যদিও
মন্টা ভাল না এই জন্য যে, ব্লগ থেকে +/- রেটিং বাদ দেয়া হয়েছে। ইচ্ছে করছে
আজ শুধু +/- নিয়ে বার বার লেখি। যদি প্রশ্ন জাগে, +/- রেটিংয়ের সাথে মন
খারাপের সম্পক কি? তাহলে আগে এখান থেকে ঘুরে আসবেন। (+/-) রেটিং বাদ দিয়ে পছন্দ অপশনটা বাজে লেখাকেই উৎসাহ দেয়া হল! যদি বুঝে থাকেন, সরাসরি আসল কথায়...
কিন্তু নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হল বিয়ে। এটাকেও যে
অস্বীকার করতে পারি না। তাই সকালের রেডি করা পোস্টটা আর বিলম্ভ করতে চাই
নি..
এভাবেই আমি ব্লগে আমার বিয়ের ব্যাপারটা ব্লগারদের সাথে শেয়ার করেছিলাম।
খুব
জোর দিয়ে ব্যাপারটা ভাবছি। আমি ঠিক যেমনটা চাই তেমনটা আপনারদের কাছ থেকেই
বেশি আস্থা রাখি। আপনাদের কিছু অভিজ্ঞতা আর আপনাদের সহযোগিতা আমার আসলেই
প্রয়োজন। আমি কিছুই জানি না আমাকে কি করতে হবে। আমার পিতা-মাতার চেয়ে আমার
দ্বীনি ভাইদের বেশি প্রাধান্য আমার কাছে। আপনাদের পরামর্শগুলো এমন ভাবে
দিবেন যেন আমাকে এবং আমার হবু জন কে জান্নাতের দিকে টেনে নিয়ে যায়।
কি রকম পাত্রী আমার চাওয়া-
০ ইসলাম প্রিয় বাবা-মায়ের ঘরোয়া, পর্দাশীল, শালীন হবেন।
০ যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন হবেন।
০ কিছুতেই কর্কশ বা বদমেজাজী হবেন না।
০ দৈহিক সৌন্দর্য্যের চেয়ে চারিত্রিক বৈশিষ্ট্যে উজ্জ্বল হবেন।
০ কাঙ্খিত ব্যক্তিদের সাথে মার্জিত আচরণকারী সম্পন্ন হবেন।
০ স্বামীর সংসারকে নিজের সংসার হিসেবে গ্রহণ করার মানসিকতা সম্পন্ন হবেন।
০ তাক্বদীর বা ভাল-মন্দ সকল কাজে একমাত্র আল্লাহর উপর ভরসাকারী হবেন।
কিছুদিন পর আমি একটা স্বপ্ন দেখেছিলাম এভাবে-
হাসি-কান্নার কত কিছু যে ঘটে যায় এই দুনিয়ায়! আর একজন ব্লগারের স্বপ্ন!
এখানে অনেকে অনেক ভাবে স্বপ্নের তাবির করেছেন। তবে সবার মন্তব্য,
দোয়া, আমাকে ভালবাসা আমার হৃদয় কেড়েছে। তো এখানের যারা বিয়ে সম্পর্কিত
মন্তব্য করেছেন তা উপস্থাপন করলামঃ
FM-97 লিখেছেন : আমাকে তাবীর দেয়ার যোগ্য মনে করার জন্য ধন্যবাদ। যদিও আমি ততটা যোগ্য বা আলেম নই। আমার জানা মতে স্বপ্ন দুই দিক থেকে আসে-
১/ আল্লাহর পক্ষ থেকে।
২/ শয়তানের পক্ষ থেকে।
তারপরও যতটুকু বুঝেছি তাহল- আপনার স্বপ্নটা মনে হয় আল্লাহর পক্ষ থেকেই
দেখানো হয়েছে। মূলত ব্লগের প্রতি ভালোবাসা হয়ত আপনার এই স্বপ্ন দেখার
কারণ। আপনার আগমনে ব্লগের সবাই সন্তুষ্ট এবং খুশি। তাছাড়া স্বপ্নের ১ম
অংশের আরেকটা ব্যাখ্যাও হতে পারে যেমন- হয়ত অনেক দিন ব্লগ থেকে দূরে থাকার
পর আপনি ফিরে আসবেন, আর তাই সব ব্লগাররা যেন আপনাকেই এতদিন খুজেছিলো এবং
অবশেষে পাবে।
২য় অংশের ব্যাখ্যাটা হতে পারে, ব্লগেরই একটা মেয়ের ইসলামিক
ধ্যান-ধারণা আপনার ভাল লাগবে, তবে আপাতত তার দেখা আপনি হয়ত পাবেন না।(সত্য
আল্লাহ জানেন)
দৃশ্য-অদৃশ্যের মালিক আল্লাহ। তেমনি স্বপ্নের আসল তাবীর আল্লাহই
জানেন। আমার যতটুকু মনে হলো, তাই বললাম। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাক- এই
কামনায়।
সিকদার লিখেছেন : সপ্ন একদিন সত্য হোক,
এই কামনায়, যে কোন একটি রাতের পর মিলন মেলার ভোর হোক।
সোনালী দিন লিখেছেন : মহা মিলন মেলাটা মাহমুদ ভাইয়ের বিয়েতে হবে ইনশাল্লাহ
বিমুগ্ধ রজনী লিখেছেন : আপনার বিয়েতে আমাদের সকল ব্লগারদের দাওয়াত থাকলো ।
বসুমন্দার লিখেছেন : আমি ব্লগে সঙ্গত কারণে নিয়মিত নই।
স্বপ্নে যে মেয়ের কন্ঠে ইসলামী সঙ্গীত শুনেছেন, আল্লাহ পাক চাইলে মেয়েটি আপনার জীবনসঙ্গী হতে পারে।
স্বপ্নের ২য় অংশের তাবীর অনেকেই অনেকভাবে ইতিমধ্যে করেছেন।
তবে বিজ্ঞজনদের কথা ," তাৎপর্যপূর্ণ সুন্দর স্বপ্ন আম-জনতার কাছে প্রকাশ না করা উত্তম"।
----------------------------------------------------------------
মন্তব্যগুলো পড়ে আমার মনে ব্লগার বউ নিয়ে কিছুটা চিন্তা করেছি এভাবে-

বিয়ে করলে আমি একটা বউ পাবো। তা অবশ্যই আমার মনের মত হবে। আল্লাহ যেহেতু
মানুষের চাহিদা অনুযায়ী, তার কর্মফল অনুযায়ী সবকিছুর ফয়সালা করেন সেহেতু
মানুষ যা চায় তাই আল্লাহ তাদে দান করেন। আর তা ফয়সালাম করেন যা মানুষের
জন্য কল্যাণকর।
আমি একজন ব্লগার। বিয়ে ব্লগারকে করারও পরামর্শ এসেছে। আমার ৬ মাসের
ব্লগিংয়ে জেনেছি, দুই জোড়া ব্লগারর বিয়ে হয়েছে। আমি ব্লগ অনেক অনেক অনেক
পছন্দ করি। আমার বউও তো পছন্দ করতে পারে! এমনটা হলে মন্দ না।

ব্লগার যখন বউ হবে; যদি আমার মত ব্লগ পাগলার মত বউটাও ব্লগ পাগলি হয়, তবে-
০ মাছ কুটবে। মাছের আইলসা থেকে বাংলা অক্ষর ঝরে পড়বে। মাটিতে পরতে পরতে পোস্ট তৈরী হয়ে যাবে।
০ দেশী কদু কাটবে। নরম ভরে মন থেকে আমার প্রতি ভালবাসা বেরিয়ে আসবে।
কেচকেচ করে আলতু করে টুকরা করতে করতে বর্ণমালায় পোস্ট সাজানো হয়ে যাবে;
কাটাকাটি রেখে সারি এহেন রান্না কত আর!
কত মধুর এই সংসার ওরে মাহমুদ নাইস আমার!
০ স্কুল/দোকান থেকে ফিরতে বাজার থেকে যখন মুরগী নিয়ে যাব। চামড়ার তোলার ভাঁজ না পেয়ে ছন্দ মিলাতে থাকবে-
কোথায় এলাম গড়তে জীবন আগেই ছিলাম বেশ
পড়ালেখা, আড্ডা, খাওয়া আর ঘুমাতাম পরিশেষ
যুদ্ধ করে বাঁচব যখন রাজপথেই ভাল ছিল
এমন করে কটকটা হতে কে রে এনে দিল?
এভাবে বর্ণমালা সাজিয়ে সন্ধ্যাবেলা যখন হাজির, এক লাফে খাটের উপর।
বসে, শুয়ে, কাত হয়ে, হেলান দিয়ে লেপটপ ওপেন করবে। বালিশ একখান টেনে ধরে
হাতের আঙ্গুলে কিবোর্ডে টুসটাস করে সারাদিনের জমানো লাইনগুলো লিখে ব্লগে
প্রকাশ করবে। সংসারের ভাল লাগা-মন্দ লাগা নিয়ে লিখতে থাকবে, পাঠকগণও লেখা
পড়ে সংসারের হাল/চাল-চলন অনুভব করতে পারবেন।
এতে আমার উপকার যা যা হবেঃ

সংসার সুখের মনে হলে ব্লগার পাঠকগণ নিজেরাও এভাবে ব্লগের কাউকে বিয়ে করতে চাইবেন।

খুঁজে কাউকে না পেলে অবশেষে মাহমুদ নাইসকে গোপনে বলবেন, ভাই! নিজের কাম
শেষ। তাই আমাকে একটা জুটায়ে দেন! আমার সাধ্যে থাকলে হয় তো আমি মুখ ফিরিয়ে
নিব না।

ঝামেলা মনে হলে আমাদের ঝামেলা থেকে লেখনি, মোবাইলে, সাক্ষাতে (যেভাবেই হোক) মুক্ত করার চেষ্টা করবেন।
অবশেষে মহান আল্লাহর কাছেই দোয়া করবেন। হে আল্লাহ, মাহমুদ যুগলদের উপর
তুমি রহমত ঢেলে দাও! তোমার মায়ার চাদর দ্বারা তাঁদের ভালবাসা বৃদ্ধি করে
দাও! তাঁদের দু'য়ের ব্লগ জীবন, সংসার জীবন, দুনিয়া জীবন, সামাজিক জীবন,
রাষ্ট্রীয় জীবন সুন্দর, সুষ্ঠ ও মধুময় করে দিন! জান্নাতেও যেন এক সাথে
থাকতে পারেন, সেই পথেই তুমি তাঁদের পরিচালিত কর!
এগুলো ব্লগারদের চিন্তা হতে পারে। তবে আমি ব্লগের বউ অবহেলা করছি
না। ব্লগ বা ব্লগের বাইরে যেই হোক, আল্লাহ যেন আমার পছন্দসই কাউকে মিলিয়ে
দেন এমনটাই আমার কামনা-বাসনা, চেষ্টা-সাধনা। আমিন!
ট্যাগ/কি-ওয়ার্ড : বউ যখন ব্লগার