বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

হে তরুণ, জাগো আবার নিজের স্বকীয়তায়!

দেশ আমার, এই শরীর আমার, শক্তি আমার, ইচ্ছা আমার, কর্ম আমার, কর্মফল আমার। সবই যখন আমার, তো তুমি কেন আমাকে নিয়ে নাক গলাও? তুমি কি জানো না আমি নিজে স্বাধীন? আমার দেশ স্বাধীন? নিজের সব শক্তি আর যোগ্যতা দিয়েই করেছি এই স্বাধীনতা অর্জন। কই রে বাংলার নওজোয়ানরা? সবাই কি ঝিমে গেছো নাকি? মিথ্যা ভয়ে ভুতুরে হলে? নাকি লোভে তোমাকে কাপুরুষ বানিয়ে রেখেছে? দেখো তো নিজেকে আবার জাগাতে পারো কিনা হে তরুণ! জাগো আবার নিজের স্বকীয়তায়!



সদা সত্য কথা বলে যাও কর সত্য অঙ্গীকার
ভয় নাই ওরে ভয় ছেড়ে গড় ভবিষ্যৎ বাংলার!
জনগণ মেরে দেশটাই নিবে কি আর করিস অনশন?
দেশ নিয়ে গেল ভিনদেশ কই হে ষোল কোটি জনগণ?
স্বাধীন করেছি বাংলাদেশ নামে এই সোনা মাটির দেশ
হেলায়-ফেলায় এমন মাটি দেব না রে করতে শেষ!
বুকের রক্তে কিনেছি যখন বাংলায় স্বাধীন বল
দূর করে দাও ঘাড় ধরে সব বাংলার শত্রু দল!
মাতবরী আমার তোমায় দিল কে? নাই কি রে আর হুঁশ?
শেষমেশ বিশ্বক্ষমতাধর খেল জুতাই দেখ না বুশ!



পাড়ার দেশ ঐ মিথ্যুককে বলি, হেরে বন্ধুত্ব বলে কারে?
ফেলানীরা মরে ঝুলে থাকে কেন ঐ সীমানার কাঁটাতারে?
জানি না জানার দরকার নাই তোদের নিজের স্বাধীনতা
আমরা স্বাধীন আমরাই পারি চাই তোদের নিরবতা!
আর করোনা অবুঝ ছেলেরা ওরে নিজেরা নিজেরা পাপ
সত্য ন্যায়ের চরিত্রে ঝাড়ো তবে জীবনের অভিশাপ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন