শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

প্রধানমন্ত্রীত্ব আমারই খাক আমি তো শান্তি চাই

প্রধানমন্ত্রীত্ব আমারই খাক
আমি তো শান্তি চাই
আমি যা বলি সেটাই সত্য
কোনই ভ্রান্তি নাই!
যেভাবেই হোক ক্ষমতা আমার
ছাড়ব সহজে অত?
দেখি ভোগাভাগী কথা বলেটলে
বিরোধীরা হয়নি নত!
সোনার ছেলেদের দিয়ে
বাহিনী সাজিয়েছি
যতটাই লাগে বাধ্য বানিয়েছি
তালগাছ আমারই রবে;

-আমি বলি, হে রে জালিম
স্বৈরাচার রয়েছে কবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন