এক মেডামকে বললাম। উনি ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছেন। নাম দেখে তাকে
আমি একজন মুসলিম হিসেবেই জানি। লেখালেখি করেন দু'এক লাইন করে। উনি
প্রাইমারি স্কুলের শিক্ষক। শিক্ষকতায় ট্রেনিংও নিয়েছেন। একদিন হিন্দুদের
পুজার আগে শারদীয় দূর্গার ছবিসহ শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে কমেন্টে আমি
লিখেছি, "হিন্দুদের ব্যাপারে আমার কোন কথা নেই। পুজা তাদের ধর্ম। পুজার
শুভেচ্ছা বা দাওয়াত দিবে সেটা তাদের কাজ। কিন্তু আপনি মুসলিম হিসেবে আপনার
এই স্ট্যাটাসে আমার আপত্তি আছে। যেহেতু আমিও একজন মুসলিম তাই, আর একজন
মুসলিমের ভুল হবে; আমার দায়িত্ব আমি তাকে তা ধরিয়ে দিব। হিন্দুদের শিরক
বলতে কিছু নেই; কিন্তু আপনি মুসলিম। আপনি শিরক নামে একটা পাপ আছে, যা তওবা
ছাড়া আল্লাহ মাফ করবেন না।" উনি আমাকে রিপ্লাই দিলেন, "আমার হিসাব আমি
দিব!" আমিতো পুরাই 'থ'! বেটি কি কয়? -উনি আমার লেখায় নিয়মিত লাইক কমেন্ট
করতেন। কিন্তু তারপর থেকে আর তা করতে দেখিনি। প্রায় মাস খানেক পর দেখলাম,
উনি আমাকে আনফ্রেন্ড করেছেন! তাতে আমি সামান্যতম বেজার নই। বরং খুশিই
হয়েছি। কারণ, যে মুসলিম হয়ে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না সে মুসলিম থেকে
ইসলামের যে ক্ষতি করছে, আমার ফ্রেন্ড লিস্টে থাকলেও আমার ফ্রেন্ডদেরকে
ওয়াসওয়াসা দিত!
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৫
এক মেডামকে বললাম। উনি ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছেন। নাম দেখে তাকে আমি একজন মুসলিম হিসেবেই জানি। লেখালেখি করেন দু'এক লাইন করে। উনি প্রাইমারি স্কুলের শিক্ষক। শিক্ষকতায় ট্রেনিংও নিয়েছেন। একদিন হিন্দুদের পুজার আগে শারদীয় দূর্গার ছবিসহ শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে কমেন্টে আমি লিখেছি, "হিন্দুদের ব্যাপারে আমার কোন কথা নেই। পুজা তাদের ধর্ম। পুজার শুভেচ্ছা বা দাওয়াত দিবে সেটা তাদের কাজ। কিন্তু আপনি মুসলিম হিসেবে আপনার এই স্ট্যাটাসে আমার আপত্তি আছে। যেহেতু আমিও একজন মুসলিম তাই, আর একজন মুসলিমের ভুল হবে; আমার দায়িত্ব আমি তাকে তা ধরিয়ে দিব। হিন্দুদের শিরক বলতে কিছু নেই; কিন্তু আপনি মুসলিম। আপনি শিরক নামে একটা পাপ আছে, যা তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না।" উনি আমাকে রিপ্লাই দিলেন, "আমার হিসাব আমি দিব!" আমিতো পুরাই 'থ'! বেটি কি কয়? -উনি আমার লেখায় নিয়মিত লাইক কমেন্ট করতেন। কিন্তু তারপর থেকে আর তা করতে দেখিনি। প্রায় মাস খানেক পর দেখলাম, উনি আমাকে আনফ্রেন্ড করেছেন! তাতে আমি সামান্যতম বেজার নই। বরং খুশিই হয়েছি। কারণ, যে মুসলিম হয়ে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না সে মুসলিম থেকে ইসলামের যে ক্ষতি করছে, আমার ফ্রেন্ড লিস্টে থাকলেও আমার ফ্রেন্ডদেরকে ওয়াসওয়াসা দিত!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন