মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫

আমায় কিছু বন্ধু দিও যারা কিছু লিখতে পারে লেখা পড়ে শিখতে পারে ট্যাগ করে না নিজের ছবি পোস্ট করে না এক্কেরে না! ফেসবুক ছাড়া পেট ভরে না এক দেড়শ পূর্ণ হলে ফ্রেন্ডলিস্টও পূর্ণ হবে দিও তবে ভালই হবে! কোথায় কি হয় জানতে পারি মানতে পারি কুরআন হাদীস ফেসবুকে যে মুর্খ রাবিশ তাদেরকে হয় ছাটাই করে আপন করে টানব তাকে যে আমাকে বাসবে ভালো খুঁজছে সদা দ্বীনের আলো আঁধার কালো ঘুচতে যারা সচেষ্ট আজ পাগলপারা! আমায় তুমি বন্ধু হইয়ো বন্ধু যারা সালাম কইয়ো!

আমায় কিছু বন্ধু দিও
যারা কিছু লিখতে পারে
লেখা পড়ে শিখতে পারে
ট্যাগ করে না নিজের ছবি পোস্ট করে না
এক্কেরে না!
ফেসবুক ছাড়া পেট ভরে না
এক দেড়শ পূর্ণ হলে
ফ্রেন্ডলিস্টও পূর্ণ হবে
দিও তবে ভালই হবে!
কোথায় কি হয় জানতে পারি
মানতে পারি কুরআন হাদীস
ফেসবুকে যে মুর্খ রাবিশ
তাদেরকে হয় ছাটাই করে
আপন করে টানব তাকে
যে আমাকে বাসবে ভালো
খুঁজছে সদা দ্বীনের আলো
আঁধার কালো ঘুচতে যারা
সচেষ্ট আজ পাগলপারা!
আমায় তুমি বন্ধু হইয়ো
বন্ধু যারা সালাম কইয়ো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন