রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

অনেক বছর ধরে যারা বাকশালের বাবারে, আর বাকশালের মাইয়ারে ভাল বাসতে বাসতে ক্লান্ত তারা আজ থেকে আমার একটা কথায় একটু ট্রাই করে দেখতে পারেন; -প্রতিদিন একটা করে আয়াত সরাসরি কুরআন থেকে তিলাওয়াত করবেন এবং আয়াতটির ঠিক অর্থসহ ব্যাখ্যাটাও বুঝে পড়বেন একান্তই জীবন সুন্দর করে সাজানোর জন্য। -আজ থেকে আর কাউকে বিরোধী ভাববেন না। কাউকে ছোট মনে করবেন না। কারো সাথে রেষারেষীও করবেন না। -ছোট বড় সবাইকে সম্মান করতে শুরু করবে। শরীরে যত রাগ আর হিংসা হোক, কোন অবস্থায়ই আলেমকে তো দূরে থাক কোন শিক্ষিত মানুষকেও অসম্মান করবে না। কোন ভাবেই তাদের সাথে বেয়াদবী করা যাবে না। -তোমার শরীরে আজ থেকে শালীন পোষাক পড়বে। এবং কোন বখাটের ধারে কাছেও ঘেঁষবে না... দেখবে তুমিও। আর তোমার সব কিছুতেই তুমি পবিত্রতা টের পাবে। আল্লাহ হয় তো তোমাকে তাঁর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন...

অনেক বছর ধরে যারা বাকশালের বাবারে, আর বাকশালের মাইয়ারে ভাল বাসতে বাসতে ক্লান্ত তারা আজ থেকে আমার একটা কথায় একটু ট্রাই করে দেখতে পারেন;
-প্রতিদিন একটা করে আয়াত সরাসরি কুরআন থেকে তিলাওয়াত করবেন এবং আয়াতটির ঠিক অর্থসহ ব্যাখ্যাটাও বুঝে পড়বেন একান্তই জীবন সুন্দর করে সাজানোর জন্য।
-আজ থেকে আর কাউকে বিরোধী ভাববেন না। কাউকে ছোট মনে করবেন না। কারো সাথে রেষারেষীও করবেন না।
-ছোট বড় সবাইকে সম্মান করতে শুরু করবে। শরীরে যত রাগ আর হিংসা হোক, কোন অবস্থায়ই আলেমকে তো দূরে থাক কোন শিক্ষিত মানুষকেও অসম্মান করবে না। কোন ভাবেই তাদের সাথে বেয়াদবী করা যাবে না।
-তোমার শরীরে আজ থেকে শালীন পোষাক পড়বে। এবং কোন বখাটের ধারে কাছেও ঘেঁষবে না...

দেখবে তুমিও। আর তোমার সব কিছুতেই তুমি পবিত্রতা টের পাবে। আল্লাহ হয় তো তোমাকে তাঁর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন