মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

গেজেট যদি প্রকাশ করে আমার বেতন দ্বিগুণ বাড়ে -আমি কি আর বসে থাকতে পারি? বাজার থেকে মিষ্টি নিয়া শীতের কাপড় গায়ে দিয়া -এক দৌড়ে চলে যাচ্ছি বাড়ি!

গেজেট যদি প্রকাশ করে
আমার বেতন দ্বিগুণ বাড়ে
-আমি কি আর বসে থাকতে পারি?
বাজার থেকে মিষ্টি নিয়া
শীতের কাপড় গায়ে দিয়া
-এক দৌড়ে চলে যাচ্ছি বাড়ি!

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ভোটের জন্য দাঁড়াইছিলাম ভোট বুঝেছি পেলাম না ভোট ছাড়াই পাশ করিলাম তৃপ্তি ঢেকুর খেলাম না। এ্যাম্বুলেন্সটা জ্যামে রেখে ছুটছি বেজায় পোঁ-পোঁতে লাজ শরমের খ্যাতা ছিড়েই শপথ নিলাম লাইভ শোতে। আমি বেজায় গরীব দুঃখীর ভাই; দরদ আমার চুয়াই পড়ে মা-বাপ কোথা পাই???

ভোটের জন্য দাঁড়াইছিলাম
ভোট বুঝেছি পেলাম না
ভোট ছাড়াই পাশ করিলাম
তৃপ্তি ঢেকুর খেলাম না।
এ্যাম্বুলেন্সটা জ্যামে রেখে
ছুটছি বেজায় পোঁ-পোঁতে
লাজ শরমের খ্যাতা ছিড়েই
শপথ নিলাম লাইভ শোতে।

আমি বেজায় গরীব দুঃখীর ভাই;
দরদ আমার চুয়াই পড়ে
মা-বাপ কোথা পাই???

শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

শিক্ষক মনে কোন দুঃখ নাই; ইস্কুল আছে আমিও আছি মানুষ গড়েই খাই! নয়া স্কেলের খবর জানার টান; বেতন বাড়ুক না বাড়ুক তাতে মনে নাই অভিমান!

শিক্ষক মনে কোন দুঃখ নাই;
ইস্কুল আছে আমিও আছি
মানুষ গড়েই খাই!
নয়া স্কেলের খবর জানার টান;
বেতন বাড়ুক না বাড়ুক তাতে
মনে নাই অভিমান!

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

আমি আছি তুমি আছ কিছু বন্ধু নাই ফেসবুক চালিয়েই তারা গিয়েছে হারাই। আবার আসুক আবার আসুক আগের মত চাই! ফেসবুক যারাই চালাই সবাই ভাই-ভাই।

আমি আছি তুমি আছ
কিছু বন্ধু নাই
ফেসবুক চালিয়েই তারা
গিয়েছে হারাই।
আবার আসুক আবার আসুক
আগের মত চাই!
ফেসবুক যারাই চালাই
সবাই ভাই-ভাই।

বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

ভেবেই দেখ, আমার আমি; আমিই আমার!

আমার যখন অসুখ হবে
দুঃখ আমার
মরণ হলে আমিই যাব;
কেউ যাবে আর?
পেটের ক্ষুধায় আমিই জ্বলি
ভাত না খেলে
আমার চোখে আমিই দেখি
চোখটা মেলে
বিচারদিনে দোষী হলে
জ্বলব আমি
আমি মানে আমি একাই;
আমার নামই!
ঐ বিপদে আমার পাপের
কে ভাগীদার?
ভেবেই দেখ, আমার আমি;
আমিই আমার!

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

ভেবে ভেবে দিন হয়ে যায় পাড়; ঘুমের ভারেই রাত জাগি না চোখ মেলি না আর। কেমন করে স্বপ্ন মাখি গায়? আমার দেহ আমার নহে; স্বপ্ন দেখা দায়!

ভেবে ভেবে দিন হয়ে যায় পাড়;
ঘুমের ভারেই রাত জাগি না
চোখ মেলি না আর।

কেমন করে স্বপ্ন মাখি গায়?
আমার দেহ আমার নহে;
স্বপ্ন দেখা দায়!

একটা কথা বলি তোমায় এই ক্ষণে আমি তোমার মুখেই, বোধয় নই মনে রাস্তাতে ঐ হাটি পড়ি পিচ্ছিলে; তুমিই না টেনে তুলে দিচ্ছিলে? গাছে তখন ঝুলছে কতক বান্দরী নাচছে তারা ঠেংয়ের নিচে কান ধরি!

একটা কথা বলি তোমায় এই ক্ষণে
আমি তোমার মুখেই, বোধয় নই মনে

রাস্তাতে ঐ হাটি পড়ি পিচ্ছিলে;
তুমিই না টেনে তুলে দিচ্ছিলে?

গাছে তখন ঝুলছে কতক বান্দরী
নাচছে তারা ঠেংয়ের নিচে কান ধরি!

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

কাদের মুখে হাসি আজি খিলখিলে মানবতা থাকে নারে খালবিলে পদে পদে চলছে বড় কারসাজি সত্য জিতে জিতবেই রে তাঁর বাজি। অন্ধকারে স্তব্ধ আমার দুই আঁখি দিনের আলো ফুটবেই রে; কই বাকি?

কাদের মুখে হাসি আজি
খিলখিলে
মানবতা থাকে নারে
খালবিলে
পদে পদে চলছে বড়
কারসাজি
সত্য জিতে জিতবেই রে
তাঁর বাজি।
অন্ধকারে স্তব্ধ আমার
দুই আঁখি
দিনের আলো ফুটবেই রে;
কই বাকি?

সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

দেশে বেশি লোহার দাম সোনার কথা জিগায় না পন্য ঢাকা ঘোর আঁধারে সোনা, তোমার বিদায় না! সোনা দিয়ে তরবারি নয় লোহা কানের দূলে না আকাশউড়া বেলুনগুলো হাওয়া ছাড়া ফুলে না।

দেশে বেশি লোহার দাম
সোনার কথা জিগায় না
পন্য ঢাকা ঘোর আঁধারে
সোনা, তোমার বিদায় না!
সোনা দিয়ে তরবারি নয়
লোহা কানের দূলে না
আকাশউড়া বেলুনগুলো
হাওয়া ছাড়া ফুলে না।

দেশে কি আর স্বাধীনতা থাকবে না? শিক্ষিতদের বিবেক বিচার পাকবে না? সত্যে গড়া স্বপ্ন কি আর আঁকবে না? যে বানাল তাঁর কথা কি রাখবে না?

দেশে কি আর স্বাধীনতা থাকবে না?
শিক্ষিতদের বিবেক বিচার পাকবে না?
সত্যে গড়া স্বপ্ন কি আর আঁকবে না?
যে বানাল তাঁর কথা কি রাখবে না?

রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

কেমন করে ব্লগিং করি ব্লগের মালিক বাড়ি নাই; ব্লগে ব্লগার বাঁচি-মরি মালিক মনে তাড়া নাই। ইচ্ছে হলে আনতে পারে ব্লগে যেসব ব্লগার নাই নিমন্ত্রণে খরচ দিতে কত ব্লগার খাড়া তাই। কেমন তুমি ব্লগের মালিক খোঁজ নিবেনা; মারা যাই? ভালবাসা পাবেই বলি, এবার যেন সাড়া পাই!

কেমন করে ব্লগিং করি
ব্লগের মালিক বাড়ি নাই;
ব্লগে ব্লগার বাঁচি-মরি
মালিক মনে তাড়া নাই।
ইচ্ছে হলে আনতে পারে
ব্লগে যেসব ব্লগার নাই
নিমন্ত্রণে খরচ দিতে
কত ব্লগার খাড়া তাই।
কেমন তুমি ব্লগের মালিক
খোঁজ নিবেনা; মারা যাই?
ভালবাসা পাবেই বলি,
এবার যেন সাড়া পাই!

কোনভাবেই আঁধার কাটুক আগের সুদিন আসবেই পুব আকাশে ফুটবে আলো সত্য পথিক হাসবেই!

কোনভাবেই আঁধার কাটুক
আগের সুদিন আসবেই
পুব আকাশে ফুটবে আলো
সত্য পথিক হাসবেই!

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

আগের মত ব্লগিং যেন আসে না; মিঠা কথায় মুখ তো হাসে- মন সেনানী হাসে না! আগের মত প্রাণের ছোঁয়া নাই; নতুন লেখার পরেই নোটিশ- সাবধান হওয়া চাই! সেই যে কত ব্লগর-ব্লগর করেছি; ব্লগনীতিরা লাইনে দাঁড়ায়- আমিই দূরে সরেছি! কেন এত ব্লগের প্রতি টান? ঝেরে ফেলি শরমলতা- দূর হ অভিমান!

আগের মত ব্লগিং যেন আসে না;
মিঠা কথায় মুখ তো হাসে-
মন সেনানী হাসে না!
আগের মত প্রাণের ছোঁয়া নাই;
নতুন লেখার পরেই নোটিশ-
সাবধান হওয়া চাই!
সেই যে কত ব্লগর-ব্লগর করেছি;
ব্লগনীতিরা লাইনে দাঁড়ায়-
আমিই দূরে সরেছি! কেন এত ব্লগের প্রতি টান?
ঝেরে ফেলি শরমলতা-
দূর হ অভিমান!

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

যোয়ান পোলা কাম করে না বাবার কামাই খায় কত্ত যে কই ইস্কুলে যা পিছ না ফিরে চায়। ভবিষ্যতে কি হয় পোলা কে জানে কি হায় গজব জানি সোনার ছেলে বাড়িত নিয়া আয়!

যোয়ান পোলা কাম করে না
বাবার কামাই খায়
কত্ত যে কই ইস্কুলে যা
পিছ না ফিরে চায়।
ভবিষ্যতে কি হয় পোলা
কে জানে কি হায়
গজব জানি সোনার ছেলে
বাড়িত নিয়া আয়!

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

পরিমল জয়ধর; কি দারুণ ভাগ্য! তার সেই আকামে কেহই না রাইগ্যো! ঐ পরিমলদের নুনুর কি দাম রে ওসব তো ছেলেমী; না না বদনাম রে। স্বাক্ষী বানিয়েও ফাঁসি দেয়া যায় রে পরিমলদের কভু ফাঁসি না মানায় রে! পরিমল বাবাজী ওসব আর কর না অপরাধ করেছ খুব বড়সর না। মোল্লারা মরে যাক বেঁচে থাক তোমরা তাদের সে ধর্মে চলিও না গোমড়া!

পরিমল জয়ধর;
কি দারুণ ভাগ্য!
তার সেই আকামে
কেহই না রাইগ্যো!
ঐ পরিমলদের
নুনুর কি দাম রে
ওসব তো ছেলেমী;
না না বদনাম রে।
স্বাক্ষী বানিয়েও
ফাঁসি দেয়া যায় রে
পরিমলদের কভু
ফাঁসি না মানায় রে!
পরিমল বাবাজী
ওসব আর কর না
অপরাধ করেছ
খুব বড়সর না।
মোল্লারা মরে যাক
বেঁচে থাক তোমরা
তাদের সে ধর্মে
চলিও না গোমড়া!

শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

তোমায় যদি বলব কথা খুব গুণীধর এই মেয়ে! কোন্ টানে মোর টুনটুনিটা তোমায় কানে গান গেয়ে? ঐ চাহনী স্বপ্ন দেখে; দুঃখ পেলেও কানত না বুক ভরা থাক জোছনা আলোয় হয়তো কাছে টানত না। ঐ যে কথার স্বপ্নমালা রাখল গেঁথে সংগোপন এক জীবনে একটা স্বপন একটা আমি একটা মন। ভাবনা এসে কাটছে সাঁতার প্রথম চ্যাটের ঐ ক্ষণে স্বর্গহুরে শিরশিরালো আমার আমি নই মনে। প্রেম যদি হয় মিছামিছি আর কিছুতেই গলব না আমিই যখন রান্না পারি তোমায় কিছু বলব না।

তোমায় যদি বলব কথা
খুব গুণীধর এই মেয়ে!
কোন্ টানে মোর টুনটুনিটা
তোমায় কানে গান গেয়ে?
ঐ চাহনী স্বপ্ন দেখে;
দুঃখ পেলেও কানত না
বুক ভরা থাক জোছনা আলোয়
হয়তো কাছে টানত না।
ঐ যে কথার স্বপ্নমালা
রাখল গেঁথে সংগোপন
এক জীবনে একটা স্বপন
একটা আমি একটা মন।
ভাবনা এসে কাটছে সাঁতার
প্রথম চ্যাটের ঐ ক্ষণে
স্বর্গহুরে শিরশিরালো
আমার আমি নই মনে।
প্রেম যদি হয় মিছামিছি
আর কিছুতেই গলব না
আমিই যখন রান্না পারি
তোমায় কিছু বলব না।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫

মেহমান এসেছে আমাদের ঘরে! সুযোগ পেলেই সে পড়াশুনা করে।

মেহমান এসেছে আমাদের ঘরে!
সুযোগ পেলেই সে পড়াশুনা করে।
দেখো না মেহমান কেমন করে!
এ দেখে আমাদের বুকটা ভরে।
মেহমান এখনও খুব নড়োবড়ে;
আল্লাহ নিজেই তার সমাদর করে!


বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

এমন বাড়ি করব যেন সেভ থাকা যায় এমন বিয়া করব যে বউ কম করে খায়। এমন করে চলব যাতে সৎ থাকা যায় এমন কথা বলব যেটা লোকজনে খায়।

এমন বাড়ি করব যেন
সেভ থাকা যায়
এমন বিয়া করব যে বউ
কম করে খায়।
এমন করে চলব যাতে
সৎ থাকা যায়
এমন কথা বলব যেটা
লোকজনে খায়।

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

পোস্ট দিয়েছি গরু মরছে কইয়া কত কমেন্ট পোস্টটা আমার লইয়া কেমনে দিলাম মুসলিম আমি হইয়া আনফ্রেন্ড করে এক ফ্রেন্ড সরি কইয়া টাল হয়েছে গাঞ্জা বিড়ি খাইয়া গান দিত টান থাকলে পাশে মাইয়া এমন ভালা মানুষ তারা পাইয়া আমায় বলে‚ ফেলবে কাচা খাইয়া!

পোস্ট দিয়েছি গরু মরছে কইয়া
কত কমেন্ট পোস্টটা আমার লইয়া
কেমনে দিলাম মুসলিম আমি হইয়া
আনফ্রেন্ড করে এক ফ্রেন্ড সরি কইয়া
টাল হয়েছে গাঞ্জা বিড়ি খাইয়া
গান দিত টান থাকলে পাশে মাইয়া
এমন ভালা মানুষ তারা পাইয়া
আমায় বলে‚ ফেলবে কাচা খাইয়া!

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

কারা কারা মিথ্যা বলতে পারেন? অভ্যাস করেন সত্য বলা; মিথ্যা বলা ছাড়েন! যে জন সদা মিথ্যা কথা কয়; মিথ্যাবাদীর কাছ থেকে লোক দূরে দূরেই রয়। মিথ্যা হল সকল পাপের মা; মিথ্যা আনে বিপদ ডেকে বাঁচতেই পারে না।

কারা কারা মিথ্যা বলতে পারেন?
অভ্যাস করেন সত্য বলা;
মিথ্যা বলা ছাড়েন!
যে জন সদা মিথ্যা কথা কয়;
মিথ্যাবাদীর কাছ থেকে লোক
দূরে দূরেই রয়।
মিথ্যা হল সকল পাপের মা;
মিথ্যা আনে বিপদ ডেকে
বাঁচতেই পারে না।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

প্রাইমারির ঐ মাস্টারেরা বাসি পান্তা খায় পুরান পঁচা খাবার পেটে শুধুই বুডবুডায়। সরকার বলে, নতুন জামা মানায় রে তোর গায়? খাস বা না খাস পড়ে থাকবি ইস্কুল সীমানায়! আমি তুমি এত্তো বড়! চিন্তা করা যায়? যা খাই-পড়ি কেউ তা কভু স্বপ্নেও নাহি খায়! পড়ায় তারা প্রাইমারিতে, সম্মান আবার চায় স্কেল বাড়ানোর আন্দোলনে মাস্টারও নাকি যায়! তাদের দাবি শুনবি না কেউ, চিল্লাক নিরালায়; আমরা কি আর পা রেখেছি ইস্কুল বারান্দায়? --------------------------- একদিন হয়তো শুনব মাস্টার যাকাত-ফেতরা খায় চোখ বেয়ে তার অশ্রু ঝরে কেউ তা টের না পায়।

প্রাইমারির ঐ মাস্টারেরা বাসি পান্তা খায়
পুরান পঁচা খাবার পেটে শুধুই বুডবুডায়।
সরকার বলে, নতুন জামা মানায় রে তোর গায়?
খাস বা না খাস পড়ে থাকবি ইস্কুল সীমানায়!
আমি তুমি এত্তো বড়! চিন্তা করা যায়?
যা খাই-পড়ি কেউ তা কভু স্বপ্নেও নাহি খায়!
পড়ায় তারা প্রাইমারিতে, সম্মান আবার চায়
স্কেল বাড়ানোর আন্দোলনে মাস্টারও নাকি যায়!
তাদের দাবি শুনবি না কেউ, চিল্লাক নিরালায়;
আমরা কি আর পা রেখেছি ইস্কুল বারান্দায়?
---------------------------
একদিন হয়তো শুনব মাস্টার যাকাত-ফেতরা খায়
চোখ বেয়ে তার অশ্রু ঝরে কেউ তা টের না পায়।

শনিবার, ১ আগস্ট, ২০১৫

অনলাইনে জিডি করার নিয়ম কানুন জেনে নিন

ডায়েরি (জিডি) করতে এখন আর থানায় গিয়ে আবেদনপত্র লিখতে হবে না। ঘরে বসে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আপনি নিজেই করতে পারেন সাধারণ ডায়েরি। আপনার দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানো, চুরি, ছিনতাই সংক্রান্ত তথ্য জানিয়ে বাসায় বসেই নিরাপদে অনলাইনে জিডি করতে পারেন । শুরুতে শুধু ঢাকা মেট্রোপলিটনের সব থানার আওতায় বসবাসকারীরা এ সুযোগ পাচ্ছেন। পাসপোর্ট, ব্যাংকের চেক বই, সার্টিফিকেটসহ কোনো গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেলে অনলাইনে সাধারণ ডায়েরি করা যাবে। এ ছাড়া বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কিত অভিযোগ অনলাইনে করার সুযোগ রয়েছে।131105-TASHFIN_BD_FACEBOOKPOLICE
যেভাবে জিডি করবেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট http://www.dmp.gov.bd ঠিকানায় প্রবেশের পর প্রধান পৃষ্ঠার ব্যানারের নিচেই দেখতে পাবেন Citizen Help Request নামের একটি ট্যাব। এই ট্যাবে ক্লিক করলে চলে আসবে আলাদা একটি পাতা। পাতার শুরুতেই অনলাইনে সাধারণ ডায়েরি নিয়ে কিছু বর্ণনা দেওয়া হয়েছে। নিচের অংশে রয়েছে তথ্য দেওয়ার তালিকা। এই তালিকা থেকে আপনি যে ধরনের সাধারণ ডায়েরি করতে চান তা নির্বাচন করুন। নির্বাচনের মাধ্যমে পরবর্তী পাতায় আপনি পাবেন ডায়েরি করার ফরম। ফরম পূরণের শুরুতে আপনি যে থানায় ডায়েরিটি করবেন তা নির্বাচন করতে হবে। এরপর আপনার নাম, ঠিকানাসহ সংশ্লিষ্ট তথ্যাবলি পূরণ করে Submit বাটনটি ক্লিক করলেই সংশ্লিষ্ট থানায় পৌঁছে যাবে আপনার তথ্য। স্বয়ংক্রিয়ভাবে আপনি একটি শনাক্তকরণ নম্বর ও থানা থেকে কবে ডায়েরি সংক্রান্ত সত্যায়িত কাগজটি সংগ্রহ করবেন তার সময় জানতে পারবেন। নম্বরটি সংরক্ষণ করুন। কারণ থানা থেকে আপনার সাধারণ ডায়েরির সত্যায়িত কপিটি সংগ্রহ করতে পরে নম্বরটির প্রয়োজন পড়বে।
তথ্য ও পরামর্শ
অনলাইনে সাধারণ ডায়েরি সংক্রান্ত যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য bangladesh@police.gov.bd ঠিকানায় মেইল পাঠাতে পারেন। অথবা ফ্যাক্স করতে পারেন ০২-৯৫৫৮৮১৮ নম্বরে।

সোমবার, ২০ জুলাই, ২০১৫

মানুষ হয়ে মানুষের বাচ্চা কেমন কইরা ধরে? শিম্পাঞ্জীও জানে সন্তান কেমনে আদর করে! আমরা মানুষ; নাই জ্ঞান হুঁশ মনুষ্য বোধ নাই সৃষ্টির সেরা মানুষ হবার শিক্ষা কোথা পাই?

মানুষ হয়ে মানুষের বাচ্চা
কেমন কইরা ধরে?
শিম্পাঞ্জীও জানে সন্তান
কেমনে আদর করে!
আমরা মানুষ; নাই জ্ঞান হুঁশ
মনুষ্য বোধ নাই
সৃষ্টির সেরা মানুষ হবার
শিক্ষা কোথা পাই?

বুধবার, ১৫ জুলাই, ২০১৫

রাত যাক আঁধারও পাপ মুছে যাক নতুন সূর্য দেখি সকালে অবাক! হে প্রভু আল্লাহ কবুল কর আমার চেয়ে দেশ মানুষ বড়!

রাত যাক আঁধারও
পাপ মুছে যাক
নতুন সূর্য দেখি
সকালে অবাক!
হে প্রভু আল্লাহ
কবুল কর
আমার চেয়ে দেশ
মানুষ বড়!

রবিবার, ১২ জুলাই, ২০১৫

কত আঁধারে রাত কাটে গো; আলোয় ভরা দিন আর নাই! ছোট্ট রাজন আলোতে মরে আঁধারে বড় কোথায় যাই? বিবেক দেখিছে আটাশ তারিখ মৃত্যু যেন কত কাছে পাঁচ মেতেও দেখেছে দুচোখ বিবেক ছাড়া সবই আছে!

কত আঁধারে রাত কাটে গো;
আলোয় ভরা দিন আর নাই!
ছোট্ট রাজন আলোতে মরে
আঁধারে বড় কোথায় যাই?
বিবেক দেখিছে আটাশ তারিখ
মৃত্যু যেন কত কাছে
পাঁচ মেতেও দেখেছে দুচোখ
বিবেক ছাড়া সবই আছে!

শনিবার, ১১ জুলাই, ২০১৫

বিদ্যুৎ নাই বাতাস নাই -কেমনে ঘুমাই? এই রাতে কেমনে যে -সেহরিটা খাই! কেমন আছি জনগণ -কে নেয় খবর? আমি দুঃখে তুমি সুখে -মিল তো জবর!

বিদ্যুৎ নাই
বাতাস নাই
-কেমনে ঘুমাই?
এই রাতে
কেমনে যে
-সেহরিটা খাই!
কেমন আছি
জনগণ
-কে নেয় খবর?
আমি দুঃখে
তুমি সুখে
-মিল তো জবর!

রবিবার, ৫ জুলাই, ২০১৫

বেয়াদবরা সাহস কোথা পায়? আল্লাহর নামে যে যা বলে যায়। কার আঁচলে শান্ত তাদের বাস? ইসলাম নিয়া কিসের উপহাস? যেথায় যারা বেয়াদবদের পাস; মাথায় বাড়ি দিবিরে ঠাস ঠাস!

বেয়াদবরা সাহস কোথা পায়?
আল্লাহর নামে যা তা বলে যায়।
কার আঁচলে শান্ত তাদের বাস?
ইসলাম নিয়া কিসের উপহাস?
যেথায় যারা বেয়াদবদের পাস;
মাথায় বাড়ি দিবিরে ঠাস ঠাস!

বেতন বাড়ার স্বপ্ন দেখাও জুলাই মাসে বেতন দিবে এমন যেন মনটা হাসে। বেতন বাড়ার স্বপ্ন দেখাও করব বাড়ি বেতন যদি বাড়বে বউয়ের কিনব শাড়ি। বেতন বাড়ার স্বপ্ন দেখাও এই কামনা ভাই-বোনেরে দিব এবার ঈদের জামা। বেতন যদি বাড়ে তাতে সুখ আমারই মা-বাবারে যেনো খুশি করতে পারি। বেতন বেশি দিবে এবার কারে কারে? কত দেশি কৈ শিং ওঠে মোর বাজারে!

বেতন বাড়ার স্বপ্ন দেখাও
জুলাই মাসে
বেতন দিবে এমন
যেন মনটা হাসে।
বেতন বাড়ার স্বপ্ন দেখাও
করব বাড়ি
বেতন যদি বাড়বে বউয়ের
কিনব শাড়ি।
বেতন বাড়ার স্বপ্ন দেখাও
এই কামনা
ভাই-বোনেরে দিব এবার
ঈদের জামা।
বেতন যদি বাড়ে তাতে
সুখ আমারই
মা-বাবারে যেনো খুশি
করতে পারি।
বেতন বেশি দিবে এবার
কারে কারে?
কত দেশি কৈ শিং ওঠে
মোর বাজারে!

শনিবার, ৪ জুলাই, ২০১৫

পীর-মুরিদি মুর্খরা করে আল্লাহর গোলাম আল্লাহকে ডরে হিসাব হবে এই দুনিয়া পরে মুক্তি; যারা মুসলিম হয়ে মরে।

পীর-মুরিদি মুর্খরা করে
আল্লাহর গোলাম আল্লাহকে ডরে
হিসাব হবে এই দুনিয়া পরে
মুক্তি; যারা মুসলিম হয়ে মরে।

শুক্রবার, ২৬ জুন, ২০১৫

এক পথিক এক গ্রামের পথ দিয়ে যাচ্ছিল। পথের ধারেই ছিল একটা কাঁঠাল গাছ। পথ চলতে চলতে পথিকটি সেই কাঁঠাল গাছের নিকটে এসে উপনিত হল। গাছে কাঁঠাল দেখে পথিকের মনে কাঁঠালে টোকা দিতে ইচ্ছা জাগল। টোকা দিতে গিয়ে পথিক দেখল গাছের একটা কাঁঠাল পাকা। পাকা কাঁঠালের গন্ধে পথিকের নাক ফুলে উঠল। এবার পথিকের মনে কাঁঠাল খাওয়ার বাসনা জাগল। পথিক ভাবল‚ এমন হাতের কাছে পাকা কাঁঠাল হাত ছাড়া করা যায় না। কাঁঠাল না খেয়ে চলে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। যেই ভাবা সেই কাজ; পথিক এদিক ওদিক তাকিয়ে দেখল‚ আশেপাশে কেউ নাই। পথিক আর মূহুর্ত দেরি না করে গাছের কাঁঠাল গাছে রেখেই খেতে শুরু করল... (কাঁঠালের মালিক যদি এসে দেখে তাহলে হয়তো পথিককে তার বাড়িতে নিয়ে কাঁঠাল সমাদর করত)

এক পথিক এক গ্রামের পথ দিয়ে যাচ্ছিল। পথের ধারেই ছিল একটা কাঁঠাল গাছ। পথ চলতে চলতে পথিকটি সেই কাঁঠাল গাছের নিকটে এসে উপনিত হল।

গাছে কাঁঠাল দেখে পথিকের মনে কাঁঠালে টোকা দিতে ইচ্ছা জাগল। টোকা দিতে গিয়ে পথিক দেখল গাছের একটা কাঁঠাল পাকা। পাকা কাঁঠালের গন্ধে পথিকের নাক ফুলে উঠল।

এবার পথিকের মনে কাঁঠাল খাওয়ার বাসনা জাগল। পথিক ভাবল‚ এমন হাতের কাছে পাকা কাঁঠাল হাত ছাড়া করা যায় না। কাঁঠাল না খেয়ে চলে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। যেই ভাবা সেই কাজ; পথিক এদিক ওদিক তাকিয়ে দেখল‚ আশেপাশে কেউ নাই। পথিক আর মূহুর্ত দেরি না করে গাছের কাঁঠাল গাছে রেখেই খেতে শুরু করল...

(কাঁঠালের মালিক যদি এসে দেখে তাহলে হয়তো পথিককে তার বাড়িতে নিয়ে কাঁঠাল সমাদর করত)

বুধবার, ২০ মে, ২০১৫

নয়া অতিথি নতুন ঘরে! নয়াদিগন্ত আলোকিত করুক‚ বড় মেহমান; সমাদর কি করি? আল্লাহই তাঁর হৃদয় মন ভরুক!

নয়া অতিথি নতুন ঘরে!
নয়াদিগন্ত আলোকিত করুক‚
বড় মেহমান; সমাদর কি করি?
আল্লাহই তাঁর হৃদয় মন ভরুক!

শনিবার, ৯ মে, ২০১৫

মাস্টারদের বেতন নাকি বাড়বে না? শিক্ষক নাকি না খেয়ে আর পারবে না? সামনে আছে আম কাঁঠালের দিন! বন্ধ দিনে রিক্সা চালাও শুধরিয়ে দাও ঋণ! বর্ষার দিনে বৃষ্টি নামে থামছে না মাস্টার এত পড়ায় তবুও ঘামছে না। মাস্টার বাড়ি ইটের দেয়াল মানায় না সরকারও তাই স্কেল দিবে তা জানায় না।

মাস্টারদের বেতন নাকি বাড়বে না?
শিক্ষক নাকি না খেয়ে আর পারবে না?
সামনে আছে আম কাঁঠালের দিন!
বন্ধ দিনে রিক্সা চালাও শুধরিয়ে দাও ঋণ!
বর্ষার দিনে বৃষ্টি নামে থামছে না
মাস্টার এত পড়ায় তবুও ঘামছে না।
মাস্টার বাড়ি ইটের দেয়াল মানায় না
সরকারও তাই স্কেল দিবে তা জানায় না।

বুধবার, ৬ মে, ২০১৫

বাঘের গর্ভে বাঘই জন্মে অবিকল বাঘের মত মানুষের ঘরে মানুষ জন্মে হায়েনাও জন্মে কত! মানুষের ভেতর মানুষ আজি বিবেকবোধ আর নাই পরের লজ্জা দেখেই আমি লজ্জায় মরে যাই!

বাঘের গর্ভে বাঘই জন্মে
অবিকল বাঘের মত
মানুষের ঘরে মানুষ জন্মে
হায়েনাও জন্মে কত!
মানুষের ভেতর মানুষ আজি
বিবেকবোধ আর নাই
পরের লজ্জা দেখেই আমি
লজ্জায় মরে যাই!

রবিবার, ৩ মে, ২০১৫

আওয়ামীলীগ করেন‚ বিএনপি করেন‚ জামায়াত করেন আর জাতীয় পার্টি করেন; দুনিয়াতে আপনি যেই দলের সাথে সংশ্লিষ্ট থাকবেন যে দলের সাথে আনাগোনা করবেন ঘুরাঘুরি করবেন সেই দলের সাথেই কেয়ামতের ময়দানে দলবদ্ধ হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। শুধু রাজনৈতিক দল নয়‚ আপনি দুনিয়ায় যাদের সাথে উঠাবসা করবেন যাদের সাথে চলাফেরা করবেন যাদের সাথে লেনদেন করবেন কেয়ামতে তাদের সাথেই আপনার হাশর হিসাব হবে। সুতরাং আপনি আপনার দল বাছাই করে সেভাবেই দুনিয়ার জীবন গঠন করুন পরকালে যে দলের সাথে দাঁড়িয়ে জান্নাতে যেতে পারেন। কিভাবে বুঝবেন সেই দল কোনটা? কুরআন হাদীস সামনে নিয়ে বসেন! সরল সঠিক পথ পেয়ে যাবেন! এই দুনিয়া আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্যও না। যদি কেউ মনে করেন দুনিয়ায় সব আমোদ করে যাবেন আর পরকালে মুক্তির দরকার নেই তবে তার জন্য এই উপদেশ প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সবাইকে তার সঠিক পথ দান করুন। আমিন।

আওয়ামীলীগ করেন‚ বিএনপি করেন‚ জামায়াত করেন আর জাতীয় পার্টি করেন; দুনিয়াতে আপনি যেই দলের সাথে সংশ্লিষ্ট থাকবেন যে দলের সাথে আনাগোনা করবেন ঘুরাঘুরি করবেন সেই দলের সাথেই কেয়ামতের ময়দানে দলবদ্ধ হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। শুধু রাজনৈতিক দল নয়‚ আপনি দুনিয়ায় যাদের সাথে উঠাবসা করবেন যাদের সাথে  চলাফেরা করবেন যাদের সাথে লেনদেন করবেন কেয়ামতে তাদের সাথেই আপনার হাশর হিসাব হবে।

সুতরাং আপনি আপনার দল বাছাই করে সেভাবেই দুনিয়ার জীবন গঠন করুন পরকালে যে দলের সাথে দাঁড়িয়ে জান্নাতে যেতে পারেন। কিভাবে বুঝবেন সেই দল কোনটা? কুরআন হাদীস সামনে নিয়ে বসেন! সরল সঠিক পথ পেয়ে যাবেন!

এই দুনিয়া আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্যও না। যদি কেউ মনে করেন দুনিয়ায় সব আমোদ করে যাবেন আর পরকালে মুক্তির দরকার নেই তবে তার জন্য এই উপদেশ প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সবাইকে তার সঠিক পথ দান করুন। আমিন।

সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

কাগজ দিয়ে ফুল এঁকেছি ঘ্রাণ নিবে তার কে? চুলের খোঁপায় মানায় ভাল ঘর সাজাবে কে? সাজাবে কার পাঞ্জাবিটা ফুটবে ভাল ফুল সাজুনীরা বড় ফুলে দুলায় কানে দুল।

কাগজ দিয়ে ফুল এঁকেছি
ঘ্রাণ নিবে তার কে?
চুলের খোঁপায় মানায় ভাল
ঘর সাজাবে কে?
সাজাবে কার পাঞ্জাবিটা
ফুটবে ভাল ফুল
সাজুনীরা বড় ফুলে
দুলায় কানে দুল।

আমার ভোট আমি দিব; ভোটার অধিকার কেন্দ্রে গেলে বের করে দেয় ঘাড় ধরিয়া ঘাড়! ডিসি নির্বাচনটা নাকি নিরপেক্ষ ধর্মী? কেমনে দিল আমার ভোট তো গার্মেন্টস এর কর্মী?

আমার ভোট আমি দিব;
ভোটার অধিকার
কেন্দ্রে গেলে বের করে দেয়
ঘাড় ধরিয়া ঘাড়!
ডিসি নির্বাচনটা নাকি
নিরপেক্ষ ধর্মী?
কেমনে দিল আমার ভোট তো
গার্মেন্টস এর কর্মী?

বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

জুলাইতে নাকি মাস্টারদের ডাবল কইরা বেতন দিব? আমি কত মাস ধইরা হিসাব করতাছি- ১ নম্বরে স্যামসাংয়ের একটা টাচ মোবাইল কিনব ২ নম্বরে রোজার ঈদের লাইগা একটা এক হাজার টাকা দামের পাঞ্জাবী কিনব ৩ নম্বরে বাড়িতে বেতন নিয়া আসার সময় ৫কেজি মিষ্টি নিয়া আসব ৪ নম্বরে সবসময় পকেটে রাখার জন্য একটা মাস্টারি কলম কনব ৫ নম্বরে যারা দরদ দেখায়া আমাদের বেতন বাড়াইল তাদের জন্য দোয়া করব ৬ নম্বরে যারা ১৬ গ্রেডে বেতনের তফাৎটা বেশি কইরা চাকরিজীবিদের ভেতরে কাউকে বানাইল বড়লোক আর কাউকে গরীব চাকরিজীবি বানাইল তাদের জন্য বদদোয়া দিব। ৭ নম্বরে আল্লাহকে সর্বাবস্থায় ধন্যবাদ দিব।

জুলাইতে নাকি মাস্টারদের ডাবল কইরা বেতন দিব?
আমি কত মাস ধইরা হিসাব করতাছি-
১ নম্বরে স্যামসাংয়ের একটা টাচ মোবাইল কিনব
২ নম্বরে রোজার ঈদের লাইগা একটা এক হাজার টাকা দামের পাঞ্জাবী কিনব
৩ নম্বরে বাড়িতে বেতন নিয়া আসার সময় ৫কেজি মিষ্টি নিয়া আসব
৪ নম্বরে সবসময় পকেটে রাখার জন্য একটা মাস্টারি কলম কনব
৫ নম্বরে যারা দরদ দেখায়া আমাদের বেতন বাড়াইল তাদের জন্য দোয়া করব
৬ নম্বরে যারা ১৬ গ্রেডে বেতনের তফাৎটা বেশি কইরা চাকরিজীবিদের ভেতরে কাউকে বানাইল বড়লোক আর কাউকে গরীব চাকরিজীবি বানাইল তাদের জন্য বদদোয়া দিব।
৭ নম্বরে আল্লাহকে সর্বাবস্থায় ধন্যবাদ দিব।

শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫

মশায় মারে কামড় আমার নরম জাগা পাইয়া! পুরুষ ধরে ফাঁসি দিবে কেমন ওডা মাইয়া?

মশায় মারে কামড় আমার
নরম জাগা পাইয়া!
পুরুষ ধরে ফাঁসি দিবে
কেমন ওডা মাইয়া?

কত যত্নে সমিতি গড়িলাম! ভাঙ্গিয়াছে আজ কারা? দাবি দাওয়া ছাড়িয়া পাইয়াছ কি শিক্ষক লাজে মারা? মনে রাখিও খাদকেরা তোমরা কত খেলে আর পেট ভরে? তোদের জন্য শিক্ষক জীবনে ভুখা থাকিয়া মরে!

কত যত্নে সমিতি গড়িলাম!
ভাঙ্গিয়াছে আজ কারা?
দাবি দাওয়া ছাড়িয়া পাইয়াছ কি
শিক্ষক লাজে মারা?
মনে রাখিও খাদকেরা তোমরা
কত খেলে আর পেট ভরে?
তোদের জন্য শিক্ষক জীবনে
ভুখা থাকিয়া মরে!

বাইকে চড়ে বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম। এমন সময় বাজার মসজিদে ইমাম সাহেব খুতবার আগে মাইকে আলোচনা করছিলেন। এক্কেবারে সোজাসাপটা কথা এবং খুব আস্থার সাথে কথাগুলো বলছিলেন। উনি কথাগুলো এমন ভাবে বলছিলেন‚ আমার মন বলছিল উনি অনেক সাহসী হবেন। আমার মনটা চেয়েছিল বাইকটা থামিয়ে উনাকে এক নজর দেখি। ইচ্ছে হল উনার পিছনে আজকের জুময়ার দুই রাকায়াত নামাজ পড়ি। সময়ের অভাবে তা আর হল না। বাইকে চড়ে আসতে আসতে আমি যে লাইনটুকু শুনেছি তা হল "আপনি ইসলামের অর্ধেক মানবেন আর অর্ধেক ইসলামের বিরোধিতা করবেন; তা হবে না! এমন যারা করবে তারা মুনাফিক! আর মুনাফিকেরা জাহান্নামের সর্ব নিম্নে অবস্থান করবে!" সাথে সাথে তিনি কুরআনের উদৃতি দিচ্ছিলেন। যারা আজে বাজে কিসসা কাহিনী না বলে সরাসরি কুরআন ও হাদীস থেকে আমল করার কথা বলেন আমার ইচ্ছা হয় ইনাদের সাথে সারাক্ষণ থেকে আলোচনা শুনি। আল্লাহ উনাকে কবুল করুন। আমিন!

বাইকে চড়ে বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম। এমন সময় বাজার মসজিদে ইমাম সাহেব খুতবার আগে মাইকে আলোচনা করছিলেন। এক্কেবারে সোজাসাপটা কথা এবং খুব আস্থার সাথে কথাগুলো বলছিলেন। উনি কথাগুলো এমন ভাবে বলছিলেন‚ আমার মন বলছিল উনি অনেক সাহসী হবেন। আমার মনটা চেয়েছিল বাইকটা থামিয়ে উনাকে এক নজর দেখি। ইচ্ছে হল উনার পিছনে আজকের জুময়ার দুই রাকায়াত নামাজ পড়ি। সময়ের অভাবে তা আর হল না।
বাইকে চড়ে আসতে আসতে আমি যে লাইনটুকু শুনেছি তা হল "আপনি ইসলামের অর্ধেক মানবেন আর অর্ধেক ইসলামের বিরোধিতা করবেন; তা হবে না! এমন যারা করবে তারা মুনাফিক! আর মুনাফিকেরা জাহান্নামের সর্ব নিম্নে অবস্থান করবে!" সাথে সাথে তিনি কুরআনের উদৃতি দিচ্ছিলেন। যারা আজে বাজে কিসসা কাহিনী না বলে সরাসরি কুরআন ও হাদীস থেকে আমল করার কথা বলেন আমার ইচ্ছা হয় ইনাদের সাথে সারাক্ষণ থেকে আলোচনা শুনি। আল্লাহ উনাকে কবুল করুন। আমিন!

আজ কাজলা দিদির কথা মনে পড়ছে। আমার কোলের কাছে শুয়ে কাজলা দিদি শোলক বলত। সেদিন হতে মা আর দিদিকে ডাকে না। দিদির কথায় মা শুধু আঁচল দিয়ে মুখ ঢাকেন। খাবার খেতে এসে আজ দিদি বলে ডাকি। কিন্তু দিদি আসে না। মা চুপটি করে থাকেন। বল মা দিদি কোথায় গেছে? কাল যে আমার নতুন ঘরে পুতুলের বিয়ে! দিদি কবে আসবে? আমিও যদি দিদির মত ফাঁকি দিয়ে লুকোই তখন তুমি একলা ঘরে কেমন করে থাকবে? ভুঁইচাঁপাতে শিউলি গাছের তল ভরে গেছে। পুকুর থেকে জল আনার সময় তা মারিও না। ডালিম ডালের ফাঁকে যে বুলবুলিটি লুকিয়ে থাকে‚ ফল ছিড়তে গিয়ে তাকে উড়িয়ে দিও না। দিদি এসে শুনলে কি বলবে! রাত হল। বাঁশবাগানে আজ চাঁদ উঠেছে। পুকুর পাড়ে ঝিঁঝি ডাকছে। নেবুর গন্ধে ঘুম আসছে না। মাগো এমন সুন্দর ক্ষণে আমার কাজলা দিদি কই? আজ দিদি থাকলে শোলক বলত। আমি চুপ করে শুনতাম। কত মজা হত!

আজ কাজলা দিদির কথা মনে পড়ছে। আমার কোলের কাছে শুয়ে কাজলা দিদি শোলক বলত। সেদিন হতে মা আর দিদিকে ডাকে না। দিদির কথায় মা শুধু আঁচল দিয়ে মুখ ঢাকেন। খাবার খেতে এসে আজ দিদি বলে ডাকি। কিন্তু দিদি আসে না। মা চুপটি করে থাকেন। বল মা দিদি কোথায় গেছে? কাল যে আমার নতুন ঘরে পুতুলের বিয়ে! দিদি কবে আসবে? আমিও যদি দিদির মত ফাঁকি দিয়ে লুকোই তখন তুমি একলা ঘরে কেমন করে থাকবে? ভুঁইচাঁপাতে শিউলি গাছের তল ভরে গেছে। পুকুর থেকে জল আনার সময় তা মারিও না। ডালিম ডালের ফাঁকে যে বুলবুলিটি লুকিয়ে থাকে‚ ফল ছিড়তে গিয়ে তাকে উড়িয়ে দিও না। দিদি এসে শুনলে কি বলবে!

রাত হল। বাঁশবাগানে আজ চাঁদ উঠেছে। পুকুর পাড়ে ঝিঁঝি ডাকছে। নেবুর গন্ধে ঘুম আসছে না। মাগো এমন সুন্দর ক্ষণে আমার কাজলা দিদি কই? আজ দিদি থাকলে শোলক বলত। আমি চুপ করে শুনতাম। কত মজা হত!

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫

* কারা কারা সত্য ভালবাস? -পরের দুঃখে কাঁদতে জান পরের সুখে হাস? * কারা কারা মিথ্যা ভালবাস? -পান থেকে চুন খসলে পরে রেগে তেড়ে আস?

* কারা কারা সত্য ভালবাস?
-পরের দুঃখে কাঁদতে জান
পরের সুখে হাস?
* কারা কারা মিথ্যা ভালবাস?
-পান থেকে চুন খসলে পরে
রেগে তেড়ে আস?

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

Hi Hello বল নাসালাম দিওতাহা যদি নাই পারচুপ থাকিও!Hi Hello ব্যবহারহতে পারে না!সালামেই সম্মান সবারই জানা।

Hi Hello বল না
সালাম দিও
তাহা যদি নাই পার
চুপ থাকিও!
Hi Hello ব্যবহার
হতে পারে না!
সালামেই সম্মান
সবারই জানা।
Hi Hello খোঁচাখুচি
কাজে ধরা নয়
সালাম দিলে তাতে
দোয়া করা হয়।

শুক্রবার, ২০ মার্চ, ২০১৫

আজ কাজলা দিদির কথা মনে পড়ছে। আমার কোলের কাছে শুয়ে কাজলা দিদি শোলক বলত। সেদিন হতে মা আর দিদিকে ডাকে না। দিদির কথায় মা শুধু আঁচল দিয়ে মুখ ঢাকেন। খাবার খেতে এসে আজ দিদি বলে ডাকি। কিন্তু দিদি আসে না। মা চুপটি করে থাকেন। বল মা দিদি কোথায় গেছে? কাল যে আমার নতুন ঘরে পুতুলের বিয়ে! দিদি কবে আসবে? আমিও যদি দিদির মত ফাঁকি দিয়ে লুকোই তখন তুমি একলা ঘরে কেমন করে থাকবে? ভুঁইচাঁপাতে শিউলি গাছের তল ভরে গেছে। পুকুর থেকে জল আনার সময় তা মারিও না। ডালিম ডালের ফাঁকে যে বুলবুলিটি লুকিয়ে থাকে‚ ফল ছিড়তে গিয়ে তাকে উড়িয়ে দিও না। দিদি এসে শুনলে কি বলবে! রাত হল। বাঁশবাগানে আজ চাঁদ উঠেছে। পুকুরে পাড়ে ঝিঁঝি ডাকছে। নেবুর গন্ধে ঘুম আসছে না। মাগো এমন সুন্দর ক্ষণে আমার কাজলা দিদি কই? আজ দিদি থাকলে শোলকলা বলত। আমি চুপ করে শুনতাম। কত মজা হত!

আজ কাজলা দিদির কথা মনে পড়ছে। আমার কোলের কাছে শুয়ে কাজলা দিদি শোলক বলত। সেদিন হতে মা আর দিদিকে ডাকে না। দিদির কথায় মা শুধু আঁচল দিয়ে মুখ ঢাকেন। খাবার খেতে এসে আজ দিদি বলে ডাকি। কিন্তু দিদি আসে না। মা চুপটি করে থাকেন। বল মা দিদি কোথায় গেছে? কাল যে আমার নতুন ঘরে পুতুলের বিয়ে! দিদি কবে আসবে? আমিও যদি দিদির মত ফাঁকি দিয়ে লুকোই তখন তুমি একলা ঘরে কেমন করে থাকবে? ভুঁইচাঁপাতে শিউলি গাছের তল ভরে গেছে। পুকুর থেকে জল আনার সময় তা মারিও না। ডালিম ডালের ফাঁকে যে বুলবুলিটি লুকিয়ে থাকে‚ ফল ছিড়তে গিয়ে তাকে উড়িয়ে দিও না। দিদি এসে শুনলে কি বলবে!

রাত হল। বাঁশবাগানে আজ চাঁদ উঠেছে। পুকুরে পাড়ে ঝিঁঝি ডাকছে। নেবুর গন্ধে ঘুম আসছে না। মাগো এমন সুন্দর ক্ষণে আমার কাজলা দিদি কই? আজ দিদি থাকলে শোলকলা বলত। আমি চুপ করে শুনতাম। কত মজা হত!

সোমবার, ২ মার্চ, ২০১৫

কে মারে আর কারে আটক করে! দোষ নাই যে মারে নাটক করে! কোনদিন যে কারে দেয়নি লাঠি আজ নাকি কারে সে-ই মেরেছে কাটি! আজব দেশটা আমার আজব আমি সুন্দর মানুষেরা নয় রে দামী!

কে মারে আর কারে
আটক করে!
দোষ নাই যে মারে
নাটক করে!
কোনদিন যে কারে
দেয়নি লাঠি
আজ নাকি কারে সে-ই
মেরেছে কাটি!
আজব দেশটা আমার
আজব আমি
সুন্দর মানুষেরা
নয় রে দামী!

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

স্বয়ং বিশ্বনবীর লেগেছিল সুদীর্ঘ ২৩ বছর! আর তোমরা তো মাত্র দুই পয়সার জামায়াত শিবির! আরও অপেক্ষা করতে হবে! ৭৭ থেকে মাত্র ৩৭ বছর! আরও লাগতে পারে সময়!

স্বয়ং বিশ্বনবীর লেগেছিল সুদীর্ঘ ২৩ বছর! আর তোমরা তো মাত্র দুই পয়সার জামায়াত শিবির! আরও অপেক্ষা করতে হবে! ৭৭ থেকে মাত্র ৩৭ বছর!  আরও লাগতে পারে সময়!

শাসন কাকে বলে আর দুঃশাসন কাকে বলে জনগণ টের পেয়ে আজি সেই তালে অভিযোজিত হয়ে চলে!

শাসন কাকে বলে আর দুঃশাসন কাকে বলে
জনগণ টের পেয়ে আজি সেই তালে
অভিযোজিত হয়ে চলে!

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫

আমায় কিছু বন্ধু দিও যারা কিছু লিখতে পারে লেখা পড়ে শিখতে পারে ট্যাগ করে না নিজের ছবি পোস্ট করে না এক্কেরে না! ফেসবুক ছাড়া পেট ভরে না এক দেড়শ পূর্ণ হলে ফ্রেন্ডলিস্টও পূর্ণ হবে দিও তবে ভালই হবে! কোথায় কি হয় জানতে পারি মানতে পারি কুরআন হাদীস ফেসবুকে যে মুর্খ রাবিশ তাদেরকে হয় ছাটাই করে আপন করে টানব তাকে যে আমাকে বাসবে ভালো খুঁজছে সদা দ্বীনের আলো আঁধার কালো ঘুচতে যারা সচেষ্ট আজ পাগলপারা! আমায় তুমি বন্ধু হইয়ো বন্ধু যারা সালাম কইয়ো!

আমায় কিছু বন্ধু দিও
যারা কিছু লিখতে পারে
লেখা পড়ে শিখতে পারে
ট্যাগ করে না নিজের ছবি পোস্ট করে না
এক্কেরে না!
ফেসবুক ছাড়া পেট ভরে না
এক দেড়শ পূর্ণ হলে
ফ্রেন্ডলিস্টও পূর্ণ হবে
দিও তবে ভালই হবে!
কোথায় কি হয় জানতে পারি
মানতে পারি কুরআন হাদীস
ফেসবুকে যে মুর্খ রাবিশ
তাদেরকে হয় ছাটাই করে
আপন করে টানব তাকে
যে আমাকে বাসবে ভালো
খুঁজছে সদা দ্বীনের আলো
আঁধার কালো ঘুচতে যারা
সচেষ্ট আজ পাগলপারা!
আমায় তুমি বন্ধু হইয়ো
বন্ধু যারা সালাম কইয়ো!

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৫

যারা বড় একটা দেশকে দুই ভাগ করে ছোট করেছিল তারাই রাজধানী দুই ভাগ করেছে। বিভাগকেও দুই ভাগ করছে। মানুষের মনকেও ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলছে!

যারা বড় একটা দেশকে দুই ভাগ করে ছোট করেছিল তারাই রাজধানী দুই ভাগ করেছে। বিভাগকেও দুই ভাগ করছে। মানুষের মনকেও ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলছে!

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫

সকাল থেকেই শুনছি সেই একই কথা আমরা ভাতে মারব আমরা পানিতে মারব। উনার ভাষণের সাথে ২১শে ফেব্রুয়ারির সম্পর্ক ঠিক বুজলাম না। উনি যে ভাষায় বক্তৃতা দিতেন আজও দেখছি এই কথা লালন করে আজকের লিডাররাও এসব কথার উপর চালিত হচ্ছেন। ইদানিং আরো যোগ হয়েছে আমরা লাঠিতে মারব আমরা গুলিতে মারব! আজকের ২১শে ফেব্রুয়ারির দিনেও ভাষা শহীদদের নাম গন্ধও শুনি না‚ খালি একজনের জয় গান। উনি কি তাহলে ২১শে ফেব্রুয়ারিও শহীদ হয়েছিলেন? শহীদ হয়ে থাকলে তো তিনি সব জনগণকে পিছনে ফেলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন! কিন্তু এতত আলেম হত্যার হিসাব? এতত আলেম নির্যাতনের হিসাব? এতত মাজলুমের ফরিয়াদ? কেমনে কি?!

সকাল থেকেই শুনছি সেই একই কথা আমরা ভাতে মারব আমরা পানিতে মারব। উনার ভাষণের সাথে ২১শে ফেব্রুয়ারির সম্পর্ক ঠিক বুজলাম না। উনি যে ভাষায় বক্তৃতা দিতেন আজও দেখছি এই কথা লালন করে আজকের লিডাররাও এসব কথার উপর চালিত হচ্ছেন। ইদানিং আরো যোগ হয়েছে আমরা লাঠিতে মারব আমরা গুলিতে মারব! আজকের ২১শে ফেব্রুয়ারির দিনেও ভাষা শহীদদের নাম গন্ধও শুনি না‚ খালি একজনের জয় গান। উনি কি তাহলে ২১শে ফেব্রুয়ারিও শহীদ হয়েছিলেন? শহীদ হয়ে থাকলে তো তিনি সব জনগণকে পিছনে ফেলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন! কিন্তু এতত আলেম হত্যার হিসাব? এতত আলেম নির্যাতনের হিসাব? এতত মাজলুমের ফরিয়াদ? কেমনে কি?!

একটু চিন্তা করলেই বুঝতে পারবে দেশপ্রেম নিয়ে তোমার চেতনায় কিসের দরদ। ভাষার জন্য যারা মরল‚ পত্রিকায় দেখলাম তাদের মা বাবারা আর ভাই বোনেরা নাকি না খেয়ে কম খেয়ে কষ্ট করে জীবন চালাচ্ছে। সে ব্যাপার নিয়ে তোমার চেতনা কাজ করে না। স্বাধীন দেশের বর্ডাররক্ষীরা দেশের সীমানা খালি রেখে সাধারণ জনগণের উপর বড় বড় অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করে এই দেশের নাগরিকদের মারছে। এই ব্যাপারে তোমার দেশপ্রেম চেতনা কাজ করে না। এই দেশের নাম ধুয়ে যারা পানি খায় তারাই যখন বাংলাদেশের পতাকা পায়ের তলে দিয়ে পাছার তলে দিয়ে বিদেশী পতাকা গায়ে দিয়ে হাতে নিয়ে বিদেশিদের গুণ গাওয়া হয় নুন খাওয়া হয়। সেই ব্যাপারে তোমার দেশের চেতনা কাজ করে না। -কিন্তু এই দেশের পূর্ণ দেশপ্রেমিক নাগরিক যদি কোন এক জাতীয় দিবসে তার বাসে তার অফিসে তার স্কুলে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভুলে জাতীয় পতাকা না টানায় তবে তখন তোমার দেশপ্রেম উপচে পড়ে! তখনই বুঝা যায় তুমি এদেশের অরিজিনাল না ডুপ্লিকেট নাগরিক!

একটু চিন্তা করলেই বুঝতে পারবে দেশপ্রেম নিয়ে তোমার চেতনায় কিসের দরদ। ভাষার জন্য যারা মরল‚ পত্রিকায় দেখলাম তাদের মা বাবারা আর ভাই বোনেরা নাকি না খেয়ে কম খেয়ে কষ্ট করে জীবন চালাচ্ছে। সে ব্যাপার নিয়ে তোমার চেতনা কাজ করে না। স্বাধীন দেশের বর্ডাররক্ষীরা দেশের সীমানা খালি রেখে সাধারণ জনগণের উপর বড় বড় অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করে এই দেশের নাগরিকদের মারছে। এই ব্যাপারে তোমার দেশপ্রেম চেতনা কাজ করে না। এই দেশের নাম ধুয়ে যারা পানি খায় তারাই যখন বাংলাদেশের পতাকা পায়ের তলে দিয়ে পাছার তলে দিয়ে বিদেশী পতাকা গায়ে দিয়ে হাতে নিয়ে বিদেশিদের গুণ গাওয়া হয় নুন খাওয়া হয়। সেই ব্যাপারে তোমার দেশের চেতনা কাজ করে না।

-কিন্তু এই দেশের পূর্ণ দেশপ্রেমিক নাগরিক যদি কোন এক জাতীয় দিবসে তার বাসে তার অফিসে তার স্কুলে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভুলে জাতীয় পতাকা না টানায় তবে তখন তোমার দেশপ্রেম উপচে পড়ে! তখনই বুঝা যায় তুমি এদেশের অরিজিনাল না ডুপ্লিকেট নাগরিক!

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫

কে কইছে দেশটা তোদের স্বাধীন করতে? এইভাবে তো আর দেখিনি মানুষ মরতে!

কে কইছে দেশটা তোদের স্বাধীন করতে?
এইভাবে তো আর দেখিনি মানুষ মরতে!

যত্তসব অশিক্ষিত যত্তসব বেয়াদব যত্তসব বেহায়া যত্তসব অসভ্য যত্তসব উশৃংখল যত্তসব লুটেরা যত্তসব মাস্তান যত্তসব বদমাশ যত্তসব জাহেল যত্তসব কুকর্মকারী যত্তসব বখাটে যত্তসব ভন্ড যত্তসব আদর্শহীন সব একটা দলেই নিরাপদ আশ্রয় পায়। মূলত এই দলের প্রায় সবাই চরিত্রের ভাল-মন্দ সম্বন্ধে অজ্ঞ!

যত্তসব অশিক্ষিত যত্তসব বেয়াদব যত্তসব বেহায়া যত্তসব অসভ্য যত্তসব উশৃংখল যত্তসব লুটেরা যত্তসব মাস্তান যত্তসব বদমাশ যত্তসব জাহেল যত্তসব কুকর্মকারী যত্তসব বখাটে যত্তসব ভন্ড যত্তসব আদর্শহীন সব একটা দলেই নিরাপদ আশ্রয় পায়। মূলত এই দলের প্রায় সবাই চরিত্রের ভাল-মন্দ সম্বন্ধে অজ্ঞ!

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা বখাটেদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই। পুলিশের সহযোগিতায় সরাসরি পিস্তলধারী বন্দুকধারী রামদাধারীদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই। সোনার ছেলে নামে খ্যাত ধর্ষণের সেঞ্চুরীয়ানদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই। যারা দিনদুপুরে রাতের অন্ধকারে মানুষকে ঘর থেকে ধরে এনে চাপাতি দিয়ে কুপিয়ে মারে তাদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই। আমার কমপ্লিন শুধু তাদের ব্যপারে যারা কুরআন হাদীস ঘাটাঘাটি করে আর জীবনের কাজগুলি আল্লাহর খুশির জন্য করে!

রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা বখাটেদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই। পুলিশের সহযোগিতায় সরাসরি পিস্তলধারী বন্দুকধারী রামদাধারীদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই। সোনার ছেলে নামে খ্যাত ধর্ষণের সেঞ্চুরীয়ানদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই। যারা দিনদুপুরে রাতের অন্ধকারে মানুষকে ঘর থেকে ধরে এনে চাপাতি দিয়ে কুপিয়ে মারে তাদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই।

আমার কমপ্লিন শুধু তাদের ব্যপারে যারা কুরআন হাদীস ঘাটাঘাটি করে আর জীবনের কাজগুলি আল্লাহর খুশির জন্য করে!

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

দেশের প্রতি নাই যার টান শরম নাই‚ নাই হুঁশ মান তারা ভাবে কার গেল প্রাণ? দেশকে তো না; প্রভুরে না করে সম্মান!

দেশের প্রতি নাই যার টান
শরম নাই‚ নাই হুঁশ মান
তারা ভাবে কার গেল প্রাণ?
দেশকে তো না;
প্রভুরে না করে সম্মান!

বাংলার মানুষ এখন সত্য মিথ্যার পার্থক্য করতে শিখেছে। পুরো ময়দান এখন সত্যের পক্ষে। যে কোন মূহুর্তে সত্যের সানাই বেজে উঠতে পারে। যে কোন মূহুর্তে সত্যের নিশান উড়তে দেখতে পারি। এ ব্যাপারে একজনের সাথে কথা হচ্ছিল; উনি বললেন‚ শহীদদের রক্তের একটা ফোটাও আল্লাহ বৃথা যেতে দেবেন না। আর শহীদদের রক্ত যত পরিমাণ এই জমিনে পড়েছে তাতে এদেশের মাটি সত্যের বিজয় ছাড়া নিস্তার পাবে না। কতটুকু এগিয়েছে তার একটা ব্যাখ্যা চিত্র তুলে ধরব পরের পোস্টে ইন শা আল্লাহ!

বাংলার মানুষ এখন সত্য মিথ্যার পার্থক্য করতে শিখেছে। পুরো ময়দান এখন সত্যের পক্ষে। যে কোন মূহুর্তে সত্যের সানাই বেজে উঠতে পারে। যে কোন মূহুর্তে সত্যের নিশান উড়তে দেখতে পারি। এ ব্যাপারে একজনের সাথে কথা হচ্ছিল; উনি বললেন‚ শহীদদের রক্তের একটা ফোটাও আল্লাহ বৃথা যেতে দেবেন না। আর শহীদদের রক্ত যত পরিমাণ এই জমিনে পড়েছে তাতে এদেশের মাটি সত্যের বিজয় ছাড়া নিস্তার পাবে না।  কতটুকু এগিয়েছে তার একটা ব্যাখ্যা চিত্র তুলে ধরব পরের পোস্টে ইন শা আল্লাহ!

আল্লাহর নির্দেশের ব্যপারে কোন প্রকার উচ্চবাচ্য করার বা আপত্তি জানাবার অধিকার মানুষের নাই। আল্লাহই সার্বভৌম কর্তৃত্বের অধিকারী একচ্ছত্র শাসক। তিনি নিজের ইচ্ছামত যে কোন হুকুম দেবার পুর্ণ এখতিয়ার রাখেন। সুতরাং আল্লাহ যে কাজটিকে বৈধ গণ্য করেছেন সেটি বৈধ এবং যে কাজটিকে অবৈধ গণ্য করেছেন সেটি অবৈধ। এছাড়া মানুষের জন্য কোনো কাজের বৈধ ও অবৈধ হবার দ্বিতীয় কোনো মানদন্ড নেই!

আল্লাহর নির্দেশের ব্যপারে কোন প্রকার উচ্চবাচ্য করার বা আপত্তি জানাবার অধিকার মানুষের নাই। আল্লাহই সার্বভৌম কর্তৃত্বের অধিকারী একচ্ছত্র শাসক। তিনি নিজের ইচ্ছামত যে কোন হুকুম দেবার পুর্ণ এখতিয়ার রাখেন। সুতরাং আল্লাহ যে কাজটিকে বৈধ গণ্য করেছেন সেটি বৈধ এবং যে কাজটিকে অবৈধ গণ্য করেছেন সেটি অবৈধ। এছাড়া মানুষের জন্য কোনো কাজের বৈধ ও অবৈধ হবার দ্বিতীয় কোনো মানদন্ড নেই!

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫

আল্লাহর নির্দেশের ব্যপারে কোন প্রকার উচ্চবাচ্য করার বা আপত্তি জানাবার অধিকার মানুষের নাই। আল্লাহই সার্বভৌম কর্তৃত্বের অধিকারী একচ্ছত্র শাসক। তিনি নিজের ইচ্ছামত যে কোন হুকুম দেবার পুর্ণ এখতিয়ার রাখেন। সুতরাং আল্লাহ যে কাজটিকে বৈধ গণ্য করেছেন সেটি বৈধ এবং যে কাজটিকে অবৈধ গণ্য করেছেন সেটি অবৈধ। এছাড়া মানুষের জন্য কোনো কাজের বৈধ ও অবৈধ হবার দ্বিতীয় কোনো মানদন্ড নেই!

আল্লাহর নির্দেশের ব্যপারে কোন প্রকার উচ্চবাচ্য করার বা আপত্তি জানাবার অধিকার মানুষের নাই। আল্লাহই সার্বভৌম কর্তৃত্বের অধিকারী একচ্ছত্র শাসক। তিনি নিজের ইচ্ছামত যে কোন হুকুম দেবার পুর্ণ এখতিয়ার রাখেন। সুতরাং আল্লাহ যে কাজটিকে বৈধ গণ্য করেছেন সেটি বৈধ এবং যে কাজটিকে অবৈধ গণ্য করেছেন সেটি অবৈধ। এছাড়া মানুষের জন্য কোনো কাজের বৈধ ও অবৈধ হবার দ্বিতীয় কোনো মানদন্ড নেই!

বাংগালী না বাংলাদেশী কি তোমার পরিচয় বাংলার মানুষ জানে কোনটা নাটক কোনটা অভিনয়!

বাংগালী না বাংলাদেশী কি তোমার পরিচয়
বাংলার মানুষ জানে কোনটা নাটক কোনটা অভিনয়!

তোরা-তোরা মারামারি করে মর! শান্তিকামীরা কই? কালিমার পতাকা তুলে ধর!

তোরা-তোরা মারামারি করে মর!
শান্তিকামীরা কই? কালিমার পতাকা তুলে ধর!

# যাদের কাছে অস্ত্র থাকে না তাদেরকে গুলি করে অনর্থক মেরে বন্দুকযুদ্ধ বলে চালিয়ে দেওয়া মিথ্যাচার! # যারা কোনদিন কাউকে অনর্থক একটা থাপ্পড়ও দেয় না তাদেরকে সন্ত্রাস বলা মিথ্যাচার! # যারা কেবলই আল্লাহকে ভয় পায় তারা কোন বেয়াদব কোন খুনি কোন সন্ত্রাসী কোন সৈরাচারীকে ভয় পায় এ কথা মিথ্যাচার! # যাদের হাতে থাকে কুরআন অন্য হাতে থাকে হাদিস‚ যারা কুরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করে‚ কুরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়‚ যারা সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে জীবন চালিয়ে জান্নাতেও একসাথে থাকতে চায় তারা ইসলাম বুঝে না এ কথা মিথ্যাচার! # যারা রাত জেগে মানুষকে সৎ পথে আনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে সাহায্য চায় তারা পেট্রোল মেরে মানুষ মারতে পারে এ কথা মিথ্যাচার!

# যাদের কাছে অস্ত্র থাকে না তাদেরকে গুলি করে অনর্থক মেরে বন্দুকযুদ্ধ বলে চালিয়ে দেওয়া মিথ্যাচার!
# যারা কোনদিন কাউকে অনর্থক একটা থাপ্পড়ও দেয় না তাদেরকে সন্ত্রাস বলা মিথ্যাচার!
# যারা কেবলই আল্লাহকে ভয় পায় তারা কোন বেয়াদব কোন খুনি কোন সন্ত্রাসী কোন সৈরাচারীকে ভয় পায় এ কথা মিথ্যাচার!
# যাদের হাতে থাকে কুরআন অন্য হাতে থাকে হাদিস‚ যারা কুরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করে‚ কুরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়‚ যারা সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে জীবন চালিয়ে জান্নাতেও একসাথে থাকতে চায় তারা ইসলাম বুঝে না এ কথা মিথ্যাচার!
# যারা রাত জেগে মানুষকে সৎ পথে আনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে সাহায্য চায় তারা পেট্রোল মেরে মানুষ মারতে পারে এ কথা মিথ্যাচার!

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫

আমার প্রিয় নবী যদি রাজনীতি না করতেন, আমার আল্লাহ যদি আমাদের উপর রাজনীতি ফরজ না করতেন, আল্লাহ যদি কুরআনে দলে থাকার কথা না বলতেন, যদি ন্যায় বিচারক বাদশাকে আল্লাহ জান্নাতের প্রথম কাতারে রাখবেন না বলতেন তবে আমি রাজনীতিকে সাপোর্ট করতাম নাহ। আমার রাসূল স্বয়ং রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজনীতি করে নিজের দাঁত হারিয়েছেন, রাজনীতি করে নিজের শরীরের রক্ত ঝরিয়েছেন, রাজনীতি করে নিজের শরীরের ঘাম ঝরিয়েছেন, রাজনীতি করে কত না খেয়ে রয়েছেন, রাজনীতি করে দেশ ত্যাগ করেছেন; আর আমি কত বড় বেয়াদব যে রাজনীতিকে বাদ দিয়ে একা একা থাকি? এটা কিছুতেই শোভা পায় না!

আমার প্রিয় নবী যদি রাজনীতি না করতেন, আমার আল্লাহ যদি আমাদের উপর রাজনীতি ফরজ না করতেন, আল্লাহ যদি কুরআনে দলে থাকার কথা না বলতেন, যদি ন্যায় বিচারক বাদশাকে আল্লাহ জান্নাতের প্রথম কাতারে রাখবেন না বলতেন তবে আমি রাজনীতিকে সাপোর্ট করতাম নাহ। আমার রাসূল স্বয়ং রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজনীতি করে নিজের দাঁত হারিয়েছেন, রাজনীতি করে নিজের শরীরের রক্ত ঝরিয়েছেন, রাজনীতি করে নিজের শরীরের ঘাম ঝরিয়েছেন, রাজনীতি করে কত না খেয়ে রয়েছেন, রাজনীতি করে দেশ ত্যাগ করেছেন; আর আমি কত বড় বেয়াদব যে রাজনীতিকে বাদ দিয়ে একা একা থাকি? এটা কিছুতেই শোভা পায় না!

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৫

তোরা কেউ তারে দিবি না খাবার! ক্ষমতায় ভাগ চায় যে আবার! এ দেশ আমার, আমার বাবার; ও আবার কে ক্ষমতা পাবার?

তোরা কেউ তারে দিবি না খাবার!
ক্ষমতায় ভাগ চায় যে আবার!
এ দেশ আমার, আমার বাবার;
ও আবার কে ক্ষমতা পাবার?

আমাদের বোধ জেগেছে গায়ে মান হুঁশ লেগেছে সকালের ফুল ফোটেছে ভুল বুঝেছে আম জনতা আয় খাবি খা মোদের মাথা কয়টা খাবি শান্তি পাবি? এইবারে হয় সব হারাবি! কত্ত সময় আর বাড়াবি? তেল মাখাবি? সময় শেষ! জেগেছে বিশ্ব দেশ! হয়নি শেষ বাংলাদেশ! সর্বশেষ ঐ ফেরাউন নমরুদেরা লাগায় আগুন গুম আর খুনে আর হবে না কেউ রবে না তোদের পাশে দেখ না চেয়ে পুব আকাশে সূর্য হাসে গন্ধ আসে জাগছে আশা ঐ সুদিনের...

আমাদের বোধ জেগেছে
গায়ে মান হুঁশ লেগেছে
সকালের ফুল ফোটেছে
ভুল বুঝেছে আম জনতা
আয় খাবি খা মোদের মাথা
কয়টা খাবি শান্তি পাবি?
এইবারে হয় সব হারাবি!
কত্ত সময় আর বাড়াবি?
তেল মাখাবি? সময় শেষ!
জেগেছে বিশ্ব দেশ!
হয়নি শেষ বাংলাদেশ!
সর্বশেষ ঐ ফেরাউন
নমরুদেরা লাগায় আগুন
গুম আর খুনে আর হবে না
কেউ রবে না তোদের পাশে
দেখ না চেয়ে পুব আকাশে
সূর্য হাসে গন্ধ আসে
জাগছে আশা ঐ সুদিনের...

কেয়ামত পর্যন্ত সত্য থাকবে আর কেয়ামত পর্যন্ত মিথ্যা থাকবে। যদি তাই হয় বর্তমানে বাংলাদেশে অবশ্যই একটা সত্য দল আছে যা সত্যের উপর বিদ্যমান। সত্য হল আল্লাহর দল আর মিথ্যা হল শয়তানের দল। নিশ্চয়ই আমি জেনে শুনে মিথ্যা দলে থাকব না। আপনারা আমাকে যুক্তি সহকারে বলবেন কোন দলটি সত্য? যদি কেউ আমাকে বুঝানোর চেষ্টা করেন বর্তমানে কোন সত্য দল নাই তা আমি বিশ্বাস করব না। কারণ সত্য যেদিন থাকবে না সেদিনই কেয়ামত সঙ্ঘটিত হবে।

কেয়ামত পর্যন্ত সত্য থাকবে আর কেয়ামত পর্যন্ত মিথ্যা থাকবে। যদি তাই হয় বর্তমানে বাংলাদেশে অবশ্যই একটা সত্য দল আছে যা সত্যের উপর বিদ্যমান। সত্য হল আল্লাহর দল আর মিথ্যা হল শয়তানের দল। নিশ্চয়ই আমি জেনে শুনে মিথ্যা দলে থাকব না। আপনারা আমাকে যুক্তি সহকারে বলবেন কোন দলটি সত্য? যদি কেউ আমাকে বুঝানোর চেষ্টা করেন বর্তমানে কোন সত্য দল নাই তা আমি বিশ্বাস করব না। কারণ সত্য যেদিন থাকবে না সেদিনই কেয়ামত সঙ্ঘটিত হবে।

যার মুখে ভাষা নাই কোন কথা হাছা নাই তার কথা আইন বড় লজ্জার ভোট ছাড়া এমপি মাননীয় মন্ত্রী দাম নাই দাম নাই লজ্জার আল্লাহতে আস্থা হয় যার খাস্তা ইসলামী দায়ী সাজা লজ্জার আল্লাহু আকবার কাউকে তা ডাকবার দেয় না সে কিছুতেই লজ্জার যে করে দল বাম মুখে তার ইসলাম মানায় না মানায় না লজ্জার এই দেশে খায় নুন কার জানি গায় গুণ কাউকে সে জানায় না লজ্জার যোগ্যতা না নিয়ে চাকরি টাকা দিয়ে ভাব ধরা অফিসার লজ্জার যার জোর ক্ষমতা নাই ন্যায় সমতা পৃথিবীর সবি তার লজ্জার

যার মুখে ভাষা নাই কোন কথা হাছা নাই
তার কথা আইন বড় লজ্জার
ভোট ছাড়া এমপি মাননীয় মন্ত্রী
দাম নাই দাম নাই লজ্জার
আল্লাহতে আস্থা হয় যার খাস্তা
ইসলামী দায়ী সাজা লজ্জার
আল্লাহু আকবার কাউকে তা ডাকবার
দেয় না সে কিছুতেই লজ্জার
যে করে দল বাম মুখে তার ইসলাম
মানায় না মানায় না লজ্জার
এই দেশে খায় নুন কার জানি গায় গুণ
কাউকে সে জানায় না লজ্জার
যোগ্যতা না নিয়ে চাকরি টাকা দিয়ে
ভাব ধরা অফিসার লজ্জার
যার জোর ক্ষমতা নাই ন্যায় সমতা
পৃথিবীর সবি তার লজ্জার

যেহেতু মুসলিমের জন্য নিরপেক্ষ থাকার সুযোগ নাই সেহেতু আমাকে বলেন‚ দেশের যা অবস্থা তাতে দেশের কল্যাণ করতে আমি কি রাজনৈতিক দলকে সহযোগিতা করব নাকি এসব দেখেও না দেখার ভান করে ঝামেলা মুক্ত থাকতে চিল্লায় যাব? আমার দায়িত্বটা আসলে কি? নিজে নিজে আমল করে জান্নাতে যাওয়া? নাকি পরিবার সমাজ আর দেশের সবাইকে নিয়া একসাথে জান্নাত যাওয়ার চেষ্টা করা? আপনারাই বলেন! যদি যৌক্তিক হয় আমি আপনার কথাই শুনব এবং মানব!

যেহেতু মুসলিমের জন্য নিরপেক্ষ থাকার সুযোগ নাই সেহেতু আমাকে বলেন‚ দেশের যা অবস্থা তাতে দেশের কল্যাণ করতে আমি কি রাজনৈতিক দলকে সহযোগিতা করব নাকি এসব দেখেও না দেখার ভান করে ঝামেলা মুক্ত থাকতে চিল্লায় যাব? আমার দায়িত্বটা আসলে কি? নিজে নিজে আমল করে জান্নাতে যাওয়া? নাকি পরিবার সমাজ আর দেশের সবাইকে নিয়া একসাথে জান্নাত যাওয়ার চেষ্টা করা? আপনারাই বলেন! যদি যৌক্তিক হয় আমি আপনার কথাই শুনব এবং মানব!

বলো দেখি কোন দলে ছোট বড় নেতা সবি মেন্টাল? বলো দেখি কোন দলে ক্ষমতার আগে-পরে জঞ্জাল? বলো দেখি কোন দলে মুসলিম সেজে ডাকে আল্লাহ? বলো দেখি কোন দলে নাই হক্ব ন্যায় নীতি পাল্লা? বলো দেখি কোন দলে শক্তির বাহাদুরী করা হয়? বলো দেখি কোন দলে ক্রসফায়ার পাপ নাহি ধরা হয়? বলো দেখি কোন দলে মানেই না জাত কুল ধর্ম? বলো দেখি কোন দলে শিক্ষার বুঝেই না মর্ম? বলো দেখি কোন দলে যোগ্যতা নয় দাম শক্তির? বলো দেখি কোন দলে মুর্খতা নয় নাম ভক্তির? বলো দেখি কোন দলে কথার আগে আগে চলে হাতটা? বলো দেখি কোন দলে টেনশন শুধু কালো রাতটা? বলো দেখি কোন দলে ভয় বেশি আদর্শ সত্যের? বলো দেখি কোন দলে ল্যাশ নাই বোধ আনুগত্যের?

বলো দেখি কোন দলে
ছোট বড় নেতা সবি মেন্টাল?
বলো দেখি কোন দলে
ক্ষমতার আগে-পরে জঞ্জাল?
বলো দেখি কোন দলে
মুসলিম সেজে ডাকে আল্লাহ?
বলো দেখি কোন দলে
নাই হক্ব ন্যায় নীতি পাল্লা?
বলো দেখি কোন দলে
শক্তির বাহাদুরী করা হয়?
বলো দেখি কোন দলে
ক্রসফায়ার পাপ নাহি ধরা হয়?
বলো দেখি কোন দলে
মানেই না জাত কুল ধর্ম?
বলো দেখি কোন দলে
শিক্ষার বুঝেই না মর্ম?
বলো দেখি কোন দলে
যোগ্যতা নয় দাম শক্তির?
বলো দেখি কোন দলে
মুর্খতা নয় নাম ভক্তির?
বলো দেখি কোন দলে
কথার আগে আগে চলে হাতটা?
বলো দেখি কোন দলে
টেনশন শুধু কালো রাতটা?
বলো দেখি কোন দলে
ভয় বেশি আদর্শ সত্যের?
বলো দেখি কোন দলে
ল্যাশ নাই বোধ আনুগত্যের?

এক মেডামকে বললাম। উনি ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছেন। নাম দেখে তাকে আমি একজন মুসলিম হিসেবেই জানি। লেখালেখি করেন দু'এক লাইন করে। উনি প্রাইমারি স্কুলের শিক্ষক। শিক্ষকতায় ট্রেনিংও নিয়েছেন। একদিন হিন্দুদের পুজার আগে শারদীয় দূর্গার ছবিসহ শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে কমেন্টে আমি লিখেছি, "হিন্দুদের ব্যাপারে আমার কোন কথা নেই। পুজা তাদের ধর্ম। পুজার শুভেচ্ছা বা দাওয়াত দিবে সেটা তাদের কাজ। কিন্তু আপনি মুসলিম হিসেবে আপনার এই স্ট্যাটাসে আমার আপত্তি আছে। যেহেতু আমিও একজন মুসলিম তাই, আর একজন মুসলিমের ভুল হবে; আমার দায়িত্ব আমি তাকে তা ধরিয়ে দিব। হিন্দুদের শিরক বলতে কিছু নেই; কিন্তু আপনি মুসলিম। আপনি শিরক নামে একটা পাপ আছে, যা তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না।" উনি আমাকে রিপ্লাই দিলেন, "আমার হিসাব আমি দিব!" আমিতো পুরাই 'থ'! বেটি কি কয়? -উনি আমার লেখায় নিয়মিত লাইক কমেন্ট করতেন। কিন্তু তারপর থেকে আর তা করতে দেখিনি। প্রায় মাস খানেক পর দেখলাম, উনি আমাকে আনফ্রেন্ড করেছেন! তাতে আমি সামান্যতম বেজার নই। বরং খুশিই হয়েছি। কারণ, যে মুসলিম হয়ে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না সে মুসলিম থেকে ইসলামের যে ক্ষতি করছে, আমার ফ্রেন্ড লিস্টে থাকলেও আমার ফ্রেন্ডদেরকে ওয়াসওয়াসা দিত!

এক মেডামকে বললাম। উনি ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছেন। নাম দেখে তাকে আমি একজন মুসলিম হিসেবেই জানি। লেখালেখি করেন দু'এক লাইন করে। উনি প্রাইমারি স্কুলের শিক্ষক। শিক্ষকতায় ট্রেনিংও নিয়েছেন। একদিন হিন্দুদের পুজার আগে শারদীয় দূর্গার ছবিসহ শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে কমেন্টে আমি লিখেছি, "হিন্দুদের ব্যাপারে আমার কোন কথা নেই। পুজা তাদের ধর্ম। পুজার শুভেচ্ছা বা দাওয়াত দিবে সেটা তাদের কাজ। কিন্তু আপনি মুসলিম হিসেবে আপনার এই স্ট্যাটাসে আমার আপত্তি আছে। যেহেতু আমিও একজন মুসলিম তাই, আর একজন মুসলিমের ভুল হবে; আমার দায়িত্ব আমি তাকে তা ধরিয়ে দিব। হিন্দুদের শিরক বলতে কিছু নেই; কিন্তু আপনি মুসলিম। আপনি শিরক নামে একটা পাপ আছে, যা তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না।" উনি আমাকে রিপ্লাই দিলেন, "আমার হিসাব আমি দিব!" আমিতো পুরাই 'থ'! বেটি কি কয়? -উনি আমার লেখায় নিয়মিত লাইক কমেন্ট করতেন। কিন্তু তারপর থেকে আর তা করতে দেখিনি। প্রায় মাস খানেক পর দেখলাম, উনি আমাকে আনফ্রেন্ড করেছেন! তাতে আমি সামান্যতম বেজার নই। বরং খুশিই হয়েছি। কারণ, যে মুসলিম হয়ে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না সে মুসলিম থেকে ইসলামের যে ক্ষতি করছে, আমার ফ্রেন্ড লিস্টে থাকলেও আমার ফ্রেন্ডদেরকে ওয়াসওয়াসা দিত!

সরাসরি বুকে গুলি কর ছিড়ে ফেড়ে যাক মানুষ সব মরে যাক অমানুষ থাক!

সরাসরি বুকে গুলি কর
ছিড়ে ফেড়ে যাক
মানুষ সব মরে যাক
অমানুষ থাক!

গরু ছাগলকেও আল্লাহ কেয়ামতের দিন মাফ দিবেন না। বড় শিংওয়ালা কোন গরু যদি শিংহীন কোন গরুকে দুনিয়াতে গুতো দেয়, অত্যাচার করে, কষ্ট দেয় তবে কেয়ামতের দিন আল্লাহ শিংহীন সেই গরুকে শিং দিয়ে বলবেন এবার তুমি তাকে গুতো দাও, দুনিয়াতে সে তোমাকে যত গুতো দিয়েছিল! এবার তুমি তার প্রতিশোধ নাও! যেহেতু আল্লাহ ন্যায় বিচারক, তাই আল্লাহ এমন কাজটা করবেন।

#গরু_ছাগলকেও_আল্লাহ #কেয়ামতের_দিন_মাফ_দিবেন_না!
বড় শিংওয়ালা কোনো গরু যদি শিংহীন কোন গরুকে অথবা বড় দেহের কোন ছাগল যদি ছোট দেহের কোনো ছাগলকে দুনিয়াতে গুতো দেয়, অত্যাচার করে, কষ্ট দেয় তবে কেয়ামতের দিন আল্লাহ শিংহীন সেই গরুকে শিং দিয়ে বলবেন এবার তুমি তাকে গুতো দাও, দুনিয়াতে সে তোমাকে যতো গুতো দিয়েছিল! এবার তুমি তার প্রতিশোধ নাও! যেহেতু #আল্লাহ_ন্যায়_বিচারক,
তাই আল্লাহ এমন কাজটা করবেন।

একটা বিবেকহীন নিরীহ বোবাজাত ছাগল যদি জুলুম করে ক্ষমা না পায় তবে আপনি আমি কীভাবে বিচার ছাড়াই ক্ষমা পেয়ে যাবো ভাবতে পারি! কেউ যদি কাউকে সম্পদের জন্য, কেউ কাউকে টাকার জন্য, কেউ কারও থেকে লাভবান হওয়ার জন্য, কারও থেকে কেউ সম্মান পাওয়ার জন্য, কেউ কারও থেকে ক্ষমতাবান হওয়ার জন্য জুলুম করে? আর যদি আন্তর্যাতিক মানের মর্যাদাবান ব্যক্তির সাথে কেউ জুলুম করে অনর্থক কষ্ট দেয় তবে কি সে ক্ষমা পেয়ে যাবে? কেউ যদি পুরো দেশের মানুষের সাথে জুলুম করে? কেউ যদি অনেক অনেক মানুষের হক মেরে খায়???? 

যার জুলুম যতো বড়, তার হিসাব ততো সুক্ষ্ম হবে। ততো সময় নিয়ে বিচার হবে। কেয়ামতের মাঠ বড় ভয়ংকর হবে। যে ব্যক্তি যতো বেশি খারাপ কাজ করবে তার ততো বেশি ঝামেলা থাকবে। ততো বেশি আলোচিত হবে। ততো বেশি শাস্তি হবে। যার যতো বড় শাস্তি হবে কেয়ামত এর দিন তার বডিটাও আল্লাহ সেই মানের শক্ত, সেই মানের শাস্তি গ্রহণের উপযুক্ত করে দিবেন যাতে করে শাস্তি উপভোগ করা যায়। কারণ, ছোট্ট শরীরে অতো বেশি শাস্তির লোড নিবে না। দুনিয়ায় মৃত্যুর পর কেয়ামত এ আবার জীবন পাবে। তারপর আর কখনও মৃত্যু হবে না। সুখের বাসী সুখেই অনন্তকাল কাটাবে। আর দুঃখ যাদের কপালে, অনন্তকাল দুঃখের মাঝেই তাদের সময় কাটাতে হবে। এই খবরগুলো আমরা দুনিয়াতেই পেয়েছি। কেউ অস্বীকার করতে পারবে না। দুনিয়াতেই যেভাবে অপরাধীর অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ, ছবি, স্ক্রিনশট, সিসি টিভি রেকর্ড ইত্যাদি থাকে; পরকালে আল্লাহ চারিদিকের দৃশ্য দেখানো যায় এমন কিছু প্রকাশ করতে পারেন। আল্লাহ এমন কিছু দেখাতে পারেন যার দ্বারা প্রত্যেকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব রেকর্ড প্রকাশ করবেন। এসব জেনে, শুনে, বুঝে যদি আমরা চিরসুখের জান্নাতে যেতে না পারি, তবে এর চেয়ে বড় কপালপোড়া আর নাই 😥

আল্লাহ, কুরআন বিশ্বাস হলে এক্ষুণি প্রস্তুতি নেওয়া উচিৎ। যে সময় পিছনে গেছে তা না ভেবে এখন থেকেই রেডি হতে থাকি। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বলেছেন, বান্দা যদি আল্লাহকে ডেকে ক্ষমা চায়, আল্লাহ বান্দাকে মাফ করে দেন এবং তাকে জান্নাত দেন। তাহলে আর দেরি কেনো? এক্ষুণি রেডি হই...
√ এখন থেকে যা করবো কুরআন হাদিস মতে চলার চেষ্টা করবো। 
√ এখন থেকে কাউকে ঠকাবো না।
√ এখন থেকে কারও সম্মান কাড়বো না!
√ এখন থেকে কারও জায়গার প্রতি, কারও পকেটের প্রতি  কারও সৌন্দর্যের প্রতি নজর দিবো না।
√ এখন থেকে দুর্বল কাউকে আঘাত করবো না।
√ এখন থেকে গোপনে কারও নামে কটু বাক্য প্রচার করবো না।
√ এখন থেকে মিথ্যা ভাউচারে সম্পদ আত্মসাৎ করবো না।
√ এখন থেকে সুদ ঘুষ দেয়া-নেওয়া বন্ধ করে দিবো।
√ এখন থেকেই সকলের সঙ্গে ভালো ব্যবহার করবো।
√ এখন থেকে সত্যের উপর চলার চেষ্টা করবো। 
√ এখন থেকেই অন্যের কষ্ট হয় এমন কিছু করবো না। কারও জন্য পারলে উপকার করবো, নয়তো চুপ থাকবো।
√ এখন থেকে কাউকে বকা দিবো না।
√ এখন থেকে সকলের সঙ্গে লেনদেনে স্বচ্ছ থাকবো।
√ এখন থেকেই মন যে কাজকে ভালো সায় দেয় তা করবো, যে কাজে মন সায় দেয় না তা করা থেকে বিরত থাকবো।

আমরা নিয়ত ভালো করবো। আমাদের নিয়তে আল্লাহ বরকত দিবেন। আমাদের উপর রহমত করবেন। পরকালে নাজাত দিবেন ইন শা আল্লাহ। আল্লাহ আমাদের সঠিক পথে থাকার তৌফিক দিন। আমিন!

সৌদির সাথে বাংলার পিরিত অনেক বছর পর সৌদি বলে ডারলিং তুই এমন এমন কর! মিডিয়াতে খুশির জোয়ার সরকার মহা খুশি এমন পিরিত এই প্রথমই আমরাই পারি পুশী খুশি হয়ে সৌদি রাজা বাংলা রানী ডেকে আমায় দিও পা টিপুনী পা রয়েছে পেকে! মন চাইবে যখন আমার খুঁজ খবর তো নিও! কম করে হোক প্রতি মাসে বিশ হাজারই দিও! ব্যাকরণের ভাষায় যাদের গৃহকর্মী বলে চাকরি পাবে তারা‚ আমার সোহাগ যেন চলে!

সৌদির সাথে বাংলার পিরিত
অনেক বছর পর
সৌদি বলে ডারলিং তুই
এমন এমন কর!
মিডিয়াতে খুশির জোয়ার
সরকার মহা খুশি
এমন পিরিত এই প্রথমই
আমরাই পারি পুশী
খুশি হয়ে সৌদি রাজা
বাংলা রানী ডেকে
আমায় দিও পা টিপুনী
পা রয়েছে পেকে!
মন চাইবে যখন আমার
খুঁজ খবর তো নিও!
কম করে হোক প্রতি মাসে
বিশ হাজারই দিও!
ব্যাকরণের ভাষায় যাদের
গৃহকর্মী বলে
চাকরি পাবে তারা‚ আমার
সোহাগ যেন চলে!

কান্দে তারা চোখে মলম দিয়ে মানুষ মারে অমনি ধরে নিয়ে বিচার মানে তালগাছ শর্ত থাকে মরার আগে একটুও না পাকে!

কান্দে তারা চোখে মলম দিয়ে
মানুষ মারে অমনি ধরে নিয়ে
বিচার মানে তালগাছ শর্ত থাকে
মরার আগে একটুও না পাকে!

আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে দেখেন সে- ০ জনগণকে ভালবাসে কিনা, জনগণের উপর অত্যাচার করে কিনা। ০ জনগণের অধিকার, আমানত ঠিকঠাকমত রক্ষা করে কিনা। ০ বিডিআর বিদ্রোহের নামে বিডিআর ধ্বংস করে কিনা। ০ দেশের সীমানা খালি রেরে বিডিআর দ্বারা সাধারণ জনগণের উপর গুলি করে কিনা। ০ দেশের সেনাবাহিনী ধ্বংসের জন্য বড় বড় অফিসারদের হত্যা করে কিনা। ০ জনগণের নিরাপত্তা বিধান করে কিনা। নাকি ক্রস ফায়ারের নামে জনগণকে হত্যা করে নিজের চেয়ার পাকা করতে চায়। ০ ক্ষমতা পাইয়া সে আল্লাহর উপর আস্থা রাখে কিনা, আল্লাহর কাছে শুকরিয়া করে কিনা, নাকি আল্লাহকে ভুলে যায়, নাস্তিক হয়ে যায়, ইসলামের বিরোধিতা শুরু করে দেয়। ০ আল্লাহ ক্ষমতা দিয়ে দেখেন সে আলেমদের ইজ্জত করে কিনা, কুরআনের আইন মানে কিনা। নাকি নিজেদের সুবিধামত আইন তৈরি করে করে দেশ পরিচালনা করে। ০ নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের মানুষের ভালবাসার চেয়ে বিদেশীদের ভালবাসায় আসক্ত কিনা। -আল্লাহ কাউকে ক্ষমতা দেন, আবার কারো থেকে কেড়ে নেন। সময় বেশি লাগে না। আল্লাহই সর্বশক্তিমান। তাঁর শক্তির উপর কারো শক্তি নাই। তাই আমাদের সব সময় তাঁকেই মেনে চলা উচিত। আমিন!

আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে দেখেন সে-
০ জনগণকে ভালবাসে কিনা, জনগণের উপর অত্যাচার করে কিনা।
০ জনগণের অধিকার, আমানত ঠিকঠাকমত রক্ষা করে কিনা।
০ বিডিআর বিদ্রোহের নামে বিডিআর ধ্বংস করে কিনা।
০ দেশের সীমানা খালি রেরে বিডিআর দ্বারা সাধারণ জনগণের উপর গুলি করে কিনা।
০ দেশের সেনাবাহিনী ধ্বংসের জন্য বড় বড় অফিসারদের হত্যা করে কিনা।
০ জনগণের নিরাপত্তা বিধান করে কিনা। নাকি ক্রস ফায়ারের নামে জনগণকে হত্যা করে নিজের চেয়ার পাকা করতে চায়।
০ ক্ষমতা পাইয়া সে আল্লাহর উপর আস্থা রাখে কিনা, আল্লাহর কাছে শুকরিয়া করে কিনা, নাকি আল্লাহকে ভুলে যায়, নাস্তিক হয়ে যায়, ইসলামের বিরোধিতা শুরু করে দেয়।
০ আল্লাহ ক্ষমতা দিয়ে দেখেন সে আলেমদের ইজ্জত করে কিনা, কুরআনের আইন মানে কিনা। নাকি নিজেদের সুবিধামত আইন তৈরি করে করে দেশ পরিচালনা করে।
০ নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের মানুষের ভালবাসার চেয়ে বিদেশীদের ভালবাসায় আসক্ত কিনা।
-আল্লাহ কাউকে ক্ষমতা দেন, আবার কারো থেকে কেড়ে নেন। সময় বেশি লাগে না। আল্লাহই সর্বশক্তিমান। তাঁর শক্তির উপর কারো শক্তি নাই। তাই আমাদের সব সময় তাঁকেই মেনে চলা উচিত। আমিন!