কি কলিজা তোর ভেতরে
কি দিয়ে তোর শরীর?
কার অপরাধ, রায় হয় কার
ভয় পায় ফাঁসি দড়ির?
আল্লাহর দিল জীবন যারে
মরণ দিবে যারে;
আজরাইল আজ পাঠাইয়ো না
ফাঁসি দেয় কে তাঁরে???
ইচ্ছা হলে আদর করে
তোমার কাছে নিও
জালেম খুনি ইতর দিয়ে
অসম্মান না করিও!
কি দিয়ে তোর শরীর?
কার অপরাধ, রায় হয় কার
ভয় পায় ফাঁসি দড়ির?
আল্লাহর দিল জীবন যারে
মরণ দিবে যারে;
আজরাইল আজ পাঠাইয়ো না
ফাঁসি দেয় কে তাঁরে???
ইচ্ছা হলে আদর করে
তোমার কাছে নিও
জালেম খুনি ইতর দিয়ে
অসম্মান না করিও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন