মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

সম্মান দিবে আল্লাহ-ই যাকে নিন্দায় কে বা তার?

সত্য শান্তি জেনেছি যখন
ধিক সব মিথ্যাচার
হিংসা অহং সব ছেড়ে কর
নিজের গুণ বিচার।

কবিতা আর কবিতা লিখে
করছ জীবন পাড়
অথচ কবি-কবিতায় কেন
হক্ব নাই মিলাবার?

গ্রাজুয়েট লেভেল পাড় না হয়ে
পাশ না হয়েই ডাক্তার
কুরআন হাদীস না জেনেই কেন
শখ জাগে ফতোয়ার?

কুফর নেফাক যার যা থাক;
ধর তুমিই ইমানদার?
পিছলানো সুন্দরে সুন্দর-ই আছো;
ইয়ারকির কি দরকার?

কথায় লেখায় তাই কর না
নিন্দাবাদ প্রত্যাহার
সম্মান দিবে আল্লাহ-ই যাকে
নিন্দায় কে বা তার?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন