রবিবার, ৭ জুলাই, ২০১৩

এভাবেই হবে হোক সত্য বিজয়!

রাজনীতি মারমুখি;
জনতার ভয়
মানুষ হয়েছি; কেন
কেউ কারো নয়?
দরদী নেতার কেন
মিছে অভিনয়?
খুনিদের ক্ষমা দৌড়
খেলা খেলা হয়!

সত্য আলোয় ধরা
হোক আলোময়
মুমিন মুমিন ভাই
ভাই পরিচয়।
সত্য ছুঁয়ে যা
সবার হৃদয়
এভাবে হবেই হোক
সত্য বিজয়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন