দুনিয়াটা আওয়ামীলীগে ভরে গেছে। আর শয়তানী হয় না এমন যায়গাও আর নাই বোধয়! এভাবেই থাকবে কেয়ামত পর্যন্ত। প্রত্যেকটা মুসলিম দেশেই একই অবস্থা বিরাজ করছে। তবে আমি কথাটা মিশরের অবস্থার আলোকে বলেছি।
মহান আল্লাহর কাছে দোয়া করি আর আপনিও দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে মুসলিম হিসেবে বাঁচিয়ে রাখেন এবং মুসলিম হিসেবেই দুনিয়ার জীবনের সমাপ্তি আনেন। আমীন! এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হতে পারে না যে আমি, আপনি একজন মুসলিম দুনিয়ার জীবন পাড় করতে পেরেছি!
এজজন মুসলিমের দুনিয়া ও আখেরাতের সব যায়গায় সম্মান। আল্লাহর কাছে তো কত মূল্যবান তা বলার অপেক্ষা রাখে না। মৃত্যুর পরও দেখেন সুন্দর করে গোসল করিয়ে, আতর গোলাপ চন্দন মেখে সাদা পোষাক পড়িয়ে, দোয়া স্বরূপ জানাযা দিয়ে আস্তে করে খাটে করে সম্মানের সহিত কবরে রাখা হয়। মৃত্যুর পরে চির সুখের জান্নাত তো আছেই! যদি মুসলিম হতে না পারেন তবে মরার পর দুনিয়াতেই আপনাকে আগুনে পুরিয়ে জাহান্নামের উদ্বোধন করিয়ে দেওয়া হবে নয়তো মাটিতে গর্ত করে হাত পা ভেংগে পাড়ামাটি দেওয়া হবে!
তো বলুন, মুসলিম ভাল না আওয়ামীলীগ! যদি আপনার জ্ঞান থাকে আর আপনার মাথা বিকৃত হয়ে না থাকে তবে নিশ্চয়ই আপনি মুসলিম হয়েই মরতে চাইবেন। যেহেতু আমাদের সবাইকেই একদিন মরতে হবে। আর আমাদের আল্লাহ তো সাবধান করেই দিয়েছেন, তোমার মুসলিম না হয়ে মরবে না!!! এখন বুঝেন মুসলিম হওয়ার গুরুত্ব কতটুকে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন