রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

তোমারে ২০% মহার্ঘ ভাতা দিয়েছি না?? দিয়েছি; আর কিন্তু রাজপথে আসা যাবে না! আসলে কিন্তু তোমারে আর ভালবাসব না। তখন কিন্তু আমার পুলিশ বাহিনী তোমারে দেখে আংগুল চুষবে না। মনে রেখো পোলাপানের স্যার এই কথাটা...!

এই তো আর কয়টা দিন!
তোমার ইজ্জত বাড়াব!
না খেয়ে কম খেয়ে আর
থাকতেই না হবে গ!

-কি করবেন শুনি?

১. তোমারে পে স্কেল দিব
২. তোমার জন্য আলাদা পে কমিশন করব
৩. স্কুলের সময় কমিয়ে আনব
৪. স্কুলে টিফিনের সময় তোমারে ফিডার খাওয়াব
৫. তোমাকে স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম দিয়ে রাঙাব
৬. শিশুদের দিয়ে তোমারে সালাম দেওয়ার ব্যবস্থা করব
৭. তোমারে ২০% মহার্ঘ ভাতা দিয়েছি না?? দিয়েছি; আর কিন্তু রাজপথে আসা যাবে না! আসলে কিন্তু তোমারে আর ভালবাসব না। তখন কিন্তু আমার পুলিশ বাহিনী তোমারে দেখে আংগুল চুষবে না। মনে রেখো পোলাপানের স্যার এই কথাটা...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন