রবিবার, ৭ জুলাই, ২০১৩

এবার হবে দুই ভাইয়ের মিলন খেলা!

সেই কবে যে দুই ভাই এক সাথে মিলে মাঠে ফুটবল খেলতাম। ক্রিকেট খেলতাম। খেলতাম দাড়িয়াবান্দা, হাডুডু, কানামাছি, গোল্লাছুট আরো কত কি খেলা! শয়তান কখনো কারো ভাল চায় না। সে সারাক্ষণই ভাল মানুষের পাশ ঘেঁষে থাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য।

[বিশেষ কথা-শয়তান খারাপ মানুষের কাছে যেতে হয় না; কারণ, খারাপ মানুষ এমনিতেই শয়তানের চেয়ে বড় বড় শয়তানি করে থাকে। শয়তানও খারাপ মানুষের শয়তানী দেখে লজ্জা পায়।]

আমাদের দুই ভাইয়ের এত মিল পাশে দাঁড়িয়ে চেয়ে থাকা শয়তানটার পছন্দ হল না। ভেতরে ভেতরে সে তেলে-বেগুনে জ্বলে উঠল। সে বাহারী চক্রান্ত করে আমাদের মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ঝগড়ার কথা বানিয়ে বলেছে। জোর করে আমাদের ভিন্ন করেছে। আমাদের জায়গা-জমি আলাদা করে দিয়েছে। আমাদের নাম পরিবর্তন করে দিয়েছে। আর জোর করেই আমাদের আলাদা খাইতে বাধ্য করেছে। আমরা দুই ভাই খুব শান্ত প্রকৃতির। আমরা কোন শয়তানী জানি না। চক্রান্ত বুঝি না। তাই কিছুই বুঝে উঠতে আর কিছু বলতে, করতে পারি নি। শুধু ভুগেই গেলাম। আলাদা থাকলাম অনেক দিন হল। সেই থেকে আর আমার ভাইয়ের পাশে এক সাথে বসে খাইতে পাই না! এক সাথে খেলা করতে পারি না! আজও আমাদের সময় কাটছে ভাই ভাইয়ের কথা স্মরণ করে করে!

কালের চাকা ঘুরতে ঘুরতে আবার সেই ভাইয়ের সাথে একসাথ হয়ে খেলা করার সুযোগ হয়েছে। আবার আমরা দু'ভাই মিলে মাঠে খেলব। এখন ইন্টারনেটের যুগ। ডিজিটাল যুগ। আগের মানুষ জানত না তলে তলে কে কার ক্ষতি করে চলেছিল। কিন্তু আজ সেই সময় আর নেই। মানুষ আজ সত্য-মিথ্যা বুঝতে শিখেছে। সারা দুনিয়ার মানুষ এবার দেখবে দুই ভাইয়ের মিলন মুহূর্ত।

আমাদের দুই জনের মিল দেখে চিন্তা করবে তারা; আমাদের আমাদের আলাদা থাকার চক্রান্তের কথা। সেই শত্রুটাকে চিনবে। শত্রু থেকে সবাই এবার দূরে থাকবে। তাকে নিজের কাছে ঘেঁষতে বাধা দিবে। আর দোয়া করবে আমাদের দুই ভাইয়ের স্মৃতিচারণগুলোকে আল্লাহ কবুল করবেন। দুই ভাইয়ের ভালবাসাকে কবুল করবেন। আর দোয়া করবেন, যারা নিজেদের স্বার্থে দুই ভাইয়ের মাঝে মিথ্যা অপবাদে ফাটল ধরায় ধ্বংশ হোক!

--------------------------------- ---------------------------------
ট্যাগ/কি-ওয়ার্ড : দুই ভাইয়ের মিলন খেলা, ভাইয়ের মাঝে শয়তানী শত্রুতা, অনর্থক চক্রান্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন