শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

কলমি শাক আর তোলা হল না! -গোসল করতে ঘর থেকে টিউবওয়েলের দিকে যাচ্ছি। ছোট বোনটা ধরল পুকুর পাড় থেকে কয়টা কলমি শাক নিয়ে আসতে। একটা করে শাক তুলছি। ৭-৮টা কলমি ডোগা আমার বাম হাতে জমা করছি। হঠাত্‍ ধুরুত ধুরুত আওয়াজ করে একটা কারফু মাছ দেখছি পুকুর পাড়ে একেবারে সাইটে হালকা পানিতে কলমি গাছের নিচে এসে বসল। আমি দৌড়ে গিয়ে ডান হাতে ধরতে লাগলাম। দেখলাম মেলা বড়। মাছটা ইচ্ছা করলে চলে যেতে পারত। আমার বুদ্ধিতে কুলায়নি, বাম হাতের কলমিগুলো রেখে দুই হাতে জোরে মাছটা ধরি। যাক, তা আর প্রয়োজন পড়েনি। মাছটা পাড়ে তোলার পর বেশ নাড়াচাড়া করল। কিন্তু ততক্ষণে সে আমার ডান হাতের কব্জির শক্ত বন্ধনে। আর কলমি তোলা হল না। সন্তোষ্ট থাকলাম আলহামদু লিল্লাহ! বাড়ি এসে বললাম, এই নে তোর কলমি!

কলমি শাক আর তোলা হল না!
-গোসল করতে ঘর থেকে টিউবওয়েলের দিকে যাচ্ছি। ছোট বোনটা ধরল পুকুর পাড় থেকে কয়টা কলমি শাক নিয়ে আসতে। একটা করে শাক তুলছি। ৭-৮টা কলমি ডোগা আমার বাম হাতে জমা করছি। হঠাত্‍ ধুরুত ধুরুত আওয়াজ করে একটা কারফু মাছ দেখছি পুকুর পাড়ে একেবারে সাইটে হালকা পানিতে কলমি গাছের নিচে এসে বসল। আমি দৌড়ে গিয়ে ডান হাতে ধরতে লাগলাম। দেখলাম মেলা বড়। মাছটা ইচ্ছা করলে চলে যেতে পারত। আমার বুদ্ধিতে কুলায়নি, বাম হাতের কলমিগুলো রেখে দুই হাতে জোরে মাছটা ধরি। যাক, তা আর প্রয়োজন পড়েনি। মাছটা পাড়ে তোলার পর বেশ নাড়াচাড়া করল। কিন্তু ততক্ষণে সে আমার ডান হাতের কব্জির শক্ত বন্ধনে।

আর কলমি তোলা হল না। সন্তোষ্ট থাকলাম আলহামদু লিল্লাহ! বাড়ি এসে বললাম, এই নে তোর কলমি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন