শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

আমেরিকান রাডার দিয়ে যাদের চরিত্রে খুঁদ পাওয়া যায় নি, চল্লিশ বছর পর এসে তাদের চরিত্র নষ্ট করানোর চেষ্টা করে তারপর তাদের বিচার করা হচ্ছে। কিন্তু যারা চোখের সামনেই এমন কান্ড চার বছর ধরে করেই চলেছে, এমন নষ্ট সোনার চরিত্রে গড়া পিচ্ছিলীগ, যুবকলীগ, ধর্শকলীগেদের বিরুদ্ধে জ্যান্ত বিচার করার শক্তি কি প্রধান মন্ত্রীর নেই? আর থাকবেই বা কিভাবে? উনার কথার ধরন, আর সত্যতা কি আপনারা বাজারে বিকিকিনি হবে??? দেখেন তো প্রধানমন্ত্রী এসব কি কয়!!!! আমার তো আর শরমে আর দেশে থাকতে পারতাছি না।

আমেরিকান রাডার দিয়ে যাদের চরিত্রে খুঁদ পাওয়া যায় নি, চল্লিশ বছর পর এসে তাদের চরিত্র নষ্ট করানোর চেষ্টা করে তারপর তাদের বিচার করা হচ্ছে। কিন্তু যারা চোখের সামনেই এমন কান্ড চার বছর ধরে করেই চলেছে, এমন নষ্ট সোনার চরিত্রে গড়া পিচ্ছিলীগ, যুবকলীগ, ধর্শকলীগেদের বিরুদ্ধে জ্যান্ত বিচার করার শক্তি কি প্রধান মন্ত্রীর নেই? আর থাকবেই বা কিভাবে? উনার কথার ধরন, আর সত্যতা কি আপনারা বাজারে বিকিকিনি হবে??? দেখেন তো প্রধানমন্ত্রী এসব কি কয়!!!! আমার তো আর শরমে আর দেশে থাকতে পারতাছি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন