বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

এট্টুনি একটা বাবুই! আর কত্ত সুন্দর কইরা একটা বাসা বানাইছে দেখছো?

এট্টুনি একটা বাবুই! আর কত্ত সুন্দর কইরা একটা বাসা বানাইছে দেখছো? তোমরা তো মানুষ। তাও আবার কত বড়! হাতে নিয়ে দেখেছো কত সুন্দর বাবুই পাখির বাসা? তোমরা কি পারবা এমন একটা বাসা বানাইতে?

-না স্যার! পাখি তো কি সুন্দর কইরা ঘর বানায়। সুন্দর কইরা বুনায়া বুনায়া বানায়। আমরা পারমু কেমনে?

পারবা। তোমরাও পারবা। এর চেয়ে বড় কিছু বানাইতে পারবা। তোমরা খালি ভাল কইরা যেই পড়াটা ক্লাসে পড়াই তা বুঝার চেষ্টা করবা। তুমি কি বুঝেছ আমাকে বলবা। তারপর লিখে আমাকে দেখাবা। এভাবে পারতে পারতে একদিন তুমিও বাবুই পাখির বাসা থেকেও অনেক সুন্দর সুন্দর কিছু বানাইতে পারবা! তাহলে আজ থেকে তোমরা স্কুল কামাই দিবা না! আর ক্লাসে পড়ালেখায় মনোযোগি হবা তো?

-জি স্যার। আজ থেকেই সব ঠিকঠাক মত করব, চলব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন