শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

আমি আর আপনি গাঁয়ের মানুষ। কি আর করা! শহরের মানুষের দাম অনেক বেশি। অনেক দিন ধরে চ্যাট করছি। অথচ বন্ধু লিষ্টে নাই।

আমি আর আপনি গাঁয়ের মানুষ। কি আর করা! শহরের মানুষের দাম অনেক বেশি।
অনেক দিন ধরে চ্যাট করছি। অথচ বন্ধু লিষ্টে নাই।

-ফেসবুকেই তো, আমি আপনাকে বন্ধু লিস্টে রাখতে চাই!-
-আমি আননৌন কাউকে বন্ধু করি না।

আমি বুঝলাম না, এত দিন পরে আননৌন থাকলাম কেমনে?
ঠিক আছে, আমি সারাজীবনই আননৌন থাকতে চাই। পরিচয় হওয়ার চেয়ে

(আননৌন থাকা অনেক ভাল। একেবারে অনর্থকই তার কাছে
আমার হাজার হাজার বন্ধু লিস্টে রেখেছি। আসলে সামাজিক যোগাযোগ ফেসবুক
সবার জন্য সামাজিক না। কারো কারো জন্য পারিবারিক বটে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন