শনিবার, ৬ জুলাই, ২০১৩

আউট সাইট যদি হয় এইরম পিউর নির্বাচনে জয়লাভ তো হবেই শিউর।

গাজীপুরের নির্বাচনে
বাসে বসে যাচ্ছিলাম
কেন্দ্রে যাওয়ার আগেই যেন
বহুত মজা পাচ্ছিলাম।
হালির হালি সোনার ছেলে
রাস্তায় রাস্তায় দাঁড়াইছে
দোয়াত কলম মার্কার উপর
ভোটাররে ভোট মারাইছে!
কী সুন্দর মার্কারে
আজমত উল্লাহ পাইলরে।
তিন হাজার টেকা নেন, মজা খায়েন
মান্নানের টিভিটাও ভাইঙ্গা লায়েন!

আউট সাইট যদি হয় এইরম পিউর
নির্বাচনে জয়লাভ তো হবেই শিউর।
সকালেই রোদ যদি বেশি পড়ে যায়
পথিকেরা পথ চলে ছায়ায় ছায়ায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন