বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৫

আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে দেখেন সে- ০ জনগণকে ভালবাসে কিনা, জনগণের উপর অত্যাচার করে কিনা। ০ জনগণের অধিকার, আমানত ঠিকঠাকমত রক্ষা করে কিনা। ০ বিডিআর বিদ্রোহের নামে বিডিআর ধ্বংস করে কিনা। ০ দেশের সীমানা খালি রেরে বিডিআর দ্বারা সাধারণ জনগণের উপর গুলি করে কিনা। ০ দেশের সেনাবাহিনী ধ্বংসের জন্য বড় বড় অফিসারদের হত্যা করে কিনা। ০ জনগণের নিরাপত্তা বিধান করে কিনা। নাকি ক্রস ফায়ারের নামে জনগণকে হত্যা করে নিজের চেয়ার পাকা করতে চায়। ০ ক্ষমতা পাইয়া সে আল্লাহর উপর আস্থা রাখে কিনা, আল্লাহর কাছে শুকরিয়া করে কিনা, নাকি আল্লাহকে ভুলে যায়, নাস্তিক হয়ে যায়, ইসলামের বিরোধিতা শুরু করে দেয়। ০ আল্লাহ ক্ষমতা দিয়ে দেখেন সে আলেমদের ইজ্জত করে কিনা, কুরআনের আইন মানে কিনা। নাকি নিজেদের সুবিধামত আইন তৈরি করে করে দেশ পরিচালনা করে। ০ নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের মানুষের ভালবাসার চেয়ে বিদেশীদের ভালবাসায় আসক্ত কিনা। -আল্লাহ কাউকে ক্ষমতা দেন, আবার কারো থেকে কেড়ে নেন। সময় বেশি লাগে না। আল্লাহই সর্বশক্তিমান। তাঁর শক্তির উপর কারো শক্তি নাই। তাই আমাদের সব সময় তাঁকেই মেনে চলা উচিত। আমিন!

আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে দেখেন সে-
০ জনগণকে ভালবাসে কিনা, জনগণের উপর অত্যাচার করে কিনা।
০ জনগণের অধিকার, আমানত ঠিকঠাকমত রক্ষা করে কিনা।
০ বিডিআর বিদ্রোহের নামে বিডিআর ধ্বংস করে কিনা।
০ দেশের সীমানা খালি রেরে বিডিআর দ্বারা সাধারণ জনগণের উপর গুলি করে কিনা।
০ দেশের সেনাবাহিনী ধ্বংসের জন্য বড় বড় অফিসারদের হত্যা করে কিনা।
০ জনগণের নিরাপত্তা বিধান করে কিনা। নাকি ক্রস ফায়ারের নামে জনগণকে হত্যা করে নিজের চেয়ার পাকা করতে চায়।
০ ক্ষমতা পাইয়া সে আল্লাহর উপর আস্থা রাখে কিনা, আল্লাহর কাছে শুকরিয়া করে কিনা, নাকি আল্লাহকে ভুলে যায়, নাস্তিক হয়ে যায়, ইসলামের বিরোধিতা শুরু করে দেয়।
০ আল্লাহ ক্ষমতা দিয়ে দেখেন সে আলেমদের ইজ্জত করে কিনা, কুরআনের আইন মানে কিনা। নাকি নিজেদের সুবিধামত আইন তৈরি করে করে দেশ পরিচালনা করে।
০ নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের মানুষের ভালবাসার চেয়ে বিদেশীদের ভালবাসায় আসক্ত কিনা।
-আল্লাহ কাউকে ক্ষমতা দেন, আবার কারো থেকে কেড়ে নেন। সময় বেশি লাগে না। আল্লাহই সর্বশক্তিমান। তাঁর শক্তির উপর কারো শক্তি নাই। তাই আমাদের সব সময় তাঁকেই মেনে চলা উচিত। আমিন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন