সাদা কালা আগুন!
-------------------
চতুরালি ...লীগ ...লীগ
সস্ত্রাস-ই যশ
অশালীন যজ্ঞে;
নাই রস-কষ।
চাপাতি রাম দা'র
কত শত ভেলকি
রক্ত খেতে লগি
বৈঠার খেল কি!
জনতার দৌলতে
বাদশাহী কারুন
যেথায় যা ভাল সব
তেড়ে কেড়ে আনুন।
দেশটাই আ.লীগের
প্রেম হয় বিষম
আরো চায় রক্ত
খেয়েছে যে কম!
যমজ বন্ধুরাজ
চোখে চেয়ে কাত
সীমান্ত পাহাড়ায়
বাংলা ডাকাত।
প্রশাসন আদালত
লাগবে না আইন
উলঙ্গ বাংলাও
করে নাই মাইন।
অভিযান চিরুনিতে
ছাত্রশিবির
বে-আইনী বলীয়ানে
নষ্টরা বীর।
পাগল-বোকা-মুর্খরা
কী যা তা কয়
জ্ঞানী-দেশপ্রেমীকেরা
আজব-বিশ্ময়!
একশত চুয়াল্লিশ
কুরানের সভায়
সব পাপ মাফ যেন
হয় না তবায়।
ক্ষমতার ঝালে নবী-
আল্লাহই বাদ
ইসলাম মুসলিমে
সদা অপবাদ।
চারিদিকে হৈচৈ
মজা হয় দারুন
রাজাকার মলভী গ
ধরে ধরে মারুন।
নীতিহীন সরকার
অকেজোঁ ফাগুন
জনগণ খেলনা যে
সাদা-কালা আগুন!
চড়ূইভাতি দেশ
লুটেপুটে খায়
বাবা'র সম্পদই তো;
কিবা আসে যায়!
সত্য মিথ্যা বুঝে
বাড়াও ঈমান
উড়বে বাংলা জয়ে
বিজয় নিশান!
-------------------
চতুরালি ...লীগ ...লীগ
সস্ত্রাস-ই যশ
অশালীন যজ্ঞে;
নাই রস-কষ।
চাপাতি রাম দা'র
কত শত ভেলকি
রক্ত খেতে লগি
বৈঠার খেল কি!
জনতার দৌলতে
বাদশাহী কারুন
যেথায় যা ভাল সব
তেড়ে কেড়ে আনুন।
দেশটাই আ.লীগের
প্রেম হয় বিষম
আরো চায় রক্ত
খেয়েছে যে কম!
যমজ বন্ধুরাজ
চোখে চেয়ে কাত
সীমান্ত পাহাড়ায়
বাংলা ডাকাত।
প্রশাসন আদালত
লাগবে না আইন
উলঙ্গ বাংলাও
করে নাই মাইন।
অভিযান চিরুনিতে
ছাত্রশিবির
বে-আইনী বলীয়ানে
নষ্টরা বীর।
পাগল-বোকা-মুর্খরা
কী যা তা কয়
জ্ঞানী-দেশপ্রেমীকেরা
আজব-বিশ্ময়!
একশত চুয়াল্লিশ
কুরানের সভায়
সব পাপ মাফ যেন
হয় না তবায়।
ক্ষমতার ঝালে নবী-
আল্লাহই বাদ
ইসলাম মুসলিমে
সদা অপবাদ।
চারিদিকে হৈচৈ
মজা হয় দারুন
রাজাকার মলভী গ
ধরে ধরে মারুন।
নীতিহীন সরকার
অকেজোঁ ফাগুন
জনগণ খেলনা যে
সাদা-কালা আগুন!
চড়ূইভাতি দেশ
লুটেপুটে খায়
বাবা'র সম্পদই তো;
কিবা আসে যায়!
সত্য মিথ্যা বুঝে
বাড়াও ঈমান
উড়বে বাংলা জয়ে
বিজয় নিশান!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন