রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা বখাটেদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই। পুলিশের সহযোগিতায় সরাসরি পিস্তলধারী বন্দুকধারী রামদাধারীদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই। সোনার ছেলে নামে খ্যাত ধর্ষণের সেঞ্চুরীয়ানদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই। যারা দিনদুপুরে রাতের অন্ধকারে মানুষকে ঘর থেকে ধরে এনে চাপাতি দিয়ে কুপিয়ে মারে তাদের ব্যপারে আমার কোন কমপ্লিন নাই।
আমার কমপ্লিন শুধু তাদের ব্যপারে যারা কুরআন হাদীস ঘাটাঘাটি করে আর জীবনের কাজগুলি আল্লাহর খুশির জন্য করে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন