প্রেয়সী, তোমার জীবন ধন্য হবে গ
চেয়ে নাও, যা আছে মোর নিও
নিও সব; তবে তোমা থেকে মোরে শুধু একটু দিও।
কবিরা লিখে কবির সুন্দর স্বাভাবিক ভালবাসা
আমি কেন পারি না! আমিও পারি-
আমি পারি নিস্তারহীন ভালবাসা
যেখায় স্রষ্টার দেয়া আলো আশা
বাকী সব সর্বনাশা সদা তাই তারেই খুঁজে ফিরি
আম কবি রা লেখে-
ও তো কবিতা নয় রে; বড় মলভীগিরি।
আমার কবিতা আমি লেখি গ
লিখি গ যাহাই আমি
মনে রেখ প্রিয়া
সেই লেখাটাই হবে সব কবিতার দামী!
জমিতে বসে কবিতা লিখিলে
ফসল বুনব কবে?
আসল বাড়িতেই তোমার কবিতা
মধুর মধুর রবে।
আদর সোহাগ ভালবাসাবাসি
সময় নষ্ট মিথ্যা হাসাহাসি
সামনে আসছে বিপদ রাশিরাশি
তা কি তুমি জান?
বাড়িতে গিয়েই লিখব কবিতা বৈঠায় সোজা টান।
সকল মধুর নহর বহিব
শিল্পী হয়েই গান গাহিব
সুখ বিলায়ে মন কাড়িব। আহ, কী ই না বাগান বাড়ি!
ও গো প্রিয়া, ভুল বুঝনা যে
এই না ধরা সাম্য-ন্যায়ের; নই যে পুরুষ নারী।
এসো ভালবাসার অর্থ করি
স্রষ্টার সুদৃষ্টি
তুমি-আমি তো সেই আল্লাহরই
এক অপরূপ সৃষ্টি!
যত কবিতা চাও ভালবাসা চাও
দিব; তার হবে না ক্ষয়
বুঝবে সেদিন তোমার কবি
কতই না কবিতাময়!
-------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন