মঙ্গলবার, ২ জুলাই, ২০১৩

করলে গোসল এসো বৃষ্টি বাড়ি

একটু পর পর
বৃষ্টি খেলা
রোদ-বৃষ্টি করে
রংয়ের মেলা!
গোসল পাড়ে এলে
টেনে নিতাম
ভিজানো আড্ডায়
ভিজিয়ে দিতাম!
একাকী কত আর
ভিজতে পারি
করলে গোসল এসো
বৃষ্টি বাড়ি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন