ধরে
নিলাম নৌকা ছাড়া নির্বাচনের সাগর পাড় হওয়া যাইব না। দেশের স্থল পথের
রাস্তার যা অবস্থা তাতে তো নৌকা ছাড়া উপায় দেখি না। কিন্তু বিরোধীদের
আন্দোলনের বন্যা চলতাছে। সামনে শুনতাছি অবরোধের নার্গিস আইতাছে! সম্ভতঃ
সতর্ক সংকেত ১০। এমন ক্ষণে নৌকা লইয়া পানিতে নামাটা কি আমার ঠিক হইব? মহা
ভাবনায় পড়লাম। বাঁচবার হাল ধরি কেমনে, নৌকার পালই তো ধরতে সাহস লাগে না।
ব্যাপারটা আগে দাড়িপাল্লা দিয়া মাইপ্পা লই। আগে অন্ততঃ ধান খাইয়া বাঁচি। বাঁইচ্চা থাকলে আরো কত চিন্তা করা যাবে!
ব্যাপারটা আগে দাড়িপাল্লা দিয়া মাইপ্পা লই। আগে অন্ততঃ ধান খাইয়া বাঁচি। বাঁইচ্চা থাকলে আরো কত চিন্তা করা যাবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন