যদি আমি মিথ্যা বলি
জীবন বরবাদ
তবে যদি সত্য বলি
সহসাই পাই স্বাদ।
সত্য মিথ্যা উভয় যদি
মিশ্রণ হয়ে যায়
দুই পক্ষ টানাটানী
আমায় ছিড়ে খায়।
দিন কাল যাই হোক
সত্ পথে চলি
অন্যায় দেখলেই
ঠাস ঠাস বলি।
পড়েছি ছোট বেলা
এখন পড়াই
সত্যেই মুক্তি মিলে
মিথ্যা ডরাই!
রাজনীতি কিছু না
চরিত্র বড়
সত্যই জীবন্ত
মিথ্যা জড়।
জীবন বরবাদ
তবে যদি সত্য বলি
সহসাই পাই স্বাদ।
সত্য মিথ্যা উভয় যদি
মিশ্রণ হয়ে যায়
দুই পক্ষ টানাটানী
আমায় ছিড়ে খায়।
দিন কাল যাই হোক
সত্ পথে চলি
অন্যায় দেখলেই
ঠাস ঠাস বলি।
পড়েছি ছোট বেলা
এখন পড়াই
সত্যেই মুক্তি মিলে
মিথ্যা ডরাই!
রাজনীতি কিছু না
চরিত্র বড়
সত্যই জীবন্ত
মিথ্যা জড়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন