ!
হরতাল আমার হরতাল তোমার
সবার বাংলাদেশ
এ দেশ নিয়ে ছিনিমিনি খেলায়
দিও না করতে শেষ!

সরকার আমায় যে নিরাপত্তা দিল; মন চায় একটু চুমাই!

আমি তো মেলা সুখে আছি
দিন রাত শুধু ঘুমাই
সরকার আমায় যে নিরাপত্তা দিল;
মন চায় একটু চুমাই!
রাস্তা ঘাট আর গ্রাম শহরে
খুনি লম্পট কেউ নাই
ভাল মানুষগুলো সব জেলে ভরা
ভাইয়ের ভালবাসা পেতে কই যাই?
বোনের ইজ্জত দূরেই থাকুক
আমার কথা বলি আমি
শরীরটা যায় যাক যেভাবেই
দাড়ি টুপিটাও কি কম দামী?
কতটুকু সুখ দিয়েছে আসলে
মুসলিম নামী এ সরকার
আবার আবার বিরক্তিকর সুখ
কতটুকু আর দরকার???

রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

জামায়াত মানে ইসলামের পক্ষের সৈন্য। জামায়াত বাদ দিয়ে হাসিনা কেন কোন ফেরাউনও কোনদিন পৃথিবীতে টিকতে পারে না। আমি আশা করি খুব শীঘ্রই আল্লাহ এই আওয়ামী জালিমকে সমূলে নিস্তেজ করে দিবেন। আমিন!

জামায়াত মানে ইসলামের পক্ষের সৈন্য।
জামায়াত বাদ দিয়ে হাসিনা কেন কোন
ফেরাউনও কোনদিন পৃথিবীতে টিকতে
পারে না।

আমি আশা করি খুব শীঘ্রই আল্লাহ এই
আওয়ামী জালিমকে সমূলে নিস্তেজ করে
দিবেন। আমিন!

যে আওয়ামীলীগ সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে দিতে পারল, আপনারা মনে করেন তাদের এই আচরণে আল্লাহ আওয়ামীলীগের উপর খুশি হয়ে তাদেরকে আবার এই বাংলার ক্ষমতায় আনবেন? -এই আওয়ামীলীগ বাংলার ষোল কোটি মানুষের দ্বারা অভিশপ্ত। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তারা সত্য মিথ্যা বুঝে না। আর কোন দিন আওয়ামীলীগ সত্যের দিকে ফিরেও আসবে না। সুতরাং আপনিও এই জালিম আওয়ামীলীগকে জাহান্নামের আস্তাকুরে নিক্ষেপ করতে করতে শাহাদাতের অমীয় সুধা পানের ইচ্ছা পোষণ করুন। আল্লাহ চাহে তো, আমরা সবাই বাংলাকে ইসলামের শত্রুমুক্ত করতে পারব। আর জান্নাতে একত্রে মিলিত হয়ে আল্লাহর দিদার লাভ করতে পারব। আমিন!

যে আওয়ামীলীগ সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে দিতে পারল, আপনারা মনে করেন তাদের এই আচরণে আল্লাহ আওয়ামীলীগের উপর খুশি হয়ে তাদেরকে আবার এই বাংলার ক্ষমতায় আনবেন?

-এই আওয়ামীলীগ বাংলার ষোল কোটি মানুষের দ্বারা অভিশপ্ত। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তারা সত্য মিথ্যা বুঝে না। আর কোন দিন আওয়ামীলীগ সত্যের দিকে ফিরেও আসবে না। সুতরাং আপনিও এই জালিম আওয়ামীলীগকে জাহান্নামের আস্তাকুরে নিক্ষেপ করতে করতে শাহাদাতের অমীয় সুধা পানের ইচ্ছা পোষণ করুন। আল্লাহ চাহে তো, আমরা সবাই বাংলাকে ইসলামের শত্রুমুক্ত করতে পারব। আর জান্নাতে একত্রে মিলিত হয়ে আল্লাহর দিদার লাভ করতে পারব। আমিন!

ভালবাসি কারে? -এই আওয়ামী বাকশালীরা জুলুম করছে যারে!

ভালবাসি কারে?
-এই আওয়ামী বাকশালীরা
জুলুম করছে যারে!
বন্ধু ভাবি কারে?
-আল্লাহ ও আল্লাহর রাসূল
বন্ধু বলে যারে!
শত্রু জানি কারে?
-মিথ্যা মরে নৌকা ডুবে
ফলবে হাড়ে হাড়ে!

তোমারে ২০% মহার্ঘ ভাতা দিয়েছি না?? দিয়েছি; আর কিন্তু রাজপথে আসা যাবে না! আসলে কিন্তু তোমারে আর ভালবাসব না। তখন কিন্তু আমার পুলিশ বাহিনী তোমারে দেখে আংগুল চুষবে না। মনে রেখো পোলাপানের স্যার এই কথাটা...!

এই তো আর কয়টা দিন!
তোমার ইজ্জত বাড়াব!
না খেয়ে কম খেয়ে আর
থাকতেই না হবে গ!

-কি করবেন শুনি?

১. তোমারে পে স্কেল দিব
২. তোমার জন্য আলাদা পে কমিশন করব
৩. স্কুলের সময় কমিয়ে আনব
৪. স্কুলে টিফিনের সময় তোমারে ফিডার খাওয়াব
৫. তোমাকে স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম দিয়ে রাঙাব
৬. শিশুদের দিয়ে তোমারে সালাম দেওয়ার ব্যবস্থা করব
৭. তোমারে ২০% মহার্ঘ ভাতা দিয়েছি না?? দিয়েছি; আর কিন্তু রাজপথে আসা যাবে না! আসলে কিন্তু তোমারে আর ভালবাসব না। তখন কিন্তু আমার পুলিশ বাহিনী তোমারে দেখে আংগুল চুষবে না। মনে রেখো পোলাপানের স্যার এই কথাটা...!

অনেক বছর ধরে যারা বাকশালের বাবারে, আর বাকশালের মাইয়ারে ভাল বাসতে বাসতে ক্লান্ত তারা আজ থেকে আমার একটা কথায় একটু ট্রাই করে দেখতে পারেন; -প্রতিদিন একটা করে আয়াত সরাসরি কুরআন থেকে তিলাওয়াত করবেন এবং আয়াতটির ঠিক অর্থসহ ব্যাখ্যাটাও বুঝে পড়বেন একান্তই জীবন সুন্দর করে সাজানোর জন্য। -আজ থেকে আর কাউকে বিরোধী ভাববেন না। কাউকে ছোট মনে করবেন না। কারো সাথে রেষারেষীও করবেন না। -ছোট বড় সবাইকে সম্মান করতে শুরু করবে। শরীরে যত রাগ আর হিংসা হোক, কোন অবস্থায়ই আলেমকে তো দূরে থাক কোন শিক্ষিত মানুষকেও অসম্মান করবে না। কোন ভাবেই তাদের সাথে বেয়াদবী করা যাবে না। -তোমার শরীরে আজ থেকে শালীন পোষাক পড়বে। এবং কোন বখাটের ধারে কাছেও ঘেঁষবে না... দেখবে তুমিও। আর তোমার সব কিছুতেই তুমি পবিত্রতা টের পাবে। আল্লাহ হয় তো তোমাকে তাঁর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন...

অনেক বছর ধরে যারা বাকশালের বাবারে, আর বাকশালের মাইয়ারে ভাল বাসতে বাসতে ক্লান্ত তারা আজ থেকে আমার একটা কথায় একটু ট্রাই করে দেখতে পারেন;
-প্রতিদিন একটা করে আয়াত সরাসরি কুরআন থেকে তিলাওয়াত করবেন এবং আয়াতটির ঠিক অর্থসহ ব্যাখ্যাটাও বুঝে পড়বেন একান্তই জীবন সুন্দর করে সাজানোর জন্য।
-আজ থেকে আর কাউকে বিরোধী ভাববেন না। কাউকে ছোট মনে করবেন না। কারো সাথে রেষারেষীও করবেন না।
-ছোট বড় সবাইকে সম্মান করতে শুরু করবে। শরীরে যত রাগ আর হিংসা হোক, কোন অবস্থায়ই আলেমকে তো দূরে থাক কোন শিক্ষিত মানুষকেও অসম্মান করবে না। কোন ভাবেই তাদের সাথে বেয়াদবী করা যাবে না।
-তোমার শরীরে আজ থেকে শালীন পোষাক পড়বে। এবং কোন বখাটের ধারে কাছেও ঘেঁষবে না...

দেখবে তুমিও। আর তোমার সব কিছুতেই তুমি পবিত্রতা টের পাবে। আল্লাহ হয় তো তোমাকে তাঁর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন...

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

বিবেকহীন শাসকের দেশতো চলছে!

বিবেকহীন শাসকের দেশতো চলছে!
শত শত খুন করে হৃদয় কি গলছে?
তারপরও নৌকায় ভোট দিও ভাইজান!
আলেমের ফাঁসির দড়ি সবে মিলে দেই টান!
এই টান সেই টান চেচাচ্ছো খুব!
মুমিন মুসলিমেরা এতই বেকুব?

আল্লাহর চেয়ে বেশি কে আর আপন?

রাজনীতি করি না
হালাল কামাই
মিথ্যা বলতে হবে?
তাও টান নাই!
এই নেতা কর্মীরা
চোরই সকল
কুরান হাদীস মানে
তারাই কেবল।
মারতেই পারে না
কোন এক প্রাণ
আল্লাহর পথে তবু
হবে কুরবান।
যেথায় হেথায় তুমি
সময় না দিও
সত্যকে ভালবাসি
দেখো আমিও..
শান্তিকামীদের সাথে
তুমিও আস
সব থেকে এই পথ
বেশি ভালবাস!
মিথ্যার ছড়াছড়ি;
ভেঙ্গে গেছে মন?
আল্লাহর চেয়ে বেশি
কে আর আপন?

যেথায় হেথায় তুমি সময় না দিও

যেথায় হেথায় তুমি
সময় না দিও
সত্যকে ভালবাসি
দেখো আমিও..
শান্তিকামীদের সাথে
তুমিও আস
সব থেকে এই পথ
বেশি ভালবাস!
মিথ্যার ছড়াছড়ি;
ভেঙ্গে গেছে মন?
আল্লাহর চেয়ে বেশি
কে আর আপন?

সবার আগে সালাম দিলে কুশল ভাল হয়

সবার আগে সালাম দিলে
কুশল ভাল হয়
নিরাপদই ভাববে তোমায়
কেটে যাবে ভয়।
আজ থেকে শপথ কর
হাই হেলো বাদ
মুসলিম বড় শান্তি প্রিয়
জব্বর সংবাদ!

এখনই সময়! বিয়ে করে নাও

এখনই সময়!
বিয়ে করে নাও
লাখো লাখো শিবিরের
বীজ বুনে দাও!
শিবির জামাত ছাড়া
কেউ বুঝে না
সংগ্রাম না করিয়া
দ্বীন আসে না।
যখন যা দরকার
করে ফেলো তাই
নিজে না পারি তবে
বাবাকে জানাই!

ফয়সালা দাবী পেয়েই; স্কুল ভালবাসার...

মনের ব্যাথা মনেই থাকে
বুঝল না সরকার
আমাদেরও সংসার আছে
টাকা পয়সা দরকার!
আমরা নাকি কিপটা থাকি
ব্যয়ের হিসাব কড়া
বুঝতে চায় না জীবনের কত
চলছে আজি খরা!
এই বার যদি মানবেই না
দাবী বড় আশার
ফয়সালা দাবী পেয়েই;
স্কুল ভালবাসার...

সুন্দরী নারীরা আমার আগে!

চাকরী করতে যাব?
মহিলা কোটা!
হাজার বছর ধরে হয় নি যেটা।
চাকরী হয় না হয় না
খারাপই মন
আর কবে হবে মনের আশা পূরণ!
আমি কি হতাশ হব
নাকি মূর্ছাই
অলরেডি কম খাই
কম ঘুম যাই!
আমার কি দোষ?
আল্লাহ মহান দিল যার যা লাগে
সুন্দরী নারীরা আমার আগে!

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

আমি ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি -তাতে কার কি?

আমি ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি
-তাতে কার কি?

আমি সৎ আদর্শ চরিত্রবান লোককে ভোট দিতে চাই
-তাকে কার কি?
আমি ইসলামী জিন্দেগী কাটাতে চাই
-তাতে কার কি?
আমি সকাল সন্ধ্যা কুরআন হাদিস অধ্যয়ন করতে চাই
-তাতে কার কি?
আমি প্রতেকটা মুসলিমকে সালাম দিতে চাই
-তাতে কার কি?
আমি অন্যের অধিকার হরণকারীকে ঘৃণা করতে চাই
-তাতে কার কি?
আমি আল্লাহর জন্য কাউকে ভালবাসতে চাই
-তাতে কার কি?

ডরাইছে রে ডরাইছে হাম্বা গরু ডরাইছে রাজপথে না খাড়াইছে ক্ষমতা টাইম বাড়াইছে চুপি চুপি ভাগাইছে শিবির জামাত আগাইছে পুলিশলীগার লাগাইছে আম জনতা জাগাইছে মাজলুমদের রাগাইছে বেন্দা হাতে দাঁড়াইছে সামনে যা পায় মারাইছে...

ডরাইছে রে ডরাইছে
হাম্বা গরু ডরাইছে
রাজপথে না খাড়াইছে
ক্ষমতা টাইম বাড়াইছে
চুপি চুপি ভাগাইছে
শিবির জামাত আগাইছে
পুলিশলীগার লাগাইছে
আম জনতা জাগাইছে
মাজলুমদের রাগাইছে
বেন্দা হাতে দাঁড়াইছে
সামনে যা পায় মারাইছে...

আর মাত্র ২ ঘন্টা পরই ২৫ অক্টোবর! সবাই এই দোয়াটা পড়তে থাকুন, "লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জোয়ালিমীন"। আর রাজপথে নামার প্রস্তুতি নিতে থাকুন। মুখে মুখে আর মনে মনে এই কালিমা জোরে জোরে উচ্চারণ করতে করতে নামবেন "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ!" আর মনে মনে আশ পোষণ করতে থাকবেন, আল্লাহ অচিরেই ইসলামের বিজয় আনবেন। আমিন!

আর মাত্র ২ ঘন্টা পরই ২৫ অক্টোবর! সবাই এই দোয়াটা পড়তে থাকুন, "লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জোয়ালিমীন"। আর রাজপথে নামার প্রস্তুতি নিতে থাকুন। মুখে মুখে আর মনে মনে এই কালিমা জোরে জোরে উচ্চারণ করতে করতে নামবেন "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ!" আর মনে মনে আশ পোষণ করতে থাকবেন, আল্লাহ অচিরেই ইসলামের বিজয় আনবেন। আমিন!

বন্ধু আমার লাইকও আমার যেথায় সত্য বলে কমেন্ট করে জানিয়ে দিব মিথ্যায় নাহি চলে। ভাইও আমার বোনও আমার আল্লাহর জন্যে যদি তুমি কেন বন্ধুও না হয়ে নিরব নিরবধী?

বন্ধু আমার লাইকও আমার
যেথায় সত্য বলে
কমেন্ট করে জানিয়ে দিব
মিথ্যায় নাহি চলে।
ভাইও আমার বোনও আমার
আল্লাহর জন্যে যদি
তুমি কেন বন্ধুও না হয়ে
নিরব নিরবধী?

ভাবতেই চোখে পানি চলে আসছে, আমাদের মাঝে ছেলেরা কেউ বাড়িতে থাকতে পারছে না!

ভাবতেই চোখে পানি চলে আসছে, আমাদের মাঝে ছেলেরা কেউ বাড়িতে থাকতে পারছে না! কেন? আমরা কি অন্যায় করেছি যে সরকারের গ্রেফতারের ভয়ে নিজের বাড়ি ছেড়ে নিজের পরিবার ছেড়ে নিজের সন্তান ছেড়ে নিজের বাবা মা ছেড়ে একাকি যেথায় সেথায় পালিয়ে বেড়িয়ে রাতটা কোন রকমে কাটিয়ে দেই? কিভাবে তারা বাড়িতে পুরুষহীনে চুরি ডাকাতি আর পরিমলদের দেশে নিজেরাই নিরাপদ চিত্তে রাত যাপন করতে পারে? কি করেছিল আমার বুড়া বাবা? তাঁকেও আজ রাত ১টায় ঘর থেকে বেড়িয়ে একটা নির্মাণাধীন নিরিবিলি বিল্ডিংয়ে মশারি আর বিছানা বিহীন একাকি রাত কাটাতে হবে? এগুলো কি জনতার উপর নির্যাতন নয়? এগুলো কি জনতার অধিকার হরণ করা নয়?

-কি বিচার দিব? কাকে বিচার দিব? যে আল্লাহর খুঁশির জন্য ইমান এনেছি মুসলিম হয়েছি নামাজ পড়ি কুরআন পড়ি তাঁর আদেশ মত চলতে চাই, সে আল্লাহর উপরই এই রাত ছেড়ে আসলাম। হে আল্লাহ, আমার সব কিছু তুমিই দেখে রেখো...

মরলে শহীদ বাঁচলে গাজী প্রতিরোধ গড়া চাই!

লগি বৈঠা আবার দেখি
জয়জয়কার জয়
মুমিন তবুও রাজপথেই
আল্লাহু আকবার কয়!
পুরা শহর পুরা দেশই
এদিক ওদিক চায়
কখন কে যে কান্ড করে
টেনশন বয়ে যায়!
আবার পাড়ে যে করেছে
২৮ অক্টোবরে
মুমিন হৃদয় আল্লাহ আল্লাহ
চোখের পানি ঝরে!
খালি হাতে বার বার মরা
ধৈর্যের কিছু নাই
মরলে শহীদ বাঁচলে গাজী
প্রতিরোধ গড়া চাই!

সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

পুরাই ফাঁকা মাঠ কেমনে খেলি? তারপরও সাবধান! দেখেই চলি!!

বৃষ্টির তালে তালে চিন্তা করি
পঁচিশ অক্টোবরে কোন্টা ধরি!
লগি বৈঠার বদলে নিব বৈঠা লগি
নাকি বাঁশের বেন্দায় স্টাইলটা ডগি?
সে যাহাই লই মাইর হবেই হবে
বাকশাল বাংলাদেশে টিকছে কবে?
সেই যে অক্টোবর আবার এল!
নাস্তিক কুকুরেরা কই যে গেল?
পুরাই ফাঁকা মাঠ কেমনে খেলি?
তারপরও সাবধান! দেখেই চলি!!

শরীর কুলালে করতাম আমি মানুষ পোলাপান!

কম কাম কইরা যদি আমি
ভাত খাইব কম
বেতন কমে পড়াতেই পাড়ি
আধা ঘন্টা কম!
আমাদেরে দেখেই সরকার করে
ছিঃ ছিঃ প্রাইমারী মাস্টার!
পোলাপান পড়াতে লাগে আবার
চক বোর্ড ডাস্টার?
দুই চারটা স্কুল হয় তো বা
বিস্কুট টিস্কুট পায়
সারা বাংলা পায় ফুটায়া
নেতারাই খাইয়ালায়।
সব জমিদার এই খান থেকেই
এ বি সি ডি শিখেছে
আজ ঠ্যাংয়ের জোড় হয়েছে
প্রাইমারীদের ফিকেছে!
আহঃ কত যে দুঃখ কোথায়
শিক্ষকের সম্মান
যদি বলি বেতন বাড়াও
রাজপথেই যায় প্রাণ!
সরকার আমায় দেখতে নারি
আমার কিসের টান?
শরীর কুলালে করতাম আমি
মানুষ পোলাপান!

রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

এবার আমি যুদ্ধে যাব ২৫ অক্টোবরে আমি আমার আল্লাহর পথে নাস্তিক নরোবরে। বিজয় হবে বিজয় হবে সেদিন নয়তো দূরে চেয়ে দেখো ঐ কালিমার নিষাণ উড়ে উড়ে!

এবার আমি যুদ্ধে যাব
২৫ অক্টোবরে
আমি আমার আল্লাহর পথে
নাস্তিক নরোবরে।
বিজয় হবে বিজয় হবে
সেদিন নয়তো দূরে
চেয়ে দেখো ঐ কালিমার
নিষাণ উড়ে উড়ে!

আমার দেশের শ্ত্রু ওরে কলিজা গেছে বেড়ে? দেখ না চেয়ে রাজপথে ঐ শিবির আসছে তেড়ে! ভয়ে কি তোর ভীত হৃদয় গায়ে বিধল কাটা? সাথে আসছে ঐ দেখ্ না মহিলারা হাতে ঝাটা!

আমার দেশের শ্ত্রু ওরে
কলিজা গেছে বেড়ে?
দেখ না চেয়ে রাজপথে ঐ
শিবির আসছে তেড়ে!
ভয়ে কি তোর ভীত হৃদয়
গায়ে বিধল কাটা?
সাথে আসছে ঐ দেখ্ না
মহিলারা হাতে ঝাটা!

আয়রে আমার সোনার ছেলের দল লগি বৈঠায় কাজ হবে না; দাদার দেশেই চল...!

আয়রে আমার সোনার ছেলের দল
লগি বৈঠায় কাজ হবে না;
দাদার দেশেই চল...!

কোথায় আছিস কুত্তা লীগার
কোথায় বিলাই চোর?
দৌড়ে পালা দৌড়ে পালা
হওয়ার আগে ভোর...!

আমাদের দাবী বুঝি আর পূরণ হবে না! যেখানে সরকারেরই ভাত নাই নাই অবস্থা সেখানে আমাদের প্রাইমারী পন্ডিতদের কি আর বেতন বাড়ে! সেই গরীব গরীবই থাকতে হবে; আর বুঝি জীবনে বড় লোক হওয়ার স্বাদ জিহ্বায় পাবে না............

আমাদের দাবী বুঝি আর পূরণ হবে না!
যেখানে সরকারেরই ভাত নাই নাই অবস্থা
সেখানে আমাদের প্রাইমারী পন্ডিতদের কি
আর বেতন বাড়ে!

সেই গরীব গরীবই থাকতে হবে;
আর বুঝি জীবনে বড় লোক হওয়ার স্বাদ
জিহ্বায় পাবে না............

...হ্যাঁ ঠিকই বলেছেন, খালেদা জিয়া আজ খুব শক্ত কথা বলেছেন।। এমন শক্ত কথা তো কতই শুনেছি। আমিও তো শুনেছি! এই ধরেন- ০ তুমুল আন্দোলন গড়ে তোলা হবে! ০ হাসিনার পতন করা হবে ০ দেশবাসীকে একত্রিত করা হবে ০ ইত্যাদি!...... -কিন্তু কথাগুলো যতটা শক্ত; মুখ তো ততটা শক্ত না। নয় তো পাঁচ বছর ধরে শিবির জামাত এতটা মাজলুম হত না! কি বলেন, ঠিক না?????

...হ্যাঁ ঠিকই বলেছেন, খালেদা জিয়া আজ খুব শক্ত কথা বলেছেন।।
এমন শক্ত কথা তো কতই শুনেছি। আমিও তো শুনেছি!
এই ধরেন-
০ তুমুল আন্দোলন গড়ে তোলা হবে!
০ হাসিনার পতন করা হবে
০ দেশবাসীকে একত্রিত করা হবে
০ ইত্যাদি!......

-কিন্তু কথাগুলো যতটা শক্ত; মুখ তো ততটা শক্ত না।
নয় তো পাঁচ বছর ধরে শিবির জামাত এতটা মাজলুম হত না!
কি বলেন, ঠিক না?????

আমি তো আশা করে বসে আছি, আগামী এক মাসের মাঝে আবার প্রাণ প্রিয় সাঈদীর সাথে পল্টনে একটা তাফসীর মাহফীলে একত্রিত হব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন...

আমি তো আশা করে বসে আছি, আগামী এক মাসের মাঝে
আবার প্রাণ প্রিয় সাঈদীর সাথে পল্টনে একটা তাফসীর মাহফীলে
একত্রিত হব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে
দান করেন। আমিন...

বাপ মায়ের প্রতি আমার তেমন একটা খেয়াল নেই ভাই বোনের প্রতিও তেমন খেয়াল নেই; কিন্তু জামাত শিবির নিয়া, তাদের উপর অত্যাচার নিয়া রাজনৈতিকভাবে তাদের অবস্থান নিয়া আমার মাথায় এত কিছু খেলে কেন বুঝি না। আমার মনে হয় আল্লাহর ভালবাসা থেকে এমনটা হতে পারে। আল্লাহ আমাদের মুসলিমদের আবার এক ময়দানে কাজ করার তৌফিক দান করুন। আমিন...

বাপ মায়ের প্রতি আমার তেমন একটা খেয়াল নেই
ভাই বোনের প্রতিও তেমন খেয়াল নেই;
কিন্তু জামাত শিবির নিয়া, তাদের উপর অত্যাচার নিয়া
রাজনৈতিকভাবে তাদের অবস্থান নিয়া আমার মাথায়
এত কিছু খেলে কেন বুঝি না।

আমার মনে হয় আল্লাহর ভালবাসা থেকে এমনটা
হতে পারে। আল্লাহ আমাদের মুসলিমদের আবার
এক ময়দানে কাজ করার তৌফিক দান করুন।
আমিন...

ওমা মাশি দেখি খালি গ্রেফতারই করে? এই মাত্র করল ৫০ জনেরও বেশি! তাও খালি শিবির জামাত। আমি তো বুঝলাম না শিবির জামাত তারে কি করল? কাহিনী কি তাহলে? ক্ষমতা তার রয়েই গেল? না না! তা হতে পারে না। বাকশাল বাঁচতে পারে না! বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ... হে আল্লাহ, সাহায্য করো......

ওমা মাশি দেখি খালি গ্রেফতারই করে?
এই মাত্র করল ৫০ জনেরও বেশি!
তাও খালি শিবির জামাত।
আমি তো বুঝলাম না শিবির জামাত তারে কি করল?

কাহিনী কি তাহলে? ক্ষমতা তার রয়েই গেল?
না না! তা হতে পারে না। বাকশাল বাঁচতে পারে না!

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ...
হে আল্লাহ, সাহায্য করো......

আওয়ামীলীগ কারে কয় শুনবা নাকি? ভিত্তিপ্রস্তর করে শুধুই বাকি! এমন বেলাজা দেখি কেমনে থাকি? কেমনে বেহায়া সরকার লুকায়া রাখি? পোড়া কপাল পোড়া কপাল পোড়া কপালের চাবি রাখল না রাখল না দাদা রাখল না দিদি...

আওয়ামীলীগ কারে কয়
শুনবা নাকি?
ভিত্তিপ্রস্তর করে
শুধুই বাকি!
এমন বেলাজা দেখি
কেমনে থাকি?
কেমনে বেহায়া সরকার
লুকায়া রাখি?

পোড়া কপাল পোড়া কপাল
পোড়া কপালের চাবি
রাখল না রাখল না দাদা
রাখল না দিদি...

যদি কোন আওয়ামীলীগকে দেখে মানুষের মত লাগে তবে মনে করবেন আপনার জানায় বহুত ভুল আছে। ভাল করে জানেন মানুষ আর আওয়ামীলীগের মাঝে ফারাক-তফাত। আল্লাহ আমাদের জানায়-বুঝায় গভীর জ্ঞান দান করুন আর তা মেনে জীবনে আমল করার তৌফিক দান করুন। আশা করা যায় যে আমরা সঠিক পথেই জান্নাতের দিকে যাব। আমিন...

যদি কোন আওয়ামীলীগকে দেখে মানুষের মত লাগে
তবে মনে করবেন আপনার জানায় বহুত ভুল আছে।
ভাল করে জানেন মানুষ আর আওয়ামীলীগের মাঝে
ফারাক-তফাত।

আল্লাহ আমাদের জানায়-বুঝায় গভীর জ্ঞান দান করুন
আর তা মেনে জীবনে আমল করার তৌফিক দান করুন।
আশা করা যায় যে আমরা সঠিক পথেই জান্নাতের দিকে
যাব। আমিন...

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩

উল্টা শুধু আওয়ামীলীগ

বাঁদর ঘুমায় দিনের বেলা
উপরে থাকে ঠ্যাং
নির্বাচনে বারবার হেরে
জিহ্বাটা নাড়ে কেন্ ?
কোথায় মাথা কি আর কথা
বিবেকের তার ছেড়া
সে দিনও পেল চোরচুপাধি
জনতার হাতে ন্যাড়া!
সকল সৃষ্টির গতিধারায়
নাই তিল গরমিল
বাঁদর উল্টা বাঁদর সত্য
আওয়ামী বানানো খিল।

বিষয়: রাজনীতি

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৩

সাঈদীহীন তাফসীর মাসফীলগুলোতে বেশির ভাগই হাসিনাদের চামচামী লক্ষ্য করা যায়। কারণ যারা আল্লাহর বাণী প্রচার করেন তাদের বেশির ভাগই এখন নির্যাতনের শিকার! কবে যে প্রিয় সাঈদীর মুখে কুরআনের তাফসীর শুনব!

সাঈদীহীন তাফসীর মাসফীলগুলোতে বেশির ভাগই হাসিনাদের চামচামী লক্ষ্য করা যায়। কারণ যারা আল্লাহর বাণী প্রচার করেন তাদের বেশির ভাগই এখন নির্যাতনের শিকার! কবে যে প্রিয় সাঈদীর মুখে কুরআনের তাফসীর শুনব!

একটা জব্বর খবর দেই! আগামী ২২ তারিখ থেকে নাকি বিম্পি শিবির আর জামাত শিবির মিল্লা আওয়ামীলীগেরে কয়েক দিন যাবত গিল্লা খাইবে। আওয়ামীলীগ ছত্রলীগ ভন্ডলীগ ডগলীগ ফক্সলীগ মাংকীলীগরা নাকি পাঁচ পাঁচটা বছর ধইরা বিম্পি জামাত আর শিবার জামাতগরে নিয়া ঢোক গিলেছিল। তাই তো আজ এই নির্যাতিতদের মাজে প্রচুর আমেজ উদ্বিপনা দেখতে পাচ্ছি। অবস্থা দেখে মনে হয় সিডর নার্গিসের পরে এবার শিবিরজামাতের ১১ নাম্বার শতর্ক সংকেত ছড়াচ্ছে। আমি শান্তি চাই বলিয়া জানাইতাছি, আপনি যদি কোন একটুও আওয়ামীলীগ পছন্দকারী হয়ে থাকেন তবে ভগবানের একটা মুর্তি পকেটে লইয়া বঙ্গের দিকে নিজেকে আত্মগোপনে নির্বাসন দেন। নয়তো হাদিস মোতাবেক কেয়ামত শুক্রবারেই ঘটব!

একটা জব্বর খবর দেই! আগামী ২২ তারিখ থেকে নাকি বিম্পি শিবির আর জামাত শিবির মিল্লা আওয়ামীলীগেরে কয়েক দিন যাবত গিল্লা খাইবে। আওয়ামীলীগ ছত্রলীগ ভন্ডলীগ ডগলীগ ফক্সলীগ মাংকীলীগরা নাকি পাঁচ পাঁচটা বছর ধইরা বিম্পি জামাত আর শিবার জামাতগরে নিয়া ঢোক গিলেছিল। তাই তো আজ এই নির্যাতিতদের মাজে প্রচুর আমেজ উদ্বিপনা দেখতে পাচ্ছি। অবস্থা দেখে মনে হয় সিডর নার্গিসের পরে এবার শিবিরজামাতের ১১ নাম্বার শতর্ক সংকেত ছড়াচ্ছে।

আমি শান্তি চাই বলিয়া জানাইতাছি, আপনি যদি কোন একটুও আওয়ামীলীগ পছন্দকারী হয়ে থাকেন তবে ভগবানের একটা মুর্তি পকেটে লইয়া বঙ্গের দিকে নিজেকে আত্মগোপনে নির্বাসন দেন। নয়তো হাদিস মোতাবেক কেয়ামত শুক্রবারেই ঘটব!

চোখে পানি টলমল করছে সাঈদীর সাথে আপনার দেখা হয়েছে শুনে

চোখে পানি টলমল করছে সাঈদীর সাথে আপনার দেখা হয়েছে শুনে। জানি না উনার ঈদ কেমন গেল, তবে আমার কোন ঈদ যেন খেয়ালে থাকে না যখন থেকে সাঈদী আর আমার মত মুক্ত নাই! আমি যে কত দিন দেখি না ঐ প্রিয় মুখখানি। হে আল্লাহ, আবার আমাদের তাফসীর মাহফীলে ফিরিয়ে তাও আমাদের প্রিয় সাঈদীকে। তোমারও তো প্রিয়! তবে কেন জালেম দ্বারা সাঈদীকে বেইজ্জতি করছো? কই এই ঈদেও তো এক সাথে ঈদ করতে পারলাম না!

ফেসবুক মানে...

ফেসবুক মানে হল সময়টা বেশি চাওয়া
বহুদূরে বন্ধুকে সহজেই কাছে পাওয়া।
ফেসবুক মানে হল চার্জার সাথে থাকা
ভালবাসা কম হলে বউ চোখ করে বাঁকা।
ফেসবুক মানে হল ফেসবুকে ঘুম যাওয়া
জীবনের সব ভাবা উদাসীন নাওয়া খাওয়া।
ফেসবুক মানে হল ইতরামী ইতরের
ফেসবুক মানে হল সংবাদ ভিতরের।
ফেসবুক মানে হল দিন নাই রাত নাই
সামাজিক রাষ্ট্রীয় সব কিছু কাছে পাই।
ফেসবুক মানে হল মুমিনের দাওয়া কাজ
বাতিলের মিথ্যায় সীমাহীন ভরা লাজ!

ভাল মানুষের সাথে করো প্রেম প্রীতি!

আমার বাগানে হাঁট
কে আছো নবীন
তুমিও কি চাও তবে
আল্লাহর দ্বীন?
আমার বন্ধু সকল
মিছে মিছে নয়
আমরা সবাই করি
আল্লাহকে ভয়।
তুমিও যদি খুঁজো
সত্যের পথ
শুনবে না মানুষের
কোন মতামত।
কুরআন জীবনের
আইন রীতিনীতি
ভাল মানুষের সাথে
করো প্রেম প্রীতি!

খাদক সরকার ৫ বছরে কিছুই দিল না

খাদক সরকার ৫ বছরে
কিছুই দিল না
নিজেই খেলি ৫টা বছর
জনমের মত খা।
আমার দেশের আমার শাসন
বাবার শাসন না
নিজের কিছু না থাকলে তো
বাবার দেশেই যা।
পোদ্দারীটা এখানে কেন
সেখানেই কর
মরার তরে কুরকুরানী?
ওখানেই মর!

বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৩

মিথ্যাবাদী মা

মিথ্যাবাদী মা
আদিত্য অনীক

এতটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি
কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী।
বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা
সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা।
মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে
লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে।
তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি
আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি।

পাড়া পড়শী বলল এসে এই বয়সেই রাঢ়ি !
একা একা এতটা পথ কেমনে দিবে পাড়ি।
ভাল একটা ছেলে দেখে বিয়ে কর আবার
মা বলল, ওসব শোনে ঘিন্না লাগে আমার।
একা কোথায় খোকন আছে, বিয়ের কী দরকার
ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার।

রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি
নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি।
ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফুটে মা’র হাতে
আমি বলি শোও তো এবার কী কাজ অত রাতে?
মা বলত ঘুম আসে না শুয়ে কী লাভ বল?
ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল।

স্কুল থেকে নিতে আসা গাড়ী ঘোড়ার চাপে
আমার জন্য দাড়ানো মা কড়া রোদের তাপে।
ঘামে মায়ের দম ফেটে যায়, দুচোখ ভরা ঝিম
ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম।
মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও
মলিন হেসে মা বলত খাও তো বাবা খাও।
আমার আবার গলা ব্যাথা, ঠান্ডা খাওয়া মানা
ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা।

বড় হয়ে চাকুরী নিয়ে শহর বড় শহর আসি
টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালবাসি।
পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে
সাজিয়ে নিলাম মনের মত অত্যাধুনিক করে।
মা তখনো মফস্বলে কুশিয়ারার ঢালে
লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে।
নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল
মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চল।
মা বলল এই তো ভাল খোলা মেলা হাওয়া
কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া?
বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়
ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়।

তারপর আমি আরো বড় , স্টেটস এ অভিবাসী
বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি।
দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই
মায়ের খবর নিব এমন সময় কমই পাই।
ম বিছানায় একলা পড়া খবর এল শেষে
এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে।
উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ
পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত
একা একা গঞ্জে পড়ে কী সুখ তোমার বল ?
আমার সংগে এবার তুমি এমেরিকা চল।
এসব অসুখ এমেরিকায় কোন ব্যাপার নয়
সাত দিনের চিকিৎসাতেই সমুল নিরাময়।
কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা
প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না ?
আমার কিছু হয় নি তেমন ভাবছিস অযথা
ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা।
ক’দিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবদী
মিথ্যাবাদী মায়ের জন্য আজো আমি কাঁদি।

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩

নৌকাও বায়ে বায়ে চালাতে হবে...

সবাই নির্বাচনের জোয়ারে ভাসছে...
কাদের সিদ্দীকী ভাসছে
ইউনুস ভাসছে-----
জনগণ তো ভাসছেই!!!!!

সবাই জোয়ারের বায়ে বায়ে আসছে!
নৌকাও বায়ে বায়ে চালাতে হবে-
উল্টা আসা যাবে না।
উল্টা চালালেই বিপদ!!!

এ যে মহা বিপদ সংকেত!!!
একে বারে এগার নাম্বার বিপদ সংকেত!!!!!!!!!

যে বাড়িটা আমার কেনা আমার বাড়ি নাই

যে বাড়িটা আমার কেনা
আমার বাড়ি নাই
জন্মভূমি বাংলাদেশটাও
আমার দেশ আর নাই!

ঘামে ঝরা কামাইর টাকা
আমার কামাই নাই
রক্তে কেনা স্বাধীনতা আজ
স্বাধীন ঘরজামাই।

কষ্টে জানা জ্ঞান ভান্ডারটা
আমার মাথায় নাই
আমার ধর্ম আমার কর্ম
আমার বলতে নাই!

আমার মুখে কথা বলা
আমার কথা নাই
ভুয়া পিতা আসল পিতা
আমার পিতা নাই।

মাথার উপর খোলা আকাশ
খোলা নাহি পাই
নাকটা ভরে নিঃশ্বাস নিতাম
অক্সিজেনও নাই!

সোমবার, ২৬ আগস্ট, ২০১৩

গরুরা ঘাস খায় মানুষেরা ভাত

গরুরা ঘাস খায়
মানুষেরা ভাত
রক্তপিশাচেরা
ছয় মে রাত!
কি খায় কি খায়
মানুষে মানুষ?
এমন খাদক তারা
না হুঁশ বেহুশ!

বিষয়: সাহিত্য

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩

দেশে দেশে দেখি শহীদের সারি সইতে পারি না আর

দেশে দেশে দেখি শহীদের সারি সইতে পারি না আর
আমি কেন শহীদ না হয়ে ঘরে চাই মরিবার ?!









আমি কেন শহীদ না হয়ে ঘরে চাই মরিবার?!

মন ভাল নেই!
মনে পড়ে গেল দেলোয়ার ভাইয়ের কথা
সাঈদী আমার প্রাণের আকুতি হৃদয় ঢালিব কোথা?
মনে পড়ে না?
লাখ লাখ প্রাণ এক কান হয়ে শুনেছিলাম
আলকুরআন সেই আবেগভরা কথা?
আমাদের ভালবাসার মানুষ সাঈদীর যাবেগো প্রাণ?
ফাঁসির মঞ্চ ফঞ্চ মানি না ফাঁসির অধিকার কে দিল
ঐ হাসিনা শয়তান?
মুখেই আনবি না আর!
আমার সাঈদী আমার কাছে থাক;
তুই হাসিনার নষ্ট বিচারক
আগে কর তোর বিচার!
শিবির নেতা দেলোয়ার ভাই শিবির ভাই আজ নাই
বিশ্বের মুমিন মুসলিম কাঁদে সমকষ্ট মুসলিমরা পাই!
মাস পরে মাস রিমান্ড শেষে মুজাহিদ বলে শোন,
বুঝেছি আমায় বাঁচাবে না আর লাশটা মোর বাবা মাকে দিও
গুম করো না যেন!
আমার হাজার ভাইদের কথা সইতে পারি না আর
আমি কেন শহীদ না হয়ে ঘরে চাই মরিবার?!

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

ও হাসিনা জানিস না তুই শহীদ কত দামি!

ইসলাম আমার প্রাণের প্রিয়
রাজপথেই আজ আমি
ও হাসিনা জানিস না তুই
শহীদ কত দামি!
প্রাণের আকুতি দেশ বাঁচাব
ঘর ছেড়ে বেরিয়েছি
ফাঁসির মঞ্চে প্রিয় সাঈদী
হচ্ছে কী মিছেমিছি?
কি অপরাধ করেছে বলি
সাঈদীর ভক্ত সবে?
কোটি প্রাণের নিঃষ্পাপ দাবি
সত্যিই হবে তবে!
ঘর ছেড়েছি ইসলামের সব
শত্রু মুক্ত করে
আবার শুনব সাঈদীর মুখে
কুরআন ঘরে ঘরে।
বীর সেনানী জামাতশিবির
আওয়ামীলীগ ডরে না
শহীদের রক্ত যায় না বৃথা
শহীদরাও মরে না।
নির্যাতনের রাতটা যখন
গভীর অন্ধকারে
আসবে নতুন সোনালী সকাল
হাসবে ঈমানদারে!

বিষয়: রাজনীতি

এভাবে সারাজীবন হেটে যদি ভুল পথেই গেলেন?

এভাবে সারা জীবন হাঁটলেন; কিন্তু যদি আপনার হাঁটাটা কাজেই না লাগল, তবে কি লাভ? আর যে পথে হাঁটছেন, সে পথটা যদি জান্নাতের দিকে না যায় তাহলে তো সারা জীবনের কষ্ট করে হাঁটাটা আপনার পীড়াদায়ক যন্ত্রণার কারণ হবে!

আমি তাবলীগের সমালোচনা করছি না!

তাবলীগ শুধু দাওয়াতী কাজের উপর আর আমলের উপর গুরুত্ব দেয়া হয়। কিন্তু দাওয়াত পেয়ে যা যা করতে হবে তা তাদের জানা নেই। তারা কুরআন অধ্যয়ন না করে বরং ফাজায়েলে আমল একটা মুখস্ত বই নিয়ে ব্যস্ত। এই আমলের বইয়ে কুরআন হাদীসে উদৃতি খুব বিরল। আর কুরআন শুধু তিলাওয়াত করার পরামর্শ দেওয়া হয়। পরামর্শদাতারা নিজেরাও শুধু তিলাওয়াত করতেই জানে। এমন কি নামাজ পড়ার পদ্ধতিও তাবলীগের একজন লীডার জানে না। সত্যিকার সমস্যা হল; তারা কুরআন, হাদিস সরাসরি পড়ে না। কুরআনের কোন তাফসীর বা বুখারী শরীফ, মুসলিম শরীফ অথবা ইসলামী সাহিত্য জাতীয় কোন বইয়ের সামনে তাবলীগের ভাইদেরকে আমি আমার চোখে আজও দেখিনি। তাদের কাছে সর্বোচ্চ গ্রহণযোগ্য গ্রন্থ্য হল ফাজায়েলে আমাল নামে এক (ভুল পথ দেখানে ওয়ালা) বই।

যখন ইসলাম একটি পূর্ণ জীবনবিধানের নাম। তখন-

@ এক মসজিদ থেকে অন্য মসজিদে ভ্রমণ করে
@ এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে
@ নিজ সংসার, সমাজ, দেশের খবর নাই
@ আর বাড়ি-ঘর বিক্রি করে শুধু হাটে আর হাটে
@ ছেলে-সন্তানদের অনাদরে অযত্নে বাড়িতে ফেলে রাখে
@ দ্বীন-দুনিয়ার খেয়াল নাই
@ স্ত্রী-সংসারের দায়িত্ব নাই
@ দেশের বিরোদ্ধে ইসলামের বিরোদ্ধে মুসলিমের বিরোদ্ধে আল্লাহর বিরোদ্ধে রাসূলের বিরোদ্ধে দেশে কত কিছু হচ্ছে তার খেয়াল নাই

ইসলাম ও রাসূলের আদর্শের বিরুদ্ধে গিয়ে
এ কোন ইসলামী জিন্দেগী??????????????

ধরুন, আপনি এভাবে করে মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞানহীন অজানাভাবেই আমল করে গেলেন, কিন্তু আপনার কাছে কুরআন আর হাদীসের জ্ঞান না থাকায় আপনি কোন্ পথেই সারা জীবন চললেন, সেটাই আপনি জানলেন না। অথচ জান্নাতুল ফেরদৌস কামনা করতে করতে করতে করতে মারাই গেলেন। কিন্তু জীবনে কোন দিন সমাজ, রাষ্ট্রের সবাইকে নিয়ে রাসূল (সাঃ), সাহাবায়ে কেরামদের মত ইসলামী হুকুমত কায়েম করার চিন্তা করেন নি; শুধু শুধু নিজেই নিজের নাম না জানা অজানা নিয়মে আমল করে গেলন। তাহলে আমার মতে; সারা জীবনের (শাহবাগী, আওয়ামীলীগের মত) মজা পাওয়া থেকেও বঞ্চিত হবেন। আবার আল্লাহর নৈকট্য পাওয়া থেকেও বঞ্চিত হবেন! তাই আসুন, কুরআন নাযিলের সঠিক উদ্দেশ্য জেনে জীবনকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করি। আর আল্লাহর কাছে সাহায্য কামনা করি!

ইসলাম শুধু দাওয়াত আর বসে বসে জিকির করার নাম না। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি ইত্যাদি সব বিষয় মিলেই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। আর ইসলামকে আল্লাহ আমাদের মানুষদের জন্য পরিপূর্ণ করেই নাযিল করেছেন। আর আল্লাহ বলেছেন, তোমরা পরিপূণ ভাবে ইসলামে দাখিল হও! মানে প্রবেশ করো। আরো বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না! সুতরাং মুসলিম হতে হলে আগে পড়তে হবে। এসব বই না। ফাজায়েল টাজায়েলের ভ্যেলু নাই। কুরআন, হাদীস পড়তে হবে। মুক্তি পেতে জানতেই হবে। এসব জেনে, বুঝে, আমল করেই মুসলিম হতে হবে। অন্য যত অজানা নিয়ম সব বাদ দিতে হবে। এটাই ইসলামের চূড়ান্ত কথা। অন্যথায় মাফ পাবেন না মনে রাখবেন!

আপনি যদি না-ই জানেন, তো আমল করবেন কি? এই ফাজায়েলে আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না মনে রাখবেন। জান্নাত পেতে হলে কুরআন লাগবে, হাদীস লাগবে। আশা করি বুঝাতে পেরেছি। আমি আমার দায়িত্ব বলে দিয়েছি, এখন আপনি ভাবেন সত্য আর মিথ্যা কোন টা! আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। আমিন!

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

আমার কাছে--সবচেয়ে মান্য এবং সহজ আইন হচ্ছে আলকুরআন..

আমার কাছে
-সবচেয়ে মান্য এবং সহজ আইন হচ্ছে আলকুরআন
-সবচেয়ে বড় বই হচ্ছে আলকুরআন
-সবচেয়ে বড় প্রবাদ হচ্ছে আলকুরআন
-আমার জীবনের সবচেয়ে দামী দিকনির্দেশনা হ
-সবচেয়ে গ্রহণযোগ্য উপদেশ হচ্ছে আলকুরআন
-আমার জীবনের সবচেয়ে বড় এবং সত্য ডায়রী হচ্ছে আলকুরআন
-সবচেয়ে লেটেস্ট সংবিধান হচ্ছে আলকুরআন
-সবচেয়ে বড় গার্ডিয়ান হচ্ছে আলকুরআন
-যার কাছে থেকে সবচেয়ে বেশি মায়া, আদর, সোহাগ পাই তা আলকুরআন
-সবচেয়ে কাছে টানি আলকুরআন
-সবচেয়ে আপন মনে করি যাকে তা হল আলকুরআন
-যার থেকে সবচেয়ে বেশি পরামর্শ নেই তাও আলকুরআন
তো আলকুরআন আমাকে পথ দেখাবে আশা করি।
আমিন!
চ্ছে আলকুরআন

কিন্তু ছাগলে কি করে এত সাহস করে সেই সোনার বাবাকে চিবিয়ে খায়?


ভালা কইরা খা!
দেখছেন আপনারা?
-যে মুজিবের এত দাম, তাকে নাকি ছাগলে খায়!
যাকে হাসিনা ক্ষমতায় আইসাই
অলিতে গলিতে বইয়ে টিভিতে
জাগায় আজাগায় কুজাগায়
সব খানে শুধু মুজিব বাবার নাম;
কিন্তু ছাগলে কি করে এত সাহস
করে সেই সোনার বাবাকে চিবিয়ে খায়?

জানি না কবে শিখব নামাজ শেষ হয়ে যায় বেলা!

আপনারা না। আমার কথা বলি,
সময় হলেও নামাজ না পড়ে
বেখবর হয়ে চলি।
যদি একবার মসজিদে ঢুকি আমি
নামাজে দাঁড়িয়ে চিন্তা করি না
বাদ নাই কোন কামই।
ছটফট আমি। ছটফট থাকে মন।
হোক বা না হোক নামাজ আমি
বের হব না যতক্ষণ!
কিসের নিয়ম?
কতক্ষণ শুধু কপাল-মাটির খেলা
জানি না কবে শিখব নামাজ
শেষ হয়ে যায় বেলা!

সোমবার, ১২ আগস্ট, ২০১৩

আমি হয় তো বুঝেছি, আমার স্মার্টনেসের গোমর কোথায়?

আমি পেন্ট পড়ি। সুস্থ্য ভাষায় কথা বলি। সার্ট পড়ি। আমি কলেজ পড়ুয়া শিক্ষার্থী। আমার সাধারণ একটা জব আর শান্ত ওয়েট খানিকটা আছে। মুসলিম বলে কুরআন বিশ্বাস করি, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। রাজ পোষাক পাঞ্জাবীও আমি পড়ি। কুরআন হাদিসের অধ্যয়নও আমার দ্বারা হয়। আমি হয় তো বুঝেছি, আমার স্মার্টনেসের গোমর কোথায়!

তবুও আমি আনস্মার্টই রয়ে গেলাম সময়ের আধুনিকতায়। যে দূর্বলতা আমাকে আনস্মার্ট করে রেখেছে-অযথা ঘুরাঘুরি করি না, দুই আঙ্গুলের ফাঁকে মুড নেয়ার ভঙ্গিতে সিগারেট টানি না, মনের পোড়া জ্বালা নিবারনের জন্য জীবন বরবাদ করা মদ-গাঞ্জার নেশা করি না, মুখ লাল করে পান-চুন খাই না, কাউকে ক্ষমতা দেখানোর জন্য অভদ্র ভাষায় গালাগাল দেই না, অরুচিকর কথা বলি না, শক্তির বড়াই প্রদর্শনের জন্য সাথে বুলেট বোমার সহযোগিতা নেই না, শরমহীন মেয়েদের সাথে আড্ডাই না... সেই জন্য বোধহয় আমার ভালবাসার অভিজ্ঞতা আজও হয়ে উঠেনি। মনে করে থাকতে পারে যে, আমার মত এমন জীবন সঙ্গীর দ্বারা তাদের জীবনকে মধুময় করার জন্য যথেষ্ট হবে না। তাই বুঝি কম বয়সী/কম অভিজ্ঞতা সম্পন্ন/ কম শিক্ষিত মেয়েরা আমার ক্ষেত্রে এমন চিন্তা করে। আমি চিন্তিত না হলেও এমনটাই আমাকে উপলব্ধি করতে হয়। এমন অনুভূতি ছোট্ট শিক্ষিতদের স্বাভাবিক ইচ্ছা। কিন্তু আমিও যে এদের ক্ষপ্পরকে পছন্দতে না সূচক; তাও আমার কবিতায় জানিয়েছি-

তুমি এক বড় বাপের বড়সর কন্যা
তাই বুঝি বহে সদা স্বপ্নের বন্যা!
ভেবেছ তুমি তাই দেই তবে ধন্যা
জি না! জান না তুমি, আমি এমন না!
ভালবাসা বিনিময়, কিছু ক্ষণ প্রেমময়
বিয়ে করব আর সাজাতে জীবন
চেংড়ী বেটি; তাই উতাল-পাথাল তুমি
ঘর-দুর, সংসারে থাকবে না মন।
মানসিক, শারীরিকভাবে হয়নি বয়স
কথায়, চালচলনে তাই জ্ঞান-হুঁশ ধস।
ভেবেছ বিয়ের পর ঠিক হবে সব
আমি জানি, পুরাতনে টানে অভিনব।
পড়া-লেখা কর; যদি মনে জাগে প্রেম,
জীবন সাজাবে? সেটা লম্বা সে জ্যাম!
সেই ভাল, তুমি খেলো তোমার যত খেল
বুদ্ধি লাগলে মাথায় তেল দাও তেল!

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

আমি আবার আরবীর চেয়ে উর্দূ ভাল পড়তে, লিখতে, বলতে ও বুঝতে পারি, হয়তো তাই এমন হয়!

ছোট কালে আমার নামটি বাবা আদর করেই আমাদের জাতির পিতা হযরত ইবরাহীম (আঃ) এর স্ত্রীর সাথে মিল রেখেই মনে হয় (.........) রেখেছিলেন! যাতে করে আমি একজন রমনী হিসেবে নবী পত্নীর মত ধার্মিক, পর্দাশীল, লজ্জাশীল, নমনীয়, আল্লাভীরু, ইসলাম প্রিয় নারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি! আর আল্লাহও আমার নামের বরকতে একজন পাক্কা মুসলিম হিসেবে কবুল করেন! আমি এখন বুঝতে পারছি যে, সেই বরকতেই হয়তো আজ আমি একটি দেশের সম্মানিত
স্বররাষ্ট্র মন্ত্রী। কিন্তু আমি কি আমার বাবার সেই উদ্দেশ্য ধরে রাখতে পারছি? দেখুন না! আমি আমি কেমন জানি হয় গেলাম!




আমার দ্বারাই দেশের সর্বোচ্চ আইন-আদালত চলে। আমার সময়ের সব আইন-আদালত ইসলাম আর মুসলিমদের বিরুদ্ধে। কারণ, আমি কেন জানি এসব ইসলামী আর আলেমদের দেখতে ভাল লাগে না। তাঁদের সহ্য করতে পারি না। আমি আবার আরবীর চেয়ে উর্দূ ভাল পড়তে, লিখতে, বলতে ও বুঝতে পারি, হয়তো তাই এমন হয়!

আমি দিন দিন কেমন বদমেজাজী হয়ে যাচ্চি। আমার আচরণে কেমন যেন পুরুষ পুরুষ গন্ধ। পুরুষরা যতই না নমনীয় হয়ে কথা বলে, আমি তেমনটা পারি না! আমি তার চেয়ে বেশি জোর দিয়ে কথা বলি। আমার কাছে তো ভালই লাগে!

আমার কথা মানুষ পছন্দ করে না। না করুক! আমার কথা পছন্দ করল কি না করল, সেটা নিয়ে আমার কোন ভাবনা নেই। আমি এখন যা বলব তাই আইন। প্রয়োজনে আমি নিজের হাতে আদালত চালাব।

আমার পছন্দ মুশরিকদের জন্য, আল্লাহর জন্য নয়। তাই আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে মা জয়ার উপর আস্থা রাখা শুরু করেছি। আমি মসজিদের চেয়ে মন্দিরের দিকে বেশি ঝুঁকে গেছি। আমি মসজিদে মসজিদে ছাত্রলীগ, আওমীলীগ করে দিয়েছি। আর মাদারাসার বন্ধ করার বন্দোবস্ত করেছি। মসজিদের ইমাম মুক্তিযুদ্ধ পাশ ইমাম নিয়োগ দিয়েছি। আর মন্দিরে গিয়ে আমরাই পূঁজা অর্চনার ইমামতি করি। আমার ক্ষমতায়ই একটি মসজিদের সভাপতি হিন্দু একজন মহিলা নিয়োগ দিয়েছি। সেও খুব শক্তভাবে ইমাম-মুসল্লী-মোল্লাদের নিয়ন্ত্রণ করছে। আজ আমাদের পূর্ব বাবাদের কবরে বাবু সুরঞ্জিত সাহেব উর্দূতেই দোয়া করে। আমি সব ভাষা ভাল করে বুঝতে পারি! এবার দোয়া কবুল হবেই হবে!



আমি হিন্দুদের দ্বারা মুসলিমদের নির্যাতনের ব্যবস্থা করেছি। আমি বোরকা পড়ে থাকতে ভালবাসি না। তাই কেউ বোরকা পড়ে থাকলে আমার অসম্মান হয়। তাই বোরকাওয়ালাদের বিরুদ্ধে বলার জন্য লোক নিয়োগ দিয়েছি, তাদেরকে লালিয়ে
দিয়েছি, তাদেরকে উৎসাহ দিয়েছি। কারণ, বোরকাওয়ালাদের জন্য আমি সিভিল ড্রেসে বাহির হতে লজ্জা লাগে!

আমি ক্ষমতার ব্যবহার করতে পারছি। কিন্তু আমাকে ভালবাসে যারা, তাদের ক্ষমতা বৃদ্ধিতেও তাদেরকে পর্যাপ্ত ক্ষমতা হস্তান্তর করেছি।







যতই হোক, আমি একজন মুসলমানের সন্তান। নিজেও একজন মুসলিম। আমার নামেই তা প্রকাশ পায়। তো আমি যাই করি না কেন, আমাকে নবীর উম্মত হিসেবেই থাকতে হতে। কি করলাম, আর কি করলাম না সেটা নিয়া চিন্তা নাই। তবে বিএনপির লোকদের মত খালেদার উম্মত হয়ে না, জামায়তের লোকদের মত নিজামীর উম্মত হয়ে না; আমি নবীর খাঁটি উম্মত হয়েই জনগণের সামনে প্রকাশ পেতে চাই। কাজে-কর্মে না হোক, চাল-চলনে না হোক, আমার নবী প্রেমের চরিত্র দিয়ে না হোক, আমার বানানো আইন দিয়ে না হোক; নবীর খাঁটি উম্মতের পদটি আমি মুখের ডিকবাজি দিয়ে হলেও
ধরে রাখতে চাই!

ট্যাগ/কি-ওয়ার্ড : উর্দূ জানি বলেই, ক্ষমতার স্বচ্ছ ব্যবহার
বিষয়শ্রেণী: বিবিধ

ব্যাথা দিয়ে জানি ব্যাথা নাহি পাও

ব্যাথা দিয়ে জানি ব্যাথা নাহি পাও
দিয়ে যাও যত আছে
তুমি ছাড়া আর এতটুকু সুখ
চাহিব কাহার কাছে?


অতঅত ধন নাহি যে আমার
কি দিয়ে আর ভালবাসি!
যেভাবে চালাও সেভাবেই চলি
দাও নি মুখে কভু হাসি।


অতৃপ্ত কথায় দু'টি নয়নে
ফোটা ফোটা ঝরে জল
ফোন রাখিলে হৃদয় ফাটিয়ে
ঝরিছে অনর্গল।


যাও যাও দূরে যাও দূর দেশে
তাতে যায় আসে কার?
কেন রে বল এত দিন পরে
বাঁচিতে পারিব কি আর?


ভালবাসি ভালবাসি কোন ভালবাসা
কথায় নাহি কথা দাও
বুক ভাঙিয়া পাখি হয়ে আবার
উড়িয়া গিয়াছ কি কোথাও?


চলিয়া যাইবে যাও ভুলিয়া
বলিয়া যাইয়ো ক'দিন আগে
কবরে মাটি দিও; সমাজ নিয়মে
প্রিয় মানুষেরে লাগে!

বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

যাকে নিজ হাতে খুন করতে চেয়েছি; তার মৃত্যুতে আমি গভীর শোকাহত!

মাত্র কিছু দিন আগে শীতের তীব্রতা থেকে বাঁচতে নতুন করে ঘর বেঁধেছিল ৮ সন্তানের জননী। উপর, নিচ, ডান, বাম চারদিকে মাটির দেয়াল বেষ্টিত প্রাচীর। লম্বা সুরঙ্গ পথের ভিতর বহু কষ্টে খড়-কুটা দিয়ে নতুন করে মা বাসা বেধেছিল সন্তানের সুখের জন্য। সন্তানদের বয়স খুব হলে ২-৩ দিন হবে। অতি যত্নসহকারে লালন করে বড় করে তুলছে সন্তানদের মা। এদের বড় করবে, নিজের মত করে বাঁচতে শিখবে, অনেক বড় হবে, সন্তানরা নিজের মত করে চলবে, কত শত স্বপ্ন ছিল মার! তার এমন সুখ আর স্বপ্ন আমার শরীর, মন সইতে পারে নি।

আমিসহ চার/পাঁচ জনের অতন্দ্র প্রহরায় রেখেছি তাদের। প্রবল আগ্রহ-উদ্বিপনা নিয়ে হাতে সাবল, কোদাল, লাঠি, কাস্তে নিয়ে যে যার মত দন্ডায়মান। একা একা কত কষ্ট করে বাড়িটা চমৎকার শৈল্পিকতায় তৈরী করা হয়েছে । এর ভেতর আমরা ঢুকতে পারি না। কিন্তু এ কে যে মারতেই হবে! সমগ্র বাড়িতে পানির বন্যা বইয়ে দেয়া হল। পুরো বাড়ি পানিতে তলিয়ে গেল! বাড়ির ছাদ ছুঁয়ে পানি গড়িয়ে যাচ্ছিল। মা পাগলপারা হয়ে পানিতে বাড়ির ভেতরে ছুটাছুটি শুরু করল। মা অশান্ত হয়ে পড়ল। তার সন্তানেরা অবুঝ! নড়তে পারে না। দুনিয়ার কিছুই বুঝে উঠে না। কোন কিছুর কারণ-অকারণ জানে না। অবশেষে কান্নার শব্দ! তারপর করুন আর্তনাদ! মাত্র দু'টি সন্তানকে বুকে করে পানির উপর নিয়ে আসতে সক্ষম হয়েছে সে। তৃতীয় সন্তানকে আনতে গিয়ে নিজেই দুর্বল হয়ে পড়ে। অবশেষে হয় তো ইচ্ছা ছিল সবাইকে বাঁচাবার! যখন ভেবে দেখল যে, সবাইকে এভাবে পানির ভেতর থেকে নিশ্বাস বন্ধ রেখে বাঁচানো সম্ভব নয়; উপরে উঠানো দু'টি সন্তানের জন্য নয়, বরং পানির নিচে থাকা বাকী ৮ সন্তানের সাথেই থাকল!

বাহির থেকে আমরা খুব ছোটাছুটি, কান্নার আওয়াজ, করুন আর্তনাদ শুনতে পেলাম; কিন্তু কোথায় গেল সে? আর তো কোথাও পালাবার পথ নেই! তো বাহির হয়ে আসছে না কেন? আসলেই তাকে হাতের অস্ত্র দিয়ে খুন করব!

কিন্তু না অবশেষে আসলই না! আমরা মর্মর করে বাড়ি ভাঙ্গা শুরু করলাম। সম্পূর্ণ বাড়িটা অল্প সময়ের মধ্যেই চুরমার করে দিলাম! খুঁজে খুঁজে শেষ পর্যন্ত বাড়ির এক কোণে ৮টি সন্তানকে বুকে জড়িয়ে ধরে শান্ত হয়ে শুয়ে থাকতে দেখি! এ অবস্থা দেখে চোখে পানি আর ধরে রাখতে পারি নি! আমার চোখে শুধু নয়; আমাদের ক'জন খুনি আর সেখানে থাকা দর্শকদের চোখেও পানি এসে যায়!

মা নিজে বাঁচতে নয়; ৮টি সন্তানের মায়ায় পানির নিচে থাকাকে মা যথার্থ কর্তব্য মনে করে সন্তানদের সাথেই নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে! মায়ের হৃদয় সন্তানের জন্য এ কেমন মায়া দিয়ে আল্লাহ প্রাণের সৃষ্টি করেছেন! নিজেকে মানাতে পারছিলাম না আমি কিছুতেই! আমার কি করা উচিৎ আমি ভাবতে পারছিলাম না। আমার শরীর, মনে স্তব্ধতা এসে গেল। আমি প্রায় নিবাক বনে গেলাম। মনে মনে আল্লাহকে ডেকে বলেছি, হে আল্লাহ! আমি তো এমন কিছু দেখার আশা করি নি! তুমি আমাকে ক্ষমা করে দাও!

-------------------------------------------------------------
ঘটনাটা একটি ইঁদুর মারাকে কেন্দ্র করে। আমাদের বাড়ির পাশে ধান মাড়াই করে খড়গুলোকে শুকাতে দিয়েছিলাম চালায়। সেখানে ইঁদুরটি খড়গুলোকে কেটে নষ্ট করছিল।
-------------------------------------------------------------