শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

এ জন্যই শিবির-জামায়াতীদের পাগল মনে হয়!

যেখানে আমাদের প্রগতিবাদীরা এদেশে অনেক চেষ্টা সাধনা করে দেশে আধুনিকতার ছোঁয়া লাগাতে পেরেছি। যেখানে ডিজিটালের নামে পশ্চিমা দেশগুলোর উদার সংস্কৃতিকে আমরা বাংলাদেশেও আমল করতে পারছি। এমন সময়-সুযোগ পেয়েও যাদের জীবন যৌবনে ডিজিটাল জোয়ার আসেনি। যারা শান্ত, পুরাতন সংস্কৃতিতে চর্চা করে যাচ্ছে। আর এভাবেই করবে নাকি সুন্দর সমাজ প্রবর্তন! আরে ওদের একটা বডি হইল? মাটির দেহের শরীর হইলে কি আর এভাবে মসজিদে গিয়ে শান্ত হয়ে বসে থাকতে পারে? ওদের একটা মানসিকতা হইল? এমন সময়-সুযোগে তাদের মনে সামান্যতম খায়েশও জাগে না। আমরা যখন আমোদ-প্রমোদে নিজেদের চূড়ান্ত ইচ্ছা পূরণ করে নিচ্ছি, তারা তখন স্বগ-সুখের জান্নাতের খোয়াব দেখে! আহারে জামাত-শিবিরের দল! যত সব পাগলের গোষ্ঠী! আর যত সব পাগলের কাজ কাম!!!


যে মুহূর্তটায় এসে আমরা লগি-বৈঠা, রিভলভার, পিস্তল, রামদা, চাপাতি, বুলেট, পুলিশবাহিনী, সেনাবাহিনী সব ডিজিটাল শক্তি কাজে লাগাতে ব্যস্ত, জামাত-শিবির তখনও সেই খালি হাতে শুধু মুখে মুখে নারায়ে তাকবীর-আল্লাহু আকবার ধ্বনীতে রাজ্য কাঁপাতে চায়। আরে, আমরা ইচ্ছা করলে তো জামাতিদের নিমিষেই নিঃশেষ করে দিতে পারি!

দেশের সব ক্ষমতা আমাদের হাতে। তারা খালি হাতে কি আর করতে পারবে? ওদের এই বিষয়টা আজও তাদের মাথায় আসেনি। আসল খেইলের মজা বুঝবে কেমনে? তসলিমা, সামসুর রহমান, হুমায়ুন আজাদের ছোহবত পেলে তো হুঁশ হবে! ওরা যে সারাক্ষণ ঐশী বাণী নিয়ে ঘাটাঘাটি করায় ব্যস্ত! আসলে ওরা পাগলের প্রলাপ করছে। হেন করে ফেলব তেন করে ফেলব। ফাঁসি দিয়ে ফেলব। গুম করে ফেলব। কথায় নয় শুধু, আসলেই আমরা এসব কাজেও করতে পারি! এবার দেখো মজা! তোমাদের আল্লাহর কাছে ক্ষমতা, না আমাদের, এবারই প্রমাণ হবে!

আমরা যখন আইন, প্রশাসন, শক্তিমত্তা আর মুখের জোর, বকাবাজী, ধোকাবাজী, সন্ত্রাসী, টেন্ডারবাজী, চুরি, ডাকাতি, লুটপাট, ছিনতাই, চাঁদাবাজী করে নিজেদের ভাগ্যকে খুব সহজেই গড়ে নিতে ব্যস্ত, জামাত-শিবিরেরা এখনও আছে সেই পুরনো খুলাফার যুগে নিজেরা মাঠে ময়দানে সরল কৃষিকাজে শরীরের ঘাম ঝরায়। তারা এখনও আল্লাহর উপর আস্থা রাখে নিজেদেরকে অনেক অনেক পাওয়া থেকে বঞ্চিত রাখছে। আমাদের হেদায়াতের জন্য দোয়া করছে। আরে আমরা কি সহজেই হেদায়াত নিব নাকি? তাহলে আমরা খাব কি করে? আমরা তো ভাল করে লেখা-পড়াও করিনি দলের কাছ থেকে বিশালাকার সুবিধা পাওয়ার আশায়। ভাল কোন কাজও করিনি যে, কাজ করে খাব! আমরা তো ইচ্ছা করেই তোমাদেরকে চাপে রাখি- কারণ, তোমরা আমাদের মত প্রগতিশীল নও, আমাদের মত চালাক নও, আমাদের মত শক্তিধর নও, আমাদের মত সুবিধা নিতে পার না।

আসলে তোমরা জামাতী আর শিবিরবাদীরা এমনই!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন