শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩

যাঁরা দাবী দাওয়া নিয়া রাজপথে মিছিল করছে তাঁদের বুকে যে কুলাঙ্গারগুলো গুলি করে নিরপরাধ নিরস্ত্র মানুষগুলোর জীবন প্রদ্বীপ নিভিয়ে দিয়ে পরপারে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ, তুমি কি তাদেরকে খুব বেশি দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে??? আসলে তাঁরা মরেনি; তাঁরা আল্লাহর কাছে চলে গেছে। খুব কাছে। আল্লাহ তুমি যেন আমাকেও তাঁদের দলে সামিল করে নিও!

যাঁরা দাবী দাওয়া নিয়া রাজপথে মিছিল করছে তাঁদের বুকে যে কুলাঙ্গারগুলো গুলি করে নিরপরাধ নিরস্ত্র মানুষগুলোর জীবন প্রদ্বীপ নিভিয়ে দিয়ে পরপারে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ, তুমি কি তাদেরকে খুব বেশি দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে???

আসলে তাঁরা মরেনি; তাঁরা আল্লাহর কাছে চলে গেছে। খুব কাছে। আল্লাহ তুমি যেন আমাকেও তাঁদের দলে সামিল করে নিও!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন