বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৩

চোখে পানি টলমল করছে সাঈদীর সাথে আপনার দেখা হয়েছে শুনে

চোখে পানি টলমল করছে সাঈদীর সাথে আপনার দেখা হয়েছে শুনে। জানি না উনার ঈদ কেমন গেল, তবে আমার কোন ঈদ যেন খেয়ালে থাকে না যখন থেকে সাঈদী আর আমার মত মুক্ত নাই! আমি যে কত দিন দেখি না ঐ প্রিয় মুখখানি। হে আল্লাহ, আবার আমাদের তাফসীর মাহফীলে ফিরিয়ে তাও আমাদের প্রিয় সাঈদীকে। তোমারও তো প্রিয়! তবে কেন জালেম দ্বারা সাঈদীকে বেইজ্জতি করছো? কই এই ঈদেও তো এক সাথে ঈদ করতে পারলাম না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন