পাতা সব ঝরে যায়
মানুষেরা মরে যায়
কেউ কারে ফিরে পায়?
যায় না সে অজানায়।
সবাই তো যাব তায়
কত জানি কাছে হায়!
বাঁচবে তো কি উপায়
ভাল তবে কে ডুবায়?
মানুষেরা মরে যায়
কেউ কারে ফিরে পায়?
যায় না সে অজানায়।
সবাই তো যাব তায়
কত জানি কাছে হায়!
বাঁচবে তো কি উপায়
ভাল তবে কে ডুবায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন